প্রথমবার রুপোলি পর্দায় একসঙ্গে রণবীর-শ্রদ্ধা। জুটির রসায়ন যাতে বড়পর্দাতেই প্রথমবার দেখবার সুযোগ পায় দর্শক তাঁর জন্য় অভিনব পন্থা বেছেছিল ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর প্রচার টিম। প্রমোশনে একসঙ্গে ধরা দেননি জুটি। সেই ফন্দি আদতে কতটা কাজে এল? প্রযোজকের লক্ষ্মীর ভাঁড়ার ভরল এই ছবি? বক্স অফিস রিপোর্ট বলছে, প্রথম তিনদিনে এই ছবির আয় ৩৬.৫৯ কোটি। যা যথেষ্ট সন্তোষজনক।
হোলির দিন মুক্তি পেয়েছিল পরিচালক লাভ রঞ্জনের এই ছবি। রঙের উৎসবের আবহে ওই দিন ফাটিয়ে ব্যবসা করে ‘তু ঝুটি ম্যায় মক্কার’। প্রথমদিন ১৫.৭৩ কোটি আয় করেছিল এই ছবি, পরের দিন ছবির কালেকশন প্রায় ৩৩% কমে যায়। তবে কোটিতে দু-অঙ্কের ঘরেই ছিল ছবির আয়। বৃহস্পতিবারের পর শুক্রবারও সেই ট্রেন্ড মেনে দেশের বক্স অফিসে মোট ১০.৫২ কোটি টাকার টিকিট বিকিয়েছে ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর।
এক নজরে তিন দিনে ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর আয়*-
বুধবার- ১৫.৭৩ কোটি টাকা
বৃহস্পতিবার- ১০.৩৪কোটি টাকা
শুক্রবার- ১০.৫২ কোটি টাকা
(*দেশের বক্স অফিসে)
এদিন এই ছবির ব্যবসার হালহাকিকত টুইট করেন বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ। তিনি লেখেন, ‘তু ঝুটি ম্যায় মক্কারের ব্য়বসা মাল্টিপ্লেক্সে বেশ ভালো, তবে তৃতীয় দিন সিঙ্গল স্ক্রিনে ছবির হাল বেশ ঢিলেঢালা। শনিবার-রবিবারের বাজারে আম জনতার মার্কেট (সিঙ্গল স্ক্রিন) উর্ধমুখী হয় তবেই সপ্তাহ শেষে ভালো ফল সম্ভব’।
চেনা ছকে বাঁধা এই ছবি, লাভ রঞ্জনের ছবিতে পরিচিত ‘রোম্যান্স’ পর্দায় ফিরেছে! এই ছবিতে দীর্ঘদিন পরে ফের একবার ‘লাভার বয়’ ইমেজে দেখা গেল রণবীরকে। পুরোনো অবতারে নায়ককে দেখে খুশি ভক্তরা।
দিল্লির ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে মিকি (রণবীর), বিদেশে বন্ধুর ব্যাচেলার পার্টিতে তিন্নির (শ্রদ্ধা) সঙ্গে আলাপ তাঁর। তিন্নি কর্পোরেট জগতে কর্মরত, ভীষণরকম স্বাধীনচেতা মেয়ে। চেনা পরিচিত বলিউডি ফর্মুলায় প্রেমে পড়বে তাঁরা। কিন্তু সেই প্রেম কি পূর্ণতা পাবে? তা জানতে যেতে হবে থিয়েটারে।
এই ছবিতে রণবীর-শ্রদ্ধা ছাড়াও রয়েছেন ডিম্পল কাপাডিয়া, বনি কাপুর, হাসনিত কৌররা। লাভ রঞ্জনের ‘লাকি চার্ম’ কার্তিক আরিয়ানের এই ছবিতে দেখা মেলে ক্য়ামিও অ্যাপিয়ারেন্সে। অভিজ্ঞ রণবীরের পাশে চোখ টানলেন কার্তিক। লাভ রঞ্জনের আগের ছবির ট্রেন্ড ধরে রেখেছে ‘তু ঝুটি ম্যায় মক্কার’। ‘পেয়ার কা পঞ্চনামা’ বা ‘সোনু কে টিটু কি সুইটি’র ছোঁয়া ভীষণরকমভাবে বর্তমান এই ছবিতে।
আরও পড়ুন-রণবীর-শ্রদ্ধায় মুগ্ধ দর্শক, প্রথম দিন কত কোটি আয় 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর?
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)