চলে এসেছে চলতি বছরের প্রথম টিআরপি। যদিও হিসেব মতো ২০২৩ সালের শেষের সপ্তাহের হিসেবই দেখতে পারবেন দর্শক। গত সপ্তাহেও টিআরপি টপার ছিল নিম ফুলের মধু। তবে এবার সৃজন আর পর্ণাকে হারিয়ে দিল জগদ্ধাত্রী। ২০২২ সাল থেকেই ধারাবাহিকভাবে ভালো ফল করে চলেছে জি বাংলার এই ধারাবাহিক। মাঝে অনুরাগের ছোঁয়ার জন্য টপার পজিশন হারালেও, বর্তমানে ফের ছিনিয়ে নিয়েছে প্রথম স্থান। চলতি সপ্তাহে নম্বর পেয়েছে ৯.০।
তবে প্রথম স্থান হারালেও, দ্বিতীয় স্থান দখলে রয়েছে নিম ফুলের মধু-র। পেয়েছে ৮.৮। আর তিন নম্বরে জায়গা পাকা করে নিয়েছে ফুলকি। প্রাপ্ত নম্বর ৮.৬। চলতি সপ্তাহেও প্রথম ৩-এ জি বাংলার জয়জয়কার। স্টার জলসার সম্মান বাঁচিয়েছে গীতা এলএলবি।
দর্শকদের কপালে চিন্তার ভাজ ফেলেছে কার কাছে কই মনের কথা আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। দুটোই মাসখানেক আগেও দুর্দান্ত ফল করত টিআরপিতে। কিন্তু বর্তমানে এই দুটি সিরিয়ালের গল্পই একঘেয়ে ঠেকছে। শত চেষ্টা করেও টিআরপি-তে হারানো জায়গা ফিরিয়ে আনতে ব্যর্থ হচ্ছে এই দুই মেগা।
চলতি সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। শ্বেতা ভট্টাচার্য আর রণজয় বিষ্ণুর মেগার নম্বর সামান্য কমেছে গত সপ্তাহের থেকে। কিন্তু দর্শকদের পজিটিভ রিভিউ বলছে, খুব জলদি আরও বেশি নম্বর পাবে এই সিরিয়াল।
তুলনামূলক ভাবে ভালো ফল করছে অপরাজিতা আঢ্যর জল থই থই ভালোবাসা। টিভির পুরনো খিলারি অপরাজিতা। এর আগেও লক্ষ্মীকাকিমা সুপারস্টার একইভাবে মাঝারি টিআরপি রেখে দীর্ঘ সময় চলেছিল। চলতি সপ্তাহে এই মেগা রয়েছে নবম পজিশনে।
চলুন দেখে নেই সেরা দশ টিআরপি সিরিয়ালের তালিকা-
প্রথম- জগদ্ধাত্রী (৯.০)
দ্বিতীয়- নিম ফুলের মধু (৮.৮)
তৃতীয়- ফুলকি (৮.৬)
চতুর্থ- গীতা এলএলবি (৭.৮)
পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে (৭.৪)
ষষ্ঠ- কার কাছে কই মনের কথা (৭.৩)
সপ্তম- অনুরাগের ছোঁয়া/ সন্ধ্যাতারা/ তোমাদের রাণী (৬.৭)
অষ্টম- লাভ বিয়ে আজকাল (৬.৬)
নবম- জল থই থই ভালোবাসা (৬.৪)
দশম- কথা/ ইচ্ছে পুতুল (৬.১)
স্লট হারাচ্ছে একটানা ইচ্ছে পুতুলও। পেরে উঠছে না তোমাদের রাণী-র সঙ্গে। শোনা যাচ্ছে মাসখানেক এভাবেই চললে, বন্ধ করে দেওয়া হবে এটি। নতুনদের মধ্যে ভালো ফল করতে ব্যর্থ স্বীকৃতি, কৌশিক, সোমুর আলোর কোলে (৫.৪)। একই হাল মিঠিঝোরার (৪.৭)-ও। আপাতত খবর রয়েছে মিলি আর তুঁতে-র বন্ধ হওয়ার।