বাংলা নিউজ > বায়োস্কোপ > Vicky-Sham-Katrina: রং খেলে নাচ শুরু ভিকি-শ্যামের! শ্বশুর আর বরের কীর্তি দেখে খিলখিলিয়ে হাসলেন ক্যাট

Vicky-Sham-Katrina: রং খেলে নাচ শুরু ভিকি-শ্যামের! শ্বশুর আর বরের কীর্তি দেখে খিলখিলিয়ে হাসলেন ক্যাট

বর ভিকি আর শ্বশুর শ্যাম কৌশলের নাচ ক্যামেরাবন্দি করলেন ক্যাটরিনা।

ছেলে ভিকি আর বউমা ক্যাটরিনার সঙ্গে শ্যাম কৌশল যে শুধু জমিয়ে দোল খেললেন তাই নয়, সঙ্গে নাচতেও দেখা গেল। আর শ্বশুরের এমন কাণ্ডে হাসি চাপতে পারেননি ক্যাটরিনা নিজে। 

দোলের দিন রঙিন ছবি ভেসে এল বলিউডের অন্দর থেকে। সোশ্যাল মিডিয়ায় আজ শুধুই রঙের ছোঁয়া। করিনা থেকে আলিয়া, সিড-কিয়ারা-- কাকে ছেড়ে কার ছবিতে মজবেন। তবে এসবের মাঝে একটি পোস্ট যেন বিশেষ করে সবার চোখ টেনেছে। তা হল ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশলের থেকে আসা দোলের শুভেচ্ছা।

বলিউডের স্টান্ট ডিরেক্টর হিসেবে দীর্ঘবছর কাজ করছেন শ্যাম। প্রচারের আলো থেকে এতদিন দূরে থাকলেও, আজকাল ছেলে আর বউমার জন্য চলেই আসেন লাইমলাইটে। দোলের দিন অফিসিয়াল ইনস্টা পেজে একটি ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন তিনি। যেখানে দেখা গেল তিনি আর ভিকি কাঁধে কাঁধ মিলিয়ে নাচ করছেন। আর সেই মিষ্টি মুহূর্তটা ক্যামেরাবন্দি করছেন ক্যাটরিনা। বর আর শশুরের কাণ্ড দেখে তিনি তো হেসে অস্থির। ভিডিয়োখানা শেয়ার করে শ্যাম লিখলেন, ‘হ্যাপি হোলি… নাচ শেখার চেষ্টা করছি। রব রাখ্খা।’

দোল হোক লহোরি, বা দিওয়ালি-- বিয়ের পর থেকে প্রতিটি অনুষ্ঠান পালন করেন ক্যাটরিনা গোটা পরিবারের সঙ্গে। খুব সহজেই এই বিদেশি কন্যা হয়ে উঠেছেন খাঁটি পঞ্জাবি বউ। বিয়ের পর ক্যাট তো কপিল শর্মা শো-তে এসে ফাঁস করেছিলেন বিয়ের পর পর আলুর পরোটা তৈরি করে দিতেন তাঁকে শাশুড়ি। তবে এখন বাণী কৌশল বুঝে গিয়েছেন কেরিয়ারের খাতিরে তাঁর বউমাকে একটু বেশিই শরীর সচেটন থাকতে হয়। তাই তিনি এখন তৈরি করে দেন মিষ্টি আলু। বউমাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে খুবই পছন্দ করেন। আর অভিনেত্রী নিজেও তাঁদের সেই ইচ্ছের দাম দেন। 

রাজস্থানের ফোর্ট বারওয়ারা-তে ৯ ডিসেম্বর বিয়ে করেন ক্যাটরিনা আর ভিকি। পরিবারের ও খুব কাছের কিছু বন্ধুদের নিয়েই আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠানের। দোলের দিন সপরিবারে ছবি পোস্ট করেন ক্যাটরিনা। ফ্রেমে দেখা যায়, ভিকি কৌশল, শাম কৌশল, তাঁর স্ত্রী, ক্যাটরিনা কাইফ ও তাঁর বোন ইজাবেলাকে। 

ক্যাটের শেষ ছবি ‘ফোন বুথ’। মুক্তির অপেক্ষায় মেরি ক্রিসমাস, টাইগার ৩। দম ফেলার ফুরসৎ নেই ভিকিরও। তাঁর হাতেও এখন 'গোবিন্দ নাম মেরা', 'শাম বাহাদুর', 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি'র মতো একাধিক ছবি।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন