HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বায়োস্কোপ > শেষযাত্রায় লাল পতাকায় মোড়া শরীর, বুকে রাখা গীতাঞ্জলি, দেহদান হল তরুণ মজুমদারের

শেষযাত্রায় লাল পতাকায় মোড়া শরীর, বুকে রাখা গীতাঞ্জলি, দেহদান হল তরুণ মজুমদারের

ফুলমালা ভার নেই, নেই গান স্যালুট। এক অন্যরকম শেষযাত্রার সাক্ষী থাকল রাজ্য। তরুণ মজুমদারের শেষ ইচ্ছা মেনে হল দেহদান। 

শেষযাত্রায় তরুণ মজুমদার

মৃত্যুর আগেই বলে গিয়েছিলেন, তাঁর শেষযাত্রায় যেন কোনও গ্যান স্যালুট না থাকে, ফুলের ভারও নিতে চাননি। পরপারে যাত্রার সময় কেবল লাল পতাকায় মোড়া থাকল বামমনস্ক এই পরিচালকের দেহ। আজীবন বামপন্থী ধ্যানধারণায় বিশ্বাসী ছিলেন, মৃত্যুর পর কাস্তে-হাতুড়ি খচিত লাল পতাকা আর প্রিয় কবি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বুকে নিয়েই অসীমের উদ্দেশে যাত্রা করলেন তরুণ মজুমদার। 

নিভৃতে, নীরবে চলে যেতে চেয়েছেন তরুণ মজুমদার। মৃত্যুর পর কোনও ‘আড়ম্বর’ চাননি। থাকবে না শোকের বাড়বাড়ন্ত, ফুল-মালার আতিশায্য। তাঁর শেষ ইচ্ছেকে মান্যতা দিয়েছে পরিবার। এদিন এসএসকেএম হাসপাাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তরুণ মজুমদার। এরপর সেখানে পরিচালকের কর্নিয়া দান করা হয়। দুপুর পৌনে তিনটে নাগাদ দেহ বার করা হয়। তারপর এনটিওয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হয় দেহ।

তাঁর অফিসের সামনে শায়িত রাখা হয় দেহ। সেখানে তরুণ মজুমদারকে শেষশ্রদ্ধা জানান টলিপাড়া কলাকুশলীরা। ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপনে ছিল কড়া বারণ। অভিনেত্রী দেবশ্রী রায়, দেবদূত ঘোষ, ভাস্বর চট্টোপাধ্যায়, দোলন রায়, বোধিসত্ত্ব মজুমদার, অনামিকা সাহা, শান্তিলাল মুখোপাধ্যায় শেষ শ্রদ্ধা জানান প্রয়াত পরিচালক। এর পরেই শববাহী গাড়ি রওনা  ফের রওনা হয় এসএসকেএমের দিকে। এই হাসপাতালের অ্যানাটোমি বিভাগেই দান করা হয়েছে পরিচালকের দেহ। 

রাজ্য সরকারের তরফে এদিন সকাল থেকেই হাসপাতালে হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস-ইন্দ্রনীল সেনরা। মন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিকদের জানান, ‘ওঁনার ইচ্ছা মেনেই সবটা হচ্ছে। উনি নিভৃতে চলে যেতে চেয়েছেন’। 

এদিন হাসপাতালে শেষ পর্যন্ত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, কান্তি গঙ্গোপাধ্যায়রা। দীর্ঘদিনের বন্ধুকে হারিয়ে শোকেপাথর কান্তি গঙ্গোপাধ্যায়। জানালেন হাসপাতালের বিছানায় শুয়েও শেষ ছবিটা করে যেতে চেয়েছিলেন। তাঁর কথায়, ‘ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, বাঁশপাহাড়িতে সাত দিন ধরে রেইকি করছিলেন। বলতেন আমি শেষ জীবনের শেষ ছবিটা করবই। চিত্রনাট্যও লিখেছিলেন। পারলেন না। হাসপাতালে যে দিন জ্ঞান এল, কাগজে লিখে দিলেন ছবি আমি শেষ করবই। নিজেই ছবি হয়ে গেলেন। এক জন মানবদরদি, বামপন্থীমনস্ক পরিচালক সিনেমাজগতেও নতুন বিপ্লব আনতে চেয়েছিলেন। আর পাঁচ জনের মতো ছিলেন না।’

 

 

বায়োস্কোপ খবর

Latest News

LSG-কে হারিয়ে তিনে উঠল SRH,রাহুলদের সমীকরণ জটিল হল, প্রথম দল হিসেবে ছিটকে গেল MI অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের 'যখন দেখল...' খেলাধূলায় হালে পানি না পেয়ে নাচে মন দেন ডোনা! দাবি সৌরভের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নজর কাড়ল চন্দননগরের যমজ বোন, কী নিয়ে পড়বে দুজনে? সবচেয়ে বেশি বল বাকি রেখে জয় এবং ১০ওভারে সর্বোচ্চ রান- ২টিতেই DC-এর নজির ভাঙল SRH হীরামান্ডির গল্পে বুঁদ দর্শক, প্রথম সিরিজেই কোন মাইলস্টোন ছুঁলেন সঞ্জয় লীলা? কোনও চাপে নেই হরিয়ানা সরকার, নির্দলদের সমর্থন তোলার জবাব দিলেন মুখ্যমন্ত্রী হুগলি: সকাল সকাল বাজারে পৌঁছলেন রচনা, প্রচারে আদিবাসী নৃত্যে তাল মেলালেন লকেট কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, সিরাম বলছে, ‘পার্শ্বপ্রতিক্রিয়ার কথা …'

Latest IPL News

অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের ১০ ওভারে ১৬০-এর উপর রান তাড়া করে জয়,ইতিহাস লিখে LSG-কে হারাল SRH, আশা শেষ MI-এর IPL 2024: কোহলির এটা বলা উচিত হয়নি- বিরাট-গাভাসকর তরজায় নাক গলালেন ওয়াসিম আক্রম বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ