জি বাংলার নন ফিকশন শোগুলি বরাবরই বেশ হিট করে। আজকাল তো সেই ‘ভয়ে’ ফিকশনেই ফিরে গিয়েছে স্টার জলসা। জি বাংলা যখন দাদাগিরি বা দিদি নম্বর ১ চালায়, ঠিক তখন স্টার জলসায় চলে রোজের জনপ্রিয় মেগাগুলিই।
আপাতত উন্মাদনা তুঙ্গে দাদাগিরি-কে ঘিরে। চলতি সিজনে জি-এর ধারাবাহিকের তারকারা আসছেন দাদা সৌরভের সঙ্গে খেলতে। তবুও যেন সেভাবে পায়ের তলার মাটি শক্ত করতে পারছে না দাদাগিরি। সৌরভকে নিয়ে যতটা উন্মাদনা অনলাইনে, ঠিক তেমনটা ফল দেখা যাচ্ছে না টিআরপি-র তালিকাতে।
আরও পড়ুন: জগদ্ধাত্রীকে ল্যাং মেরে বেঙ্গল টপার জি বাংলার এই মেগা! তালিকায় খেল দেখালো গীতা LL.B
শুরুর দিকে শুক্র আর শনিবারে সম্প্রচার হচ্ছিল দাদাগিরির। তবে গত দু সপ্তাহ ধরে তা শনি আর রবিবারে পাঠানো হয়েছে। মাঝে বিশ্বকাপের প্রভাবেও দাদাগিরির টিআরপি কমে গিয়েছিল। চলতি সপ্তাহে সৌরভের রিয়েলিটি শো-র নম্বর আটকে রইল ৫.৮-এ।
এদিকে নম্বর বেশি পেয়ে এগিয়ে গেল রচনার দিদি নম্বর ১। বিগত ৯ বছরের বেশি সময় ধরে টেলিভিশনে সম্প্রচার হচ্ছে এই গেম শো। চলতি সপ্তাহে রচনার শো-র টিআরপি রেটিং (সানডে ধামাকা) ৬.১।
অন্য দিকে, স্টার জলসার ফিকশন শো-র নম্বর জি বাংলার নন ফিকশন শো-এর থেকে বেশ খানিকটা কম। শনিবার রাতে ৯.৩০ থেকে ১১টার স্লটে জলসার গড় টিআরপি ৫.১। অন্য দিকে, রবিবারের ফিকশনের নম্বর এল গড়ে ৫.৯।
আরও পড়ুন: লাল পাড়ের সাদা শাড়িতে অধিবাস দর্শনার! বন্ধুদের সঙ্গে ‘দুষ্টু পরিকল্পনা’ সৌরভের
দেখে নিন নন ফিকশন টিআরপি-র তালিকা
দিদি নম্বর ১ (সানডে ধামাকা)- ৬.১
দাদাগিরি, সিজন ১০- ৫.৮
ঘরে ঘরে জি বাংলা (১.৪)
স্টার জলসা ফিকশন (শনিবার)- ৫.১
স্টার জলসা ফিকশন (রবিবার)- ৫.৯
ফিকশনে এবারেও বাজিমাত করেছে জি বাংলা। ধারাবাহিকের মধ্যে টিআরপি টপার এবার ‘ফুলকি’। এই প্রথম প্রথম স্থানে এল এই মেগা। দ্বিতীয় স্থান যৌথভাবে দখলে রাখল ‘নিম ফুলের মধু’ আর ‘জগদ্ধাত্রী’। প্রাপ্ত নম্বর ৮.১। তৃতীয় স্থানে নতুন শুরু হওয়া ধারাবাহিক ‘গীতা এলএলবি’, পেয়েছে ৭.৩। গত সপ্তাহের চেয়ে অবস্থা খানিক ভালো একসময়ের টানা টপার জলসার ‘অনুরাগের ছোঁয়া’-র। নম্বর পেয়েছে ৭.২। পঞ্চম স্থানে ৭.০ পেয়ে রয়েছে ‘তোমাদের রাণী’।