বিতর্ক যতই থাক 'দ্য কেরালা স্টোরি' বক্স অফিসে সুপার হিট। এবার নতুন ছবির কথা ঘোষণা করলেন 'দ্য কেরালা স্টোরি'র পরিচালক-প্রযোজক জুটি। নাম 'বস্তার'। সত্যি ঘটনা অবলম্বনেই এই ছবি বানানো হচ্ছে বলে দাবি 'বিতর্কিত' পরিচালক-প্রযোজক জুটির।
সোমবার প্রযোজনা সংস্থা সানশাইন পিকচার্সের তরফে টুইটে লেখা হয়, ‘আমাদের পরবর্তী প্রকল্প ‘বস্তার’-এর কথা জানাচ্ছি। আরেকটি আকস্মিক সত্য ঘটনার সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত হোন যা আপনাকে নির্বাক করে দেবে। ৫ এপ্রিল, ২০২৪-দিনটি আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন!’ ছবির পোস্টের ঘন জঙ্গলে গাছের মাথায় ধোঁয়া দেখা দিয়েছে, দেখা যাচ্ছে একটি রাইফেল এবং একটি লাল কাস্তে হাতুরি আঁকা পতাকা দেখা যাচ্ছে। পোস্টারে লেখা ‘গোপন সত্য যা দেশে ঝড় তুলবে -বস্তার।’
আরও পড়ুন-লন্ডনে জিতুকে নিয়ে কাড়াকাড়ি! ঋতাভরী নাকি পায়েল! কে হচ্ছেন 'আপনজন’?
আরও পড়ুন-‘এই শহরেই এক রেস্তোরাঁয় প্রেম করতে যেতাম, সেটা ছিল আমার প্রথম ভালোবাসা’, অকপট শোলাঙ্কি
টুইটারে ছবির পোস্টের নিচে নেটিজেনদের কমেন্ট উঠে এসেছে। কেউ লিখেছেন, নির্মাতাদের এই ছবির জন্য বিদ্যুৎ জামালকে নেওয়া উচিত। কেউ জানিয়েছেন, ‘এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশাকরি সত্য প্রকাশের এই ছবিটিকেও কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে। দ্য কেরালা স্টোরির জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেভাবে লড়াই করেছেন তাতে এই টিমকে ধন্যবাদ!’ কেউ লিখেছেন, ‘সময় নিন, কিন্তু ভালো মানের ছবি বানান।’
প্রসঙ্গত, সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা, যোগীতা বিহানি, সিদ্ধি ইদনানি এবং সোনিয়া বালানি। ছবিটি ৫ মে মুক্তি পায়। বিপুল শাহ প্রযোজিত এই ছবি বক্স অফিসে ২০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। যদিও ছবিটি নিয়ে কিছু কম বিতর্ক হয়নি। এরাজ্যেও 'দ্য কেরালা স্টোরি' একেবারে শুরুর দিকে মুক্তি পেলেও পরে এটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়।
বিতর্ক অবশ্য শুরু হয়েছিল ছবির ট্রেলার মুক্তির পর থেকেই। যেখানে ৩২হাজারেরও বেশি মহিলাকে জোর করে ইসলামে ধর্মান্তরিত করাতে দেখা যায়, সন্ত্রাসবাদী সংগঠন ISIS-এ যোগ দিতে দেখা যায়। আর এটা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। যদিও পরে ট্রেলারে সেই দৃশ্য বাদ দিয়ে এটিকে তিন মহিলার গল্প হিসাবে দেখানো হয়।