ফের নতুন সদস্য আসার খবর মিলল টলিউড থেকে। বুধবার পুত্র সন্তানের মা হয়ছেন সোনালী চৌধুরী। টলিগঞ্জের মিষ্টি এই অভিনেত্রীর মা হওয়ার খবরে খুশি তাঁর অনুরাগীরা। সোনালীর ছেলে হওয়ার খবর প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিশ্বনাথ বসু। ছড়া কেটে লিখেছেন, ‘বেশ লাগছে বাহ সোনালী/ মা হবার খবর শোনালি/ পুত্র সন্তান,খবর দিলি রাতে/ তোর সন্তান যেন থাকে দুধে ভাতে’।
বুধবার সকালে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন সোনালী। হিন্দুস্থান টাইমসের পক্ষ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে জানান, ‘আমি এখন সুস্থ। ছেলেও ভালো আছে।’
কী নাম রাখলেন ছেলের? অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হলে বেশ মজার ঘটনা শেয়ার করলেন। জানালেন, ‘আমার আর রজতের (সোনালীর স্বামী) ইচ্ছে ছিল মেয়ে হবে। আমরা প্রচুর মেয়ের নাম ভেবে রেখেছিলাম। এখন আবার ছেলের নাম ভাবার কাজ চলছে!’

ছেলেকে দেখে নতুন বাবার প্রতিক্রিয়া কী ছিল তাও জানান সোনালী। বলেন, ‘রজত ছেলে হয়েছে শুনেই বলছে, বাহ! অলিভার কান এসে গিয়েছে। আসলে জার্মানির প্রাক্তন গোলকিপার অলিভারের খুব বড় ভক্ত ও।’
যদিও চারিদিকের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তার সুর ধরা পড়ল সোনালী চৌধুরীর গলাতেও। তবে, মাদারহুড উপভোগ করার জন্য এক্কেবারে তৈরি তিনি! ইতিমধ্যেই নেটিজেনরা সোনালীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।