টিআরপি তালিকায় আপাতত ভালোই রদবদল হবে। কারণ গত কয়েকসপ্তাহে শুরু হয়েছে একগুচ্ছ নতুন মেগা। যার মধ্যে তুঁতের প্রথম সপ্তাহের ফলাফল এল জুনের তৃতীয় বৃহস্পতিবারে। সৈয়দ আরেফিন ও দীপান্বিতা রক্ষিতের গল্প এক গ্রামের মেয়ের ফ্যাশন ডিজাইনার হয়ে ওঠার স্বপ্নকে ঘিরে। প্রথম সপ্তাহে সেভাবে ভালো ফল করতে না পারলেও, প্রতিপক্ষ জগদ্ধাত্রীকে ভালোই চাপে রেখেছে তুঁতে। গত সপ্তাহের থেকে জি-এর একসময়ের টপার জগদ্ধাত্রীর নম্বর অনেকটাই কমেছে। নেমে এসেছে সোজা তিন নম্বরে ৬.৮ পয়েন্টের সঙ্গে। তুঁতে ঝুলিতে পুরেছে ৪.৫ পয়েন্ট।
টপার এবারও অনুরাগের ছোঁয়া। বাবার প্রাণ বাঁচাতে ফের একবার দীপাকে সিঁদুর পরিয়েছে সূর্য। যদিও বউয়ের উপরে সন্দেহ তাঁর ষোল আনা। এদিকে অহনা থুরি মিশকা তাঁর সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে বিয়ে করে ফেলেছেন ‘অনুরাগের ছোঁয়া’র সেটে তবলাকে। আর এটা যদি সত্যিই হয়ে থাকে, তাহলে দর্শকদের জন্য নতুন চমক অপেক্ষা করছে বৈকি।
দ্বিতীয় নম্বরেই রয়েছে গৌরী এলো। তারা-র মধ্যে থাকা নিত্যনতুন অলৌকিক ক্ষমতার পরিচয় পেয়ে শুধু ওর মা-বাবাই চমকাচ্ছে না, চমকাচ্ছে দর্শকও। যদিও চলতি সপ্তাহ থেকে ধারাবাহিকের সম্প্রচারের সময় বদলেছে। বিকেল ৬টায় গেছে এই মেগা রামপ্রসাদের বিপরীতে। নন প্রাইম টাইমে গিয়েও এতটা টিআরপি আসে কি না, সেটাই দেখার।
পাঁচে এবারে রয়েছে হরগৌরী পাইস হোটেল। যা এই সপ্তাহের সবচেয়ে বড় চমক। আরও বড় চমক কারণ গতকাল অর্থাৎ বুধবারই খবর পাওয়া গিয়েছে মাসখানেকের মধ্যে নাকি বন্ধ হবে এটা। যদিও সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন শঙ্করের দাদা প্রভাকর অর্থাৎ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
মিঠাই-এর শেষ সপ্তাহের টিআরপিও এল আজকে। যা ২.৭। প্রতিপক্ষ রামপ্রসাদের টিআরপি ৩.৭।
এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা-
প্রথম- অনুরাগের ছোঁয়া (৭.৮)
দ্বিতীয়- গৌরী এলো (৭.১)
তৃতীয়- জগদ্ধাত্রী (৬.৮)
চতুর্থ- নিম ফুলের মধু (৬.১)
পঞ্চম- হরগৌরী পাইস হোটেল/ বাংলা মিডিয়াম (৫.৯)
ষষ্ঠ- রাঙা বউ (৫.৬)
সপ্তম- এক্কা দোক্কা/ পঞ্চমী / মেয়েবেলা (৫.০)
অষ্টম- কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৪.৯)
নবম- তুঁতে (৪.৫)
দশম- সোহাগ জল (৪.৪)
আপাতত পরের সপ্তাহে পাখির নজরে সন্ধ্যাতারা আর ফুলকি-র টিআরপি। মিঠাই-এর রিপ্লেসমেন্ট হিসেবে আসা ফুলকি আদৌ কি মিঠাই-এর মতো ভালোবাসা জিতে নিতে পারবে সেটা দেখার অপেক্ষা। সঙ্গে অন্বেষা হাজরা-অমৃতা দেব-সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়ের সন্ধ্যাতারারও একটা আলাদা ফ্যানবেস তৈরি হয়েছে। দুটি মেগাই শুরু হয়েছে একই দিনে, একে অপরের প্রতিপক্ষ হয়ে। তাই লড়াইটা বেশ টানটান।