লম্বা অপেক্ষার অবসান! হাঁফ ছেড়ে বাঁচল ভক্তরা। হোলি-দোলের জন্য গত সপ্তাহে টিআরপি রিপোর্ট সামনে আসেনি। নতুন সপ্তাহের প্রথম দিন হাজির ২০২৪-এর ১১ নম্বর সপ্তাহের হালহাকিকত। আজকাল টিআরপি-র এই রিপোর্টের ভিত্তিতেই আগামী পর্বগুলির পরিকল্পনা করেন নির্মাতারা। শুধু তাই নয়, সিরিয়াল শেষ কিংবা স্লট বদলের সিদ্ধান্তের পিছনেও থাকে এই নম্বর।
আইপিএল চালু হয়ে গিয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে টিআরপি তালিকায়। সন্ধ্যে ৭.৩০টার আগে সম্প্রচারিত সিরিয়ালগুলো খানিক রেহাই পেলেও, বাকিদের সামনে কঠিন লড়াই। এর মাঝেও প্রথম সপ্তাহে খুব বেশি ফারাক পড়ল না। এইবারও বেঙ্গল টপারের মুকুট ধরে রাখল ফুলকি। ৮.৪ নম্বর পেয়ে শীর্ষে দিব্যানি মন্ডল, অভিষেক বসু অভিনীত এই মেগা সিরিয়াল। বর্ষার বিয়ে নিয়ে চাপানউতোরও এক নম্বরে টেনে নিয়ে যেতে পারল না নিম ফুলের মধুকে।
৮.২ নম্বর নিয়ে দু-নম্বর স্থানেই সন্তুষ্ট থাকতে হল সৃজন-পর্ণাকে। অন্যদিকে তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ব্লুজ প্রোজাকশনের দুই চ্যানেলের দুটি মেগা। ৭.৮ নম্বর নিয়ে তৃতীয় জগদ্ধাত্রী ও গীতা। চতুর্থ স্থানে জায়গা ধরে রেখেছে ‘কোন গোপনে মন ভেসেছে’। শ্বেতা-রণজয় অভিনীত এই মেগা ইতিমধ্যেই মন ধরছে ভক্তদের। গল্পে নিত্য-নতুন টুইস্ট দারুণ এনজয় করছে ফ্যানেরা। বিশেষত শ্যামলী-অনিকেতের ঝগড়া আর খুনসুটি।
গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে সূর্য-দীপার গল্প। এই সপ্তাহে ষষ্ঠ স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। এখন স্লট ধরে রেখেছে এই মেগা সিরিয়াল। বাকিরা কে কোথায়? চলুন এক নজরে দেখে নিন-
এক নজরে টিআরপি-র সেরা দশ
প্রথম- ফুলকি ৮.৪
দ্বিতীয়- নিম ফুলের মধু ৮.২
তৃতীয়- জগদ্ধাত্রী / গীতা LLB (৭.৮)
চতুর্থ- কোন গোপনে মন ভেসেছে (৭.২)
পঞ্চম- কথা (৭.০)
ষষ্ঠ- অনুরাগের ছোঁয়া (৬.৭)
সপ্তম- কার কাছে কই মনের কথা (৬.২)
অষ্টম- তোমাদের রাণী- ৫.৮
নবম- জল থই থই ভালোবাসা ৫.৭
দশম- বঁধুয়া (৫.৫)
স্টার জলসায় সদ্য শুরু হয়েছে ‘বঁধুয়া’। রেজওয়ান-জ্যোর্তিময়ী অভিনীত এই মেগা এই সপ্তহে সেরা ১০-এ জায়গা পেয়েছে। প্রাপ্ত নম্বর ৫.৫। তবে বেঙ্গল টপার ফুলকিকে চ্যালেঞ্জ জানানো মোটেই সহজ হবে না। অন্যদিকে জি বাংলার সবেচেয়ে নতুন মেগা ‘যোগমায়া’কে ৪.২ নম্বর নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। জি বাংলা সোনার সংসার ২০২৪-এর টিআরপি-ও হাজির হয়েছে এই সপ্তাহে। ৮.২ টিআরপি ঘরে এনেছে জি বাংলার কলাকুশলীদের এই বার্ষিক উৎসব।