বাংলা নিউজ > বায়োস্কোপ > Tiger 3-Katrina Kaif: বউকে ভয় পান ভিকি! 'টাইগার ৩'-এ ক্যাটরিনাকে তোয়ালে পর মারপিট করতে দেখে কী বলেছিলেন?

Tiger 3-Katrina Kaif: বউকে ভয় পান ভিকি! 'টাইগার ৩'-এ ক্যাটরিনাকে তোয়ালে পর মারপিট করতে দেখে কী বলেছিলেন?

টাইগার ৩-এ ক্যাটরিনার তোয়ালে পরে মারপিটের দৃশ্য দেখে ভয় পেয়ে যান ভিকি

Tiger 3-Katrina Kaif: দীপাবলির সময় মুক্তি পেয়েছে টাইগার ৩। এই ছবিতেই ক্যাটরিনা কাইফকে তোয়ালে পরে দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্য করতে দেখা গিয়েছে।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সলমন খান, ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার ৩। দীপাবলির সময় মুক্তি পাওয়া এই ছবিতে ফের জোয়ার চরিত্রে অবতীর্ণ হয়েছেন নায়িকা। আর সেখানেই তাঁকে প্রতিপক্ষের সঙ্গে তোয়ালে পরে মারপিট করতে দেখা গিয়েছে। এই সিন নিয়ে চলেছে তুমুল চর্চাও। এবার সেই দৃশ্য প্রসঙ্গে কথা বললেন ক্যাটরিনা কাইফের বেটার হাফ ভিকি কৌশল।

ক্যাটরিনার তোয়ালে সিন নিয়ে কী বললেন ভিকি

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই ভারতের প্রথ ফিল্ড মার্শাল হয়ে পর্দায় ধরা দেবেন ভিকি কৌশল। ১ ডিসেম্বর মুক্তি পাবে তাঁর ছবি স্যাম বাহাদুর। বর্তমানে তিনি ফাটিয়ে প্রচার চালাচ্ছেন এই ছবির। সেখানেই তিনি জানালেন যে তিনি প্রথম যখন এই সিনটি দেখেছিলেন তখন তাঁর অভিব্যক্তি কী ছিল।

আরও পড়ুন: 'এই আমার অত বয়স মোটেই নয়...' দাদাগিরিতে আলোর কোলের আয়েশাকে ধমক সৌরভের, কী হল?

আরও পড়ুন: 'পুরনো শ্রাবণকে ফেরান নইলে...' জল্পনা সত্যি করে লাভ বিয়ে আজকালে এন্ট্রি তৃণার, ক্ষুব্ধ দর্শকরা

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'আমি ছবিটির স্পেশাল স্ক্রিনিংয়ে গিয়েছিলাম, ছবিটা দেখছি তখন। পর্দায় যখন সেই সিনটি শুরু হয় গোটা সিকোয়েন্সের মধ্যে তখন আমি ওর (ক্যাটরিনার) দিকে সরে এসে বলি আমি আর তোমার সঙ্গে কখনও ঝগড়া করব না। নইলে তুমি তোয়ালে পরেই আমাকে পিটিয়ে দেবে। আমার তো মনে হয় ও দুর্দান্ত ভাবে গোটা বিষয়টা তুলে ধরেছে পর্দায়। আমি ওকে এটাও বলেছি যে বর্তমানে ওই বোধহয় বলিউডের সব থেকে ভালো অ্যাকশন অভিনেত্রী।'

ক্যাটরিনা নিজেও এই অ্যাকশন দৃশ্যের বিষয়ে আগে একবার কথা বলেছিলেন। তিনি জানিয়ে ছিলেন তাঁরা যেহেতু স্টিমে ভরপুর একটি ঘরে শুট করেছিলেন তাই হাত ধরতে খুব অসুবিধা হচ্ছিল। পাঞ্চ করতে, হাত ধরে সমস্যা হচ্ছিল বলেও জানান অভিনেত্রী। তবে অভিনেত্রীর কথায় তিনি যে অ্যাকশন করতে ভালোবাসেন সেটা তাঁকে বারবার টাইগার ফ্র্যাঞ্চাইজির ছবি সুযোগ করে দেয়। এটা তাই তাঁর খুব ভালো লাগে।

টাইগার ৩ প্রসঙ্গে

১২ নভেম্বর মুক্তি পেয়েছে টাইগার ৩। মণীশ শর্মা পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় আছেন সলমন খান। এছাড়া রয়েছেন ইমরান হাশমি। ২০১৭ সালের টাইগার জিন্দা হ্যায়র পর এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি হিসেবে এটি মুক্তি পেল। টাইগার ৩ অবশ্য যশরাজ স্পাই ইউনিভার্সের অংশও বটে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.