বাংলা নিউজ > বায়োস্কোপ > Raktobeej-Songs of Kalikaprasad: রক্তবীজের গান শোনা যাবে ইমনের কণ্ঠে, রয়েছে প্রয়াত কালিকাপ্রসাদের যোগ

Raktobeej-Songs of Kalikaprasad: রক্তবীজের গান শোনা যাবে ইমনের কণ্ঠে, রয়েছে প্রয়াত কালিকাপ্রসাদের যোগ

রক্তবীজে কালিকাপ্রসাদের গান ইমনের কণ্ঠে!

Raktobeej-Songs of Kalikaprasad: কালিকাপ্রসাদ ভট্টাচার্য ২০১৭ সালে না ফেরার দেশে চলে গিয়েছেন। রেখে গিয়েছেন তাঁর ব্যান্ড দোহার এবং তাঁর অগণিত গান। এবার তাঁর একটা অপ্রকাশিত গান শোনা যেতে চলেছে ইমন চক্রবর্তীর কণ্ঠে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের রক্তবীজ ছবিতে ব্যবহৃত হয়েছে এই গানগুলি।

জন্মদিনের দিনই বিশেষ চমক দিলেন ইমন চক্রবর্তী। না, একটু টুইস্ট আছে, ইমন নন উইন্ডোজ প্রোডাকশনের তরফে চমকটা দেওয়া হয়েছে গায়িকার জন্মদিন উপলক্ষ্যে। চলতি বছর পুজোতে এই প্রোডাকশন হাউজের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে রক্তবীজ। আর এই ছবিতেই একাধিক গানে গলা দিয়েছেন গায়িকা। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত রক্তবীজ ছবিতে দোহার ব্যান্ডের সঙ্গে ইমন চক্রবর্তী একটি গান গেয়েছেন।

রক্তবীজ ছবিতে ফুটে উঠবে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের ছবি। ঘটনাটা যেহেতু পুজোর সময়ই ঘটেছিল তাই দুর্গাপুজোর দৃশ্য দেখা যাবে ছবিতে। এখানে পুজোর চারটি দিনের গল্পই দেখানো হবে। ফলে থাকছে বিসর্জনের দৃশ্য। আর সেই দৃশ্যের জন্য যে গান বাছা হয়েছে সেটাই শোনা যাবে গায়িকা ইমন চক্রবর্তীর কণ্ঠে। কালিকাপ্রসাদ ভট্টাচার্যের জেঠুর লেখা এই গানটি ইমন দোহার ব্যান্ডের সঙ্গে গেয়েছেন।

প্রসঙ্গত ইমনের জন্মদিনের কিছুদিন আগেই কালিকাপ্রসাদের জন্মদিন গিয়েছে। সেদিনই উইন্ডোজের তরফে জানানো হয়েছে এই ছবিতে তাঁর গান থাকবে। আর এবার জানা গেল সেই গানটিই গেয়েছেন ইমন।

এই গান প্রসঙ্গে ইমন এবিপি আনন্দকে জানিয়েছেন, 'দোহারের সঙ্গে কাজ করার আমার বহুদিনের ইচ্ছে ছিল। অবশেষে সেটা সফল হল। দোহারকে অনেক ধন্যবাদ আমাকে গানটি গাইবার সুযোগ করে দেওয়ার জন্য। এটি একটি লোকগীতি যা কালিকাপ্রসাদের জেঠু লেখা, জয় জয় বিজয়া গমন। বিজয়ার গানে যেমন বিষাদের ছোঁয়া থাকে তেমনই থাকে আনন্দ, সবটা মিলিয়েও খুব সুন্দর গানটি। আমরা দারুণ মজা করে রেকর্ড করেছি গানটি। শিবু দা আর নন্দিতা দিকে ধন্যবাদ রক্তবীজে কাজ করার সুযোগ দেওয়ার জন্য।'

প্রসঙ্গত আগামী ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে রক্তবীজ। এই ছবিতে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার সহ কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য, অম্বরীশ ভট্টাচার্য, দেবলীনা কুমার, প্রমুখ থাকবেন।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় কালিকাপ্রসাদের জন্মদিনের দিন তাঁর একটি ছবি পোস্ট করে লেখেন, 'কালিকাদার সাথে আমার পরিচয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তারপর কর্মসূত্রে অনেক জায়গায় দেখা হয়েছে। কিন্তু প্রথমবার আমরা কাজ করেছি প্রযোজক এবং সংগীত পরিচালক হিসেবে রসগোল্লা সিনেমায়। আর দ্বিতীয়বার কাজ করতে চলেছি রক্তবীজ সিনেমাতে। কালিকাদা না থাকলেও তার দল তার সৃষ্টি দোহার তারা আমাদের সাথে রয়েছে। রক্তবীজে থাকবে কালিকাদার সংগীতের ছোঁয়া। থাকবে তার অপ্রকাশিত গান।'

বায়োস্কোপ খবর

Latest News

গার্হস্থ্য হিংসার ভয়াবহ রূপ এবার OTT-তে, জুটি বেঁধে আসছেন পাওলি-সৌরভ অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগ ভুয়ো, অভিষেকের পোস্টের জবাব দিলেন আরজি করের সুপার একদিনে ৫০০ কমার পর কলকাতায় দু'দিনেই ৮০০ টাকা বেড়ে গেল সোনার দাম! ‘মেকআপ করার নামে গায়ে পিঠে বুকে হাত বুলিয়ে যাবে?’ বিস্ফোরক বিদিশা চক্রবর্তী প্রতিবাদের মাঝে পুজো কালেকশনের বিজ্ঞাপনে সোহিনী! অভিনেত্রীকে কটাক্ষ TMC সমর্থকের আরজি কর কাণ্ডে জনমত এখন কেমন আছে?‌ পরিস্থিতি বুঝতে জেলায় অভিষেকের প্রতিনিধি কর্মী সংখ্যা মাত্র ৬৪, শেয়ার বাজারে অভিষেকেই ৩১% মুনাফা দিয়ে গেল 'বস' ভিডিয়ো- টেস্ট সিরিজ শুরুর আগে হাড়ভাঙা খাটুনি রোহিতের! দেখে মনে হবে না বয়স ৩৭! প্রথম ইতালীয় হিসেবে US ওপেনের ফাইনালে সিনার! ১৫ বছরের অপেক্ষা শেষ আমেরিকার ২ জনকে মেরে জেলে, প্রাণভয়ে ছিলেন স্ত্রীরা, সেই ‘লাল’ দুলাল চাইলেন RG করের বিচার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.