তৃণমূলের অন্দরের দলাদলি ক্রমশ বাড়ছে? রাজ্যের ক্রেতাসুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর সাম্প্রতিক মন্তব্য ঘিরে দানা বাঁধছে জল্পনা। তৃণমূলের তারকা সাংসদ ও বিধায়কদের বিঁধে সম্প্রতি মন্তব্য করেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর (Srikanto Mahato)। জানান, তৃণমূলে থাকা সন্ধ্যা রায়, মুনমুন সেন, জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরত, নেপাল সিংহ, সন্দীপ সিংহ এবং উত্তরা সিংহের মতো নেতা-নেত্রী ‘লুটেপুটে খাচ্ছেন’। তাঁরাই কি দলের প্রকৃত সম্পদ? সেই নিয়েও প্রশ্ন তোলেন শালবনির বিধায়ক।
এমনিতেই নিয়োগ SSC দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং গরুপাচার কাণ্ডে অনুব্রতর (Anubrata Mondal) জেলে যাওয়া নিয়ে কোণঠাসা তৃণমূল। তার উপর সুকান্তর মন্তব্যে কার্যত অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তড়িঘড়ি শোকজ করা হয়েছে বিধায়ককে, দলীয় সূত্রে খবর তিনি দুঃখপ্রকাশও করেছেন বেফাঁস মন্তব্যের জন্য। যাঁদের নিশানায় নিলেন মন্ত্রী, তাঁদের কী বক্তব্য? এক সংবাদমাধ্যমকে নুসরত জাহান জানান, ‘উনি নিজের বুদ্ধি-বিবেচনায় কথা বলেছেন। দলের কে সম্পদ, কে সম্পদ নয় সেটা মানুষ ঠিক করবেন। আমরা এখানে মানুষের সেবা করতে এসেছি। ওঁর মন্তব্য নিয়ে আমাদের কিছু যায়-আসে না।’ আরও পড়ুন-বন্ধুর বিয়েতে খুনসুটি অর্জুন-মালাইকার, ‘তোমাদের বিয়েটা কবে?’ প্রশ্ন নেটপাড়ার
মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার স্পষ্ট জবাব, ‘উনি যে ভুল কথা বলেছেন, সেটা উনি জানেন। এই বক্তব্যের জন্য তাঁকে সঙ্গে সঙ্গে কারণ দর্শাতে বলেছে দল। এর জন্য দলকে অনেক ধন্যবাদ।’ ভবিষ্যতে দল-বিরোধী এমন মন্তব্য থেকে বিরত থাকবেন মন্ত্রী, আশাবাদী জুন।
অন্যদিকে সকলকে অবাক করে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ সাফাই গাইলেন মিমি-নুসরতের পক্ষে। তাঁর কথা, 'এখন সাংস্কৃতিক জগতের মানুষদের দাগিয়ে দেওয়া ঠিক হবে না।' যদিও তৃণমূলের ‘কিছু মানুষ দু’ হাত দিয়ে লুটেপুটে খেয়েছে’ তা মেনে নিতে আপত্তি নেই রুদ্রনীলের। তবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষের সুরে বলেছেন, 'লুটেপুটে খাওয়ার দল, সবাই খাবে। আগামী দিনে আরও নেতারা এই ধরনের কথা বলবেন। সবাই বলবেন, এই দলটা করা যাচ্ছে না।' আরও পড়ুন- বিশাল ভরদ্বাজের ডার্ক থ্রিলারে তাবু, আলি ফজল,বাঙালির নজরে বাঁধন
তবে নিজের বেফাঁস বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন শ্রীকান্ত মাহাতো। তিনি বলেন, ‘আমি ভুল করেছি। দলের কাছে ভুল স্বীকার করেছি। আবেগবশত আমি ভুল বলেছিলাম।’