বাংলা নিউজ > বায়োস্কোপ > Amitabh Bachchan: কাজে পৌঁছানোর তাড়া, হেলমেট ছাড়াই অমিতাভ চেপে বসলেন ভক্তের বাইকে, জানালেন কৃতজ্ঞতাও

Amitabh Bachchan: কাজে পৌঁছানোর তাড়া, হেলমেট ছাড়াই অমিতাভ চেপে বসলেন ভক্তের বাইকে, জানালেন কৃতজ্ঞতাও

হেলমেট ছাড়াই অমিতাভ চেপে বসলেন ভক্তের বাইকে

Amitabh Bachchan: মুম্বইয়ের ভয়ঙ্কর জ্যামের কবলে অমিতাভ বচ্চন। এদিকে কাজে পৌঁছানোর তাড়া। দুইয়ের জেরে নেজাহাল বিগ বি। অগত্যা কর্মস্থলে পৌঁছতে সাহায্য নিলেন ভক্তের।

ভক্তের সাহায্য নিলেন অমিতাভ (Amitabh Bachchan)। সঠিক সময় কর্মক্ষেত্রে পৌঁছতে তাঁর সহায় হলেন তাঁরই এক ভক্ত। রবিবার ইনস্টাগ্রামে (Instagram) একটি পোস্ট করে অভিনেতা নিজেই একটি পোস্ট করে গোটা ঘটনা জানালেন।

বিগ বি ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তাঁকে এক ব্যক্তির বাইকের পিছনের সিটে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁর পরনে কালো রঙের টিশার্ট এবং নীল প্যান্ট। সঙ্গে তিনি খয়েরি রঙের ব্লেজার এবং সাদা স্নিকার পরে আছেন।

এই ফটো শেয়ার করে অমিতাভ লেখেন, 'এই সফরের জন্য ধন্যবাদ ভাই। তুমি জানো না আমি তোমার প্রতি কতটা কৃতজ্ঞ। আমার কাজের জায়গায় তুমি আমায় সঠিক সময় পৌঁছে দিয়েছ। এই ভয়ঙ্কর জ্যাম উপেক্ষা করে আমায় এভাবে পৌঁছানোর জন্য অনেক ধন্যবাদ হলুদ রঙের টিশার্ট পরা ভাই।'

দাদুর পোস্টে রিঅ্যাক্ট করেছেন নব্য নভেলি নন্দা (Navya Naveli Nanda)। তিনি এই পোস্টে হাসির এবং হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। অভিনেতা রোহিত বোস এই ছবিতে কমেন্ট করেন। তিনি লেখেন, 'এই পৃথিবীর সব থেকে কুল মানুষ হলেন আপনি অমিতজি।' সায়নী গুপ্তা লেখেন, 'সব শুনেছি মিস্টার বচ্চন অত্যন্ত সময় মেনে চলেন। আজ সেটাকে মূল্য দিতে দেখলাম। আশা করব অভিনেতারা আপনার থেকে এটা শিখবেন।'

তবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু শাহেনশাহকে হেলমেট না পরার জন্য বেশ কটাক্ষের মুখে পড়তে হয়। এক ব্যক্তি লেখেন, 'দুজনের কেউই হেলমেট পড়েননি।' আরেকজন লেখেন, 'কাজে যাওয়ার এত তাড়া যে হেলমেট পড়তে পারেননি।'

অমিতাভ বচ্চনকে আগামীতে প্রজেক্ট কে (Project K) ছবিতে দেখা যাবে। তাঁর সঙ্গে এই ছবিতে থাকবেন প্রভাস (Prabhas), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), প্রমুখকে দেখা যাবে। ব্যাগ অশ্বিন এই ছবিটির পরিচালনা করছেন। এই ছবিটি আগামীতে হিন্দি এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে। এছাড়া তাঁকে রিভু দাশগুপ্তর ছবি সেকশন ৮৪ এও দেখা যেতে চলেছে।

বন্ধ করুন