বাংলা নিউজ > বায়োস্কোপ > সিদ্ধার্থ-শেহনাজের অপ্রকাশিত মিউজিক ভিডিয়োর মুহূর্ত প্রকাশ্যে, কাঁদছেন ভক্তরা!

সিদ্ধার্থ-শেহনাজের অপ্রকাশিত মিউজিক ভিডিয়োর মুহূর্ত প্রকাশ্যে, কাঁদছেন ভক্তরা!

সিদ্ধার্থ-শেহনাজ (ছবি-ইনস্টাগ্রাম) 

কান্না থামছে না সিদ্ধার্থ শুক্লা-শেহনাজ গিল ভক্তদের। 

এখনও দগদগে প্রিয় মানুষটাকে হারানোর ক্ষত। অনেকে তো এখনও মেনেই নিতে পারছেন না সিদ্ধার্থ শুক্লা আর নেই! গত ২রা সেপ্টেম্বর মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত হয়েছেন বিগ বস ১৩-র বিজয়ী, তথা ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সুপারস্টার সিদ্ধার্থ শুক্লা। প্রিয় তারকাকে হারানোর যন্ত্রণা যেমন রয়েছে, তেমনই শেহনাজ গিলকে নিয়েও চিন্তায়ও ‘সিধনাজ’ ভক্তরা। সিদ্ধার্থের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছেন শেহনাজ। সিদ্ধার্থকে হারানোর যন্ত্রণায় ছটপট করছেন তিনি। এরমাঝেই সামনে এল সিদ্ধার্থ-শেহনাজের ভালোবাসার কিছু অপ্রকাশিত মুহূর্ত। 

গত বছরেই জানা গিয়েছিল সিদ্ধার্থ-শেহনাজ জুটিকে দেখা যাবে শ্রেয়া ঘোষালের একটি মিউজিক ভিডিয়োতে। গানের নাম ‘হ্যাবিট’। এখনও পর্যন্ত মুক্তির আলো দেখেনি সেই গান। তবে সিদ্ধার্থ শুক্লার অকাল মৃত্যুর পর গোয়ায় গানের মিউজিক শ্যুটের কিছু ঝলক প্রকাশ্যে এনেছেন ফটোগ্রাফার ওভেজ শায়েদ। স্টিল ছবিতেও ঠিকরে বার হচ্ছে সিধনাজের মাখোমাখো কেমিস্ট্রি। পোশাকেও রং মিলান্তি দু'জনের। নীল রঙা মনোকিনিতে বিচ-কন্যা শেহনাজ, সিদ্ধার্থের পরনে নীল রঙা শর্টস এবং নীল-সাদা ফ্লোরাল প্রিন্টেট শার্ট। 

দীর্ঘসময় ধরেই এই গান মুক্তির অপেক্ষায় ছিল জুটির ভক্তরা, এখন সেই অপেক্ষা আরও বেড়েছে। কারণ এই গানের ভিডিয়োতেই হয়ত শেষবার ‘সিধনাজ’কে একসঙ্গে দেখবার সুযোগ পাওয়া যাবে। কেউ কেউ অবশ্য বলছেন এই মিউজিক ভিডিয়োর নাকি শ্যুট সম্পূর্ণ হয়নি। ছবির কমেন্ট বক্সে মনের ঝাঁপি উজাড় করে দিচ্ছেন সিদ্ধার্থ শুক্লার ভক্তরা, আবেগ কিছুতেই বাঁধ মানছে না। 

এই মিউজিক ভিডিয়ো নিয়ে এখনও কোনওরকম আনুষ্ঠিক ঘোষণা হয়নি। আদেও এই গান মুক্তি পাবে কিনা সেই নিয়েও সন্দেহ রয়েছে। তবে হাতে গোনা কয়েকটি বিহাইন্ড দ্য সিনস ছবি দেখেই কান্না চেপে রাখতে পারছেন না ভক্তরা। 

সোমবার সিদ্ধার্থের পরিবারের তরফে আয়োজন করা হয়েছিল প্রয়াত অভিনেতার স্মরণসভা। এই ভার্চুয়াল স্মরণসভায়,সেখানে জুম লিঙ্কের মাধ্যমে যোগ দিতে পেরেছেন সিদ্ধার্থ অনুরাগীরাও। সিদ্ধার্থের মৃত্যুর পর সারাক্ষণ শেহনাজের পাশে রয়েছেন তাঁর দাদা, শেহবাজ। তবে ঘনিষ্ঠরা জানিয়েছেন, সদ্য ছেলেকে হারানো সিদ্ধার্থ শুক্লার মা, রীতা শুক্লা খুব শক্ত মনের পরিচয় দিচ্ছেন। তিনিই শেহনাজকে আগলে রাখছেন, তাঁর পুরো খেয়াল রাখছেন। তাঁর এই দৃঢ়তাকে কুর্নিশ জানাচ্ছেন সকলে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ভারত রত্ন দেওয়া হোক রতন টাটাকে, শিল্পপতির প্রয়াণে প্রস্তাবনা পাশ সরকারের ‘পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে টিকিয়ে থাকাই কঠিন'…বলিউড নিয়ে সোজাসাপটা বেবো বন্যা দেখতে গিয়ে ওল কিনে বাড়ি ফিরেছিলেন, হয় তীব্র ট্রোলিং, এবার জবাব দিলেন রচনা খেলোয়াড়দের না জানিয়েই নিয়ম! ATPর ওপর বিরক্ত জোকার…আবারও আম্পায়ারের সঙ্গে ঝামেলা ফল ও সবজির দামের মাত্র এক-তৃতীয়াংশ পান কৃষকেরা! বাকি লাভ কোথায় যায়? ধনীদের তালিকায় আম্বানিদের ধারের কাছে ছিলেন না, জানুন রতন টাটার সম্পত্তির বিশদ মাত্র ৩ মিনিটে ১ কেজি হট সস খেয়ে বিশ্ব রেকর্ড ইউটিউবারের! সীমান্তে মেরামতের সময় আফগানি হামলা, পালটা গুলি চালাল পাক সেনা, নিহত বেশ কয়েকজন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট! টি২০ বিশ্বকাপে ভারতের দ্রুততম ফিফটির মালিক হরমনপ্রীত… স্বপ্নের ক্যাচ নিলেন পরিবর্ত প্লেয়ার রাধা, মেডেল পেয়েই লজ্জায় ঢাকলেন মুখ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.