সম্প্রতি, কপিল শর্মার শো-তে নিজেদের আসন্ন ছবি 'চণ্ডীগড় করে আশিকি'র প্রচার সারতে এসেছিলেন আয়ুষ্মান খুরানা এবং বাণী কাপুর। তাঁদের সঙ্গে ছিলেন ছবির পরিচালক অভিষেক কাপুরও। সম্প্রতি, সেই পর্বের একটি প্রোমো সোনি টিভি চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
সেখানে দেখা যাচ্ছে সোফায় বসা আয়ুষ্মানের উদ্দেশে খোঁচা মেরে কপিল প্রশ্ন তুলেছেন, 'যদি শুধু চন্ডীগড়ের লোকজনই প্রেম করে তাহলে বলিয়া, ভুবনেশ্বরের লোকজন কী করবে?' ছাড়েননি বাণীকেও। নিজের চিরাচরিত ফ্লার্টের ভঙ্গিমায় বাণীকে কপিলের সরাসরি জিজ্ঞাসা, ' চন্ডীগড়ের ছেলেপুলে আপনার সঙ্গে প্রেম করছে আর তাহলে আমাদের অমৃতসরবাসীদের কী হবে? সব ছেড়েছুড়ে সীমানা পেরিয়ে ওদেশে চলে যাই?' কপিলের কথা শেষ হতে না হতেই হাসিতে ফেটে পড়েন বলি-সুন্দরী।
এখানেই শেষ না। বাণীকে কপিল আরও বলেন যে তাঁর বিরুদ্ধে অভিযোগ যে শো-তে তিনি নাকি বেশ প্রশ্রয় ও সময় শুধু অতিথি নায়িকাদেরই দেন। তাই তো এই পর্বের শুরুতেই আয়ুষ্মানকে প্রথমেই তিনি চটপট দু'টি প্রশ্ন করে ফেলেছেন। তাই এখন অনেকটা নিশ্চিন্ত তিনি। কারণ শো-এর বাকি সময়টুকুতে মনযোগ তিনি স্রেফ বাণীর উপরেই দিতে পারবেন তিনি।
প্রসঙ্গত, ‘কেদারনাথ’ ছবির পরিচালনার তিন বছর পর 'চণ্ডীগড় করে আশিকি'তে ফের একবার পরিচালকের আসনে অভিষেক কাপুর। সুশান্তের পর আয়ুষ্মানের সঙ্গে জুটি বেঁধেছেন অভিষেক। আয়ুষ্মানের বিপরীতে মহিলা চরিত্রে অভিনয় করছেন বানী কাপুর। ছবিতে বক্সারের চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান। এর জন্য বিশেষ ডায়েট মেনে চলছেন তিনি। নিয়মিত করেছেন শরীরচর্চাও। করোনার জেরে চণ্ডীগড়ে গত বছর অক্টোবরে ছবির শ্যুটিং হয়। ৪৮ দিনের মধ্যেই ছবির শ্যুটিং শেষ করা হয়।
গত ৯ জুলাই ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হলেও, করোনার জেরে ছবি নির্মাতারা পিছিয়ে যায়। মূলত সিনেমা হলে ছবি মুক্তির পরিকল্পনা ছিল তাঁদের। তাই পরিস্থিতি একটু স্বাভাবিক হতে এবং সিনেমা হল খুলতেই, ফের ডিসেম্বর ১০-এ ছবি মুক্তির নতুন দিন ঘোষণা করল ‘চণ্ডীগড় করে আশিকি’র টিম।
আগামী ১০ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।