বাংলা নিউজ > বায়োস্কোপ > মেয়ে নিতারা এবং পোষ্য ফ্রেডির সঙ্গে গ্রুপ আলিঙ্গন অক্ষয়ের, দেখে মুগ্ধ ভক্তরা

মেয়ে নিতারা এবং পোষ্য ফ্রেডির সঙ্গে গ্রুপ আলিঙ্গন অক্ষয়ের, দেখে মুগ্ধ ভক্তরা

মেয়ে নিতারা এবং পোষ্য ফ্রেডির সঙ্গে অক্ষয় কুমার

মন ভালো করার মতো ছবি শেয়ার করলেন টুইঙ্কল খান্না।

সোমবার নেটমাধ্যমে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন লেখিকা টুইঙ্কল খান্না। ছবিতে দেখা গিয়েছে তাঁর স্বামী তথা অভিনেতা অক্ষয় কুমার এবং মেয়ে নিতারাকে। মেয়েকে আগলে রয়েছেন বলিউডের 'খিলাড়ি' কুমার। আর তাঁদের দুজনকে জাপটে ধরে রয়েছেন বাড়ির পোষ্য সারমেয় ফ্রেডি। টুইঙ্কল ছবি শেয়ার করতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছে নেটিজেন।

ছবি শেয়ার করে টুইঙ্কল লিখেছেন, ‘গ্রুপ আলিঙ্গনের সময়? আমি বাড়ি ফিরে আসলেই লেজ নাড়িয়ে পোষ্য সারমেয় আনন্দে আপনাকে স্বাগত জানায়। আপনি কি চান আমরা যাদের সঙ্গে থাকি তারাও একই উত্সাহের সঙ্গে আমাদের অভ্যর্থনা জানাবে?’

টুইঙ্কলের শেয়ার করা ছবিতে ভালোবাসা উজাড় করেছেন অনুরাগীরা। কয়েক সপ্তাহ আগে তার অফিসে ফ্রেডির একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন অভিনেত্রী তথা লেখিকা। ভিডিয়োতে ফ্রেডির উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

টুইঙ্কল খান্না বরাবরই পরিচিত নিজের মুফট স্বভাবের জন্য। ‘না ভেবেই কথা বলা’র দুর্দান্ত উদাহরণ হতে পারেন তিনি। অক্ষয় এবং টুইঙ্কল ২০০১ সালে বিয়ে করার আগে 'জুলমি' এবং ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’র মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। তাদের দুই সন্তান- ছেলে আরভ এবং মেয়ে নিতারা।

 

বন্ধ করুন