যাঁর-ই ছবি আঁকছেন তিনিই মারা যাচ্ছেন। এ কেমন শিল্পী! পরিচিতরা তাঁকে ডাকেন 'পিকাসো' বলে। শিল্পীর আসল নাম যদিও পলাশ মুখোপাধ্যায়। তিনি আবার যে সে নন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী। কিন্তু পিকাসোর যাঁর ছবি আঁকছেন তিনি কেন মারা যাচ্ছেন? বিষয়টা ভাবিয়ে তুলেছে সাংবাদিক শ্রেয়াকেও। তিনি তাই বিষয়টা খতিয়ে দেখতে চান।
আপনার মনেও বিষয়টা ছাপ ফেলেছে তো? তাহলে খোলসা করেই বলা ভালো। এই চিত্রশিল্পী 'পিকাসো' আর কেউ নন, ইনি হলেন টোটা রায়চৌধুরী। আর টোটাকে চিত্রশিল্পী বানানোর কারিগর হলেন পরিচালক রাজা চন্দ। আসছে তাঁর নতুন ওয়েব সিরিজ 'পিকাসো'। তবে এখন প্রশ্ন পিকাসো কি নির্দোষ? এই মৃত্যুগুলির পিছনে কী রহস্য রয়েছে? সেটা নিয়েই তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ।
চরিত্র ও ওয়েব সিরিজের রহস্যের বিষয়ে অবশ্য এখনই খুব বেশি খোলসা করতে চাননি টোটা রায় চৌধুরী। এবিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে টোটা রায় চৌধুরী বলেন, ‘রাজা চন্দকে আমি বহুদিন ধরেই চিনি। তবে একসঙ্গে এই প্রথমবার কাজ করছি। কাজের অভিজ্ঞতাও দারুণ, ভবিষ্যতেও আমি রাজার সঙ্গে কাজ করতে চাই। ‘পিকাসো’তে আমার চরিত্রটি যথেষ্ঠ চ্যালেঞ্জিং, এই চরিত্রের অনেক স্তর রয়েছে। চিত্রনাট্যও খুব ভালো করে লেখা। এটাকে বাস্তবায়িত করে তুলতে আমরা প্রচুর আলোচনাও করেছি, পরিশ্রম করেছি। আমি এর আগেও চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করেছি, তবে তাতে এই চরিত্রটির মতো এত রহস্য ছিল না।’
টোটা আরও বলেন, ‘পিকাসোর শ্যুটিংয়ের সময় একটা বিষয় আমাকে ভীষণ নস্টালজিক করে তুলেছিল, সেটা হল এখানে আমি প্রায় এক দশক পর একটা পরিচিত বাড়িতে শ্যুটিং করেছি। সেখানে গিয়ে বেশ নস্টালজিক লাগছিলো।’
আরও পড়ুন-করণের মধ্যে 'নেপোটিজম'-এর কিছুই দেখিনি, বলিউডে যা পেয়েছি, টলিউডে পাইনি: টোটা
আরও পড়ুন-অমিতাভের জন্মদিন, দাদুর সঙ্গে অদেখা ছবিতে নাতনি নভ্যা, ছবিতে নেই ঐশ্বর্য-অভিষেক!

'পিকাসো'র শ্যুটিংয়ে টোটা
'পিকাসো'তে দেখা যাবে অভিনেতা সৌরভ দাসকে। সৌরভ বলেন, ‘এই প্রথম সম্ভবত চরিত্রের থেকেও বেশি আমায় আকর্ষিত করেছে গল্পের প্লট। শুধু নিজেরটা নয়, এই ব্যতিক্রমী চিত্রনাট্যে সমস্ত চরিত্রই আমার পছন্দের। আমি এর আগে এইরকম ফ্ল্যাম্বয়েন্ট, অপকর্মে জড়িত এবং ক্যাসানোভা ওরিয়েন্টেড চরিত্রে অভিনয় করিনি। আমি আমাদের পরিচালক রাজা দা ও ক্লিকের কাছে কৃতজ্ঞ যে ওঁরা আমায় এই চরিত্রের জন্য উপযুক্ত বলে মনে করছেন। আমার ফটোগ্রাফারের চরিত্রটি জটিল এবং ক্যারেক্টার প্যালেট বেশ ধূসর। পরতে পরতে রহস্যময় ক্যানভাসের দ্বন্দ্ব গুলি দর্শকদের বেশ চিত্তাকর্ষক লাগবে বলেই আশা করি।’

সৌরভ দাস, ছবি ওয়েব সিরিজ 'পিকাসো'

পিকাসো'র শ্যুটিংয়ে পরিচালক রাজা চন্দ
'পিকাসো' নিয়ে পরিচালক রাজা চন্দ বলেন, ‘পাবলো পিকাসোর নাম সেই স্কুলে পরার সময় থেকেই আমার কাছে আকর্ষণের বিষয়। নামটা যেহেতু আইকনিক, তাই এই নামের চরিত্র এবং থ্রিলারের সাসপেন্স বজায় রেখেই এই ওয়েব সিরিজে আমাকে কাজ করতে হয়েছে। প্রতিভাবান অভিনেতা টোটা রায়চৌধুরীর সঙ্গে কাজ করতেও আমি আগ্রহী ছিলাম। এটা একসঙ্গে আমাদের প্রথম কাজ। টোটা চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলছেন। আর সৌরভ দাস আগেও আমার নির্দেশনায় অভিনয় করেছেন, তিনিও দক্ষ অভিনেতা। এখনও সৌরভ ভীষণ সুন্দরভাবে নিজের ভিন্নধরনের একটা চরিত্র তুলে ধরেছে। শ্রীজলা গুহ আমার সঙ্গে এই প্রথমবার কাজ করল, ও ভালো অভিনয় করেছে। আমার মনে হয়, ও বড় পর্দাতেও কাজ করার যোগ্য। এছাড়া রোজা পারোমিতা দে এবং দেবপ্রসাদ হালদারও দুর্দান্ত কাজ করেছেন।’
'পিকাসো'র চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক, সঙ্গীত পরিচালনা করেছেন অভিষেক এবং রাজপুত্র।