বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP: সেরা দশে এন্ট্রি নিল সন্ধ্যাতারা, টপার অনুরাগের ছোঁয়াই! দুই নম্বরে জগদ্ধাত্রী না ফুলকি?

TRP: সেরা দশে এন্ট্রি নিল সন্ধ্যাতারা, টপার অনুরাগের ছোঁয়াই! দুই নম্বরে জগদ্ধাত্রী না ফুলকি?

কোন কোন মেগা জায়গা পেল টিআরপি-র সেরা দশে?

টপারের জায়গা থেকে নড়ানো গেল না অনুরাগের ছোঁয়াকে। তাহলে দু নম্বর কার দখলে, জগদ্ধাত্রী না ফুলকি?

একঘেয়ে টিআরপি তালিকায় যাদের একদিন খুব বিরক্ত লাগছিল, তাদের জন্য সুখবর। কারণ নতুন একটা ধারাবাহিক ঢুকে পড়েছে চলতি সপ্তাহে টিআরপির সেরা দেশে। প্রথম থেকেই এই মেগা নিয়েই দর্শকদের উত্তেজনা ছিল চরমে। শুরুর সপ্তাহতে পিছিয়ে পড়লেও, কোমর কষে লেগে পড়েছে শেষমেশ। কোনটা? সে কথা পরে বলছি, আগে দেখে নেওয়া যাক সেরা পাঁচ। 

বরাবরের মতো এবারেও বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া। সূর্য-দীপা-মিশকার ত্রিকোণ কাহিনি এবারে পেয়েছে ৯.০ পয়েন্ট। পিছনেই জগদ্ধাত্রী। যদিও নম্বর আটের ঘরে। জি বাংলার ব্লুজ প্রোডাকশনের এই মেগাও কিন্তু কড়া টক্কর দিয়ে চলেছে জলসার অনুরাগকে। তিন নম্বরে ফুলকি। নম্বর একটু বাড়লেও, দুই নম্বরে আসার স্বপ্ন এবারেও ব্যর্থ। চারে  নিজের জায়গা ধরে রাখতে সক্ষম রাঙা বউও। পাঁচে নিম ফুলের মধু। অনেকেরই আশঙ্কা ছিল রুবেল চোট পেয়ে শ্যুট না করায়, গল্পে হয়তো চমক কমবে। পড়ে যাবে টিআরপি-ও। তবে সেরকমটা হয়নি। এখনও পর্যন্ত সেরা পাঁচেই রয়েছে সৃজন-পর্ণার গল্প। 

এবারের চমক সন্ধ্যাতারা। জলসার এই মেগা নিয়ে উত্তেজনা ছিল ভরপুর। তবে ফুলকি-র সঙ্গে পেরে উঠছিল না প্রথম থেকেই। তবে এই প্রথম এল সেরা দশে। অনেকে দর্শকই দাবি করেছিল, গল্প একটু ফাস্ট হলে ভালোই দর্শক টানবে এই ধারাবাহিক। সন্ধ্যা আর আকাশনীলের বিয়ে হতেই চড়চড়িয়ে বাড়ল নম্বর। 

দেখে নিন সেরা দশ টিআরপি তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.০)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৭)

তৃতীয়-ফুলকি (৮.৫)

চতুর্থ- রাঙা বউ (৭.৯)

পঞ্চম- নিম ফুলের মধু (৭.৭)

ষষ্ঠ- বাংলা মিডিয়াম (৬.৯)

সপ্তম- হরগৌরী পাইস হোটেল (৬.৬)

অষ্টম- সন্ধ্যাতারা (৬.১)

নবম- খেলনা বাড়ি (৬.০)

দশম- এক্কা দোক্কা (৫.৭)

এবারে যেমন সেরা দশ থেকে যে ধারাবাহিক ছিটকে গেছে তা হল পঞ্চমী। হিন্দির নাগিনকে অনুসরন করে পঞ্চমী নিয়ে এসেছিল জলসা। কিন্তু দেখা গেল, বাংলার দর্শকের মন অতিপ্রাকৃতিক জিনিসের থেকে বেশি টানছে শাশুড়ি-বউমার ঝগড়া, পারিবারিক শয়তানি বা বরের পরকীয়া। তাই নাগিন দেখানোর কনসেপ্ট পুরো ফেল। 

অন্য দিকে, সেরা দশে না থাকলেও নম্বর বেড়েছে কার কাছে কই মনের কথার। প্রথমে তো স্লটই পাচ্ছিল না কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের কাছে। গত দু সপ্তাহ ধরে স্লট নিজের দখলে। শিমূল নতুন সংসারে ঢুকতেই মজা পেতে শুরু করেছে দর্শক। আশা করা যাচ্ছে, আগামী দিনগুলোতে গল্পে টুইস্ট এলে দর্শকও বাড়বে। এবারে মাত্র ১ নম্বরের জন্য (প্রাপ্ত নম্বর ৫.৬) হাতছাড়া হল সেরা দশ। কে বলতে পারে সামনের সপ্তাহগুলোতে ছিঁড়বে না শিঁকে। 

 

বায়োস্কোপ খবর

Latest News

'হাসপাতালটা বাপের নাকি করছ অবহেলা…' জুনিয়র চিকিৎসকদের কটাক্ষ করে প্যারোডি TMC-র বাদ যাচ্ছে অহিন্দু শব্দ, বহিরাগতদের প্রবেশ নিষেধ জানিয়ে বোর্ড থাকছে কেদারঘাটিতে মাত্র ১ দিন ছুটি নিয়ে টানা ১০৪ দিন কাজ, বেঘোরে প্রাণ গেল কর্মচারীর শেয়ার বাজারে 'ঝড়', এই সপ্তাহে আসছে বাজাজ হাউজিং সহ ৯০০০ কোটির ১৬টি IPO ‘এবার উৎসবে ফিরুন’, ফোঁস মমতার! শ্রীলেখা লিখলেন, ‘আপনি মানে মানে গদিটি ছাড়েন’ দুই বছরে কমালেন ১১৪ কেজি ওজন, 'রোগা হওয়ার সহজ উপায়' জানালেন ইউটিউবার ট্রোলিং নিয়ে মুখ খুললেন অনন্যা! বললেন ‘লোকে বলবেই…’ পরিবর্তিনী একাদশীর সন্ধ্যায় করুন এই কাজ, ঘরে সারা বছর অধিষ্ঠান করবে মা লক্ষ্মী পুজোয় ঘুরে নিন চান্দেরি! শাড়ির জন্য খ্যাত এলাকায় রয়েছে বহু কিছু দেখার, রইল হদিশ সরকারি হাসপাতালে ‘কাজ করছে না, প্রাইভেট গিয়ে করছে’, ডাক্তারদের নামে অভিযোগ মমতার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.