বাংলা নিউজ > বায়োস্কোপ > Sourav-Darshana Wedding: লাল-সাদা শাড়িতে অধিবাস দর্শনার! মদ নিয়ে বন্ধুদের সঙ্গে বিয়ের দিনের কী পরিকল্পনা সৌরভের

Sourav-Darshana Wedding: লাল-সাদা শাড়িতে অধিবাস দর্শনার! মদ নিয়ে বন্ধুদের সঙ্গে বিয়ের দিনের কী পরিকল্পনা সৌরভের

প্রাকবিবাহ অনুষ্ঠানের তোড়জোড় সৌরভ আর দর্শনার বাড়িতে। 

হয়ে গিয়েছে বর আর কনের আশীর্বাদ। দর্শনার অধিবাসও হয়ে গেল শুক্রবারেই। অভিনেত্রী সেজেছিলেন লাল পাড়ের সাদা শাড়িতে। এদিকে বর সৌরভকে দেখা গেল মস্করা করে রিল শেয়ার করতে ইনস্টা-স্টোরিতে। 

রাত পোহালেই বিয়ে সৌরভ দাস আর দর্শনা বণিকের। টলিপাড়ার এই জুটির বিয়ে নিয়ে আপাতত উৎসাহে টগবগিয়ে ফুটছে তাঁদের ভক্তরা। দুই তারকার বাড়িতেই সকাল থেকে সাজো সাজো রব। সৌরভ আর দর্শনার বিয়েটা কিছুটা সারপ্রাইজ হয়েই এসেছিল সকলের কাছে। প্রেম করছেন বলে একটা খবর থাকলেও, তা যে এত জলদি বিয়ে অবধি গড়াবে তা বোধহয় ভাবতে পারেননি অনেকেই।

ইতিমধ্যেই হয়ে গিয়েছে বর আর কনের আশীর্বাদ। দর্শনা সামাজিক মাধ্যমে অধিবাসের ছবিও শেয়ার করে নিয়েছেন। লাল পাড়ের সাদা গরদের শাড়ি পরে দেখা গেল অভিনেত্রীকে। মাথায় শোলার মুকুট। কনে বউয়ের থেকে চোখ ফেরানোই দায়।

<p>দর্শনার অধিবাস। </p>

দর্শনার অধিবাস। 

অন্য দিকে, সৌরভের ইনস্টাগ্রাম স্টোরি কিন্তু বলছে ‘দুষ্টুমি বুদ্ধি’ চলছে বিয়ের দিন নিয়েও। এমনিতেই সৌরভের মা দিদি নম্বর ১-এ এসে শুনিয়ে গিয়েছেন ছেলের দুষ্টুমির নমুনা। ইনস্টায় একটা রিল শেয়ার করেছেন অভিনেতা। যার ক্যাপশন, ‘বিয়েতে বেস্ট ফ্রেন্ডদের দায়িত্ব’। আর সেখানেই দেখা গেল ধূমপানের সরঞ্জাম, বোতলে ভরা মদ সরবরাহ করা হচ্ছে বরকে। সৌরভের কোনও এক বন্ধু তাঁকে ট্যাগ করে ইনস্টা স্টোরিতে শেয়ার করে নিয়েছেন ভিডিয়োখানা।

<p><i>সৌরভের ইনস্টা স্টোরি। </i></p>

সৌরভের ইনস্টা স্টোরি। 

বিয়ে নিয়ে প্ল্যানিং ইতিমধ্যেই শেয়ার করে নিয়েছেন দর্শনা। জানিয়েছেন একেবারে সাবেকি সাজে দেখা যাবে তাঁকে। সিঁদুরে লাল রঙের বেনারসী বানিয়েছেন স্পেশাল অর্ডার দিয়ে। যাতে রয়েছে সোনার জল করা রুপোর জরির কাজ। যার পালিশ নাকি প্রায় বছর ২০ থাকবে। আর দাম এটির লক্ষাধিক। 

অন্য দিকে সৌরভ বিয়েতে পরবেন তসরের ধুতি পাঞ্জাবি। যার কিছুটাতে থাকবে জামদানির কাজ, আর কিছুটা কাঁথাস্টিচ করা। 

বিয়ে নিয়ে এক সংবাদমাধ্যমকে দর্শনা জানিয়েছিলেন, ‘২০২১ সাল থেকে পরপর কাজ করছি। ২০২২ সালে কাছাকাছি আসি। আমরা দুজনেই বিয়ে করে থিতু হতে চেয়েছি। আমি সেভাবে লিভ ইনে বিশ্বাসী নই। সৌরভও চায়নি লিভ ইন করতে। একদিন সকালে ও হুট করে বলে, বাড়িতে কথা আছে, তাহলে আসব কথা বলতে। তোকে বিয়ে করতে চাই। বিয়ে করেই দেখতে চাই সম্পর্কটা কাজ করে কি না।’ পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বসবে বিয়ের গ্র্যান্ড আসর। টলিউডের বহু চেনা মুখকেই দেখা যাবে শুক্রবারে। 

এর আগে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে দীর্ঘদিন লিভ ইনে ছিলেন দর্শনা। মাঝে মধুমিতা সরকারের সঙ্গেও নাম জড়ায়। যদিও এসব অতীত মনে রাখতে রাজি নন হবু বউ দর্শনা। সাফ জানিয়েছেন, ‘আমার বাবাও আমাকে শিখিয়েছে পিছন ফিরে না দেখতে।’

 

বায়োস্কোপ খবর

Latest News

মমতার দুয়ারে ফুঁপিয়ে কান্না! চিনুন জুনিয়র ডাক্তার অমৃতাকে,লড়াইকে কুর্নিশ বিরসার আজারবাইজানে ফর্মুলা ২-র রেসে ভয়ঙ্কর দুর্ঘটনা! তছনছ হয়ে গেল ভারতীয় রেসারের গাড়ি… বন্যা প্রবণ অঞ্চলে দেখা দিচ্ছে খরা! এল নিনোর প্রভাবে বিপর্যস্ত ভারত England বনাম Australia ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? সন্দীপ-অভিজিতের ৩ দিনের CBI হেফাজতের নির্দেশ, তদন্তকারী সংস্থার কোন ইঙ্গিত? কলকাতা বিমানবন্দরে এক কাপ চায়ের দাম বিপুল, চিদম্বরমের অভিজ্ঞতা এক্স হ্যান্ডেলে ভাঙা হাতেই ডায়মন্ড লিগে নেমেছিলেন! নিজেই জানালেন নীরজ! দায়বদ্ধতা দেখে মুগ্ধ সকলে কফি ভালোবাসেন? তাহলে ট্রাই করুন এই নতুনত্ব কফি ককটেলগুলি নিজের রাশির সঙ্গে মিলবে কোন রাশির? জেনে নিন টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, বাড়ছে বন্যার আশঙ্কা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.