স্টার জলসায় শেষ হয়েছে ‘খড়কুটো’। তবে এই ধারাবাহিকের শেষ হয়ে যাওয়া গভীর প্রভাব ফেলে গিয়েছে দর্শক মনে। ঠিক যেন তাঁরা মেনে নিতে পারছেন না। এই ধারাবাহিক দিয়েই সকলের ঘরের মানুষ হয়ে গিয়েছিলেন গুনগুন। অকাতরে ভালোবাসা পেয়েছেন গুনগুন হিসেবে। কখনও চরিত্রের কারণে তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তবে যে ভালোবাসা পেয়েছেন তা খুব কম মানুষের কপালেই জোটে। তাই তো শেষ হয়ে গিয়েও খড়কুটোর রেশ যেন শেষ হচ্ছে না।
একই হাল তৃণারও। ২ বছর ৪ দিন ধরে তিনি কাজ করেছিলেন গুনগুন হিসেবে। এত জলদি কি একটা চরিত্রকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া যায়! গত ২ বছরের টুকরো টুকরো স্মৃতি অভিনেত্রী ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আর যা দেখে ফের একবার কাঁদল ‘খড়কুটো’ অনুরাগীরা। আরও পড়ুন: বয়কটে বলিউড, দক্ষিণের চিরঞ্জিবীর ‘ছোট ভাই’ হয়ে গদফাদারে সলমন, দেখুন টিজার
রবিবার ২১ অগস্ট শেষ সম্প্রচার হয় ‘খড়কুটো’র। শেষ এপিসোড নিয়েও কিন্তু জমিয়ে হয়েছে ট্রোল। দেখানো হয়েছে গুনগুন সৌজন্যর ছেলে ঈশানকে একেবারে বাবার মতো দেখতে হয়েছে। যেন বাবার জেরক্স কপি। তবে সে ডাক্তার। আর হাসপাতালে গিয়ে তাঁর আলাপ হয় এমন একটি মেয়ের সঙ্গে যাকে দেখতে পুরো তাঁর মায়ের মতো। শুধু তাই নয়, তাঁর ডাক নামও গুনগুন। আর এটা দেখেই ট্রোল করেছেন দর্শকরা। তাঁদের বক্তব্য, বাচ্চা বাবা-মার মতো দেখতে হতেই পারে! কিন্তু এমন হুবহু নকল দেখলে নাকি স্বয়ং ডারউইনও লজ্জা পাবেন।
যদিও এসব নিয়ে হিন্দুস্তান বাংলার পক্ষ থেকে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এটা একটা প্রতীকি ভাবনাকে উপস্থাপন করা হয়েছে, যে প্রিয় মানুষরা বারবার ফিরে ফিরে আসে। তাঁরা এই সমাজেই থাকে। সেইটুকু বোঝবার মেধা যাদের থাকবে তাঁরা বুঝবেন, আর যাদের বোঝবার মেধা নেই- তাঁরা তাঁদের মতো করে ব্যাখা করবেন। কোনওটাতেই আমার কোনও প্রতিক্রিয়া নেই।’ আরও পড়ুন: শরীরের ‘সেক্সি জিনিস’ দেখানো যাবে না ক্যামেরায়, দুষ্টু কথা শাহিদের! করণের মুখ হাঁ
তৃণার হাতে বড় পরদার একগাদা কাজ রয়েছে। খুব জলদি তৃণাকে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘লহ গৌরঙ্গের নাম রে’ ছবিতে। যার পরিচালনা করছেন সৃজিত। সিনেমায় শ্রীচৈতন্যের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়। আর তাঁর স্ত্রী লক্ষ্মীপ্রিয়া হচ্ছেন তৃণা। চৈতন্য অন্তর্ধান রহস্য-ই এই ছবির প্রেক্ষাপট। শুধু তাই নয় অরিন্দম শীলের ইস্কাবনের বিবি-তেও রয়েছেন তিনি মুখ্য চরিত্রে। ‘স্টার জলসা’র মহালয়ারও অংশ হতে চলেছেন তিনি। রয়েছেন ডান্স রিয়েলিটি শো ডান্স ডান্স জুনিয়ার সিজ ৩-এ মেন্টর হিসেবে।