আইপিএলের মরশুমে নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এদিন ঠিক তেমন ভাবেই স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাসের হামসকলের দেখা মিলল। এদিন গুজরাট টাইটান্সের ম্যাচে সেই মহিলাকে স্টেডিয়ামে পায়ের উপর পা তুলে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁকে দেখে অনেকেই আনা দে আরমাস বলে ভুল করেছেন। কেউ কেউ আবার বুঝেছেন তিনি আদতে অভিনেত্রী নন বরং তাঁর হামসকল। আর সোশ্যাল মিডিয়ায় এখন তাঁর ছবি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সঙ্গে ভাইরাল হয়েছে তাঁকে দেখে শুভমন গিলের এক্সপ্রেশন।
কে এই আনা দে আরমাস?
আনা দে আরমাস হলেন একজন হলিউড অভিনেত্রী। নাইভস আউট, ব্লেড রানার ২০৪৯, ইত্যাদি ছবিতে তাঁর কাজ সকলের নজর কেড়েছে।
আরও পড়ুন: 'খুন করতে যাইনি, খালি একটু ভয় দেখাতে...' সলমনের বাড়ির সামনে নির্বিচারে গুলি, ধরা পড়তেই সাফাই ২ অভিযুক্তের
আরও পড়ুন: পরিচারিকাকে পাহারায় বসিয়ে রাত ২ টোয় স্নান করতে যান দিব্যাণী! অজানা গল্প ফাঁস 'ফুলকি'র দিদার
কে কী লিখছেন?
এক ব্যক্তি এদিন আনা দে আরমাসের হামসকলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'আমি জানতাম না তো আনা দে আরমাস আইপিএলের ভক্ত।' আরেকজন সেখানে মন্তব্য করে লেখেন, 'হাহা, একদম ঠিক। আমিও সেটাই ভেবেছিলাম।' কেউ আবার লেখেন, 'মেয়েটাকে কী মিষ্টি দেখতে।' কিন্তু এগুলোর পাশাপাশি সবাই ভারী মজা পেয়েছেন মেয়েটিকে দেখে শুভমন গিলের যে অভিব্যক্তি হয়েছিল সেটা দেখে।
গুজরাট টাইটান্সের অধিনায়ক সেই মেয়েটিকে দেখে মুগ্ধ চোখে হা করে তাকিয়ে থাকেন। দেখুন শুভমনের সেই কাণ্ড। প্রসঙ্গত শুভমনের সঙ্গে এর আগে সারা আলি খান এবং সারা তেন্ডুলকরের নাম জড়িয়েছে। কিন্তু তার মধ্যেই এই কাণ্ড দেখে হেসে কূলকিনারা পাচ্ছেন না নেটিজেনরা।
আরও পড়ুন: 'মশলাদার গসিপ খুঁজছিল...' সুশান্তের মৃত্যুতে কিচ্ছু যায় আসেনি আমজনতার, দাবি দিবাকর বন্দ্যোপাধ্যায়ের
নেটপাড়ার নাগরিকরা এই ভিডিয়ো পোস্ট করে কেউ লেখেন, 'মেয়েটা ভাবছে শুভমন এবার বাড়ি গিয়ে নির্ঘাত মার খাবে।' কেউ আবার লেখেন, 'এসব কী হচ্ছে গিল ভাই? কাজে মন দাও।'
তবে এই মেয়েটি কে, কী তাঁর পরিচয়, এখনও জানা। যায়নি। কেউ বলছেন তিনি পৃথ্বী শাহের প্রেমিকা। তবে সেই তথ্য কতটা সঠিক সেটা সময়ই বলবে।