কফি উইথ করণ-এর অষ্টম পর্বের সর্বশেষ সিজনে হাজির হয়েছিলেন ভিকি কৌশল এবং কিয়ারা আদবানি। দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবনের নানা কথা খোলসা করেন। সিদ্ধার্থ মলহোত্রা জানিয়েছিলেন শেরশাহ-র শ্যুট চলাকালীনই প্রেমের প্রস্তাব এসেছিল তাঁর কাছে সিদ্ধার্থ মলহোত্রার কাছ থেকে। অন্য় দিকে, ভিকি জানানা তাঁর আর ক্যাটরিনার প্রপোজটা ছিল বেশ নাটকীয়। বিয়ের ১ দিন আগে হবু বউকে বিয়ের প্রস্তাব দেন স্যাম বাহাদুর অভিনেতা।
অভিনেতা প্রকাশ করেছেন যে, রাজস্থানের সাওয়াই মাধোপুরে (তাদের বিয়ের গন্তব্য) তখন চলছিল নৈশভোজ। ভিকি বলেন, ‘আমাকে সবাই সতর্ক করে দিয়েছিল যে আমি যদি প্রপোজ না করি, তবে আমাকে সারা জীবনের জন্য তা নিয়ে পস্তাতে হবে। বিয়ের একদিন আগেই আমি তা করে দিয়েছিলাম। বন্ধুবান্ধব এবং পরিবারের কেউ আসার ঠিক আগে, রাতের খাবারের সময়।’
আরও পড়ুন: মিঠিঝোরা আসায় কি স্লট হারাল অনুরাগের ছোঁয়া? টিআরপি-র হিসেব বদলাল ফুলকি
ক্যাটরিনার পরিবারের সঙ্গে দেখা করা নিয়েও মজার অভিজ্ঞতা শেয়ার করে নেন ভিকি। জানান, অভিনেত্রীর মা সুজান টারকোটে এবং অভিনেত্রীর ভাইবোনদের সঙ্গে দেখা করেছিলেন বিয়ের সপ্তাহখানেক আগে। ‘ভিকি কৌশল আরও প্রকাশ করেছিলেন যে তিনি বিয়ের এক সপ্তাহ আগে প্রথমবারের মতো ক্যাটরিনা কাইফের মা সুজান টারকোটে এবং অভিনেত্রীর ভাইবোনদের সাথে দেখা করেছিলেন। "কোভিডের কারণে দুই বছর ধরে তাদের সঙ্গে দেখা করতে পারিনি। আমার সঙ্গে প্রথমবার ওদের দেখা হয়, আক্ষরিক অর্থে বিয়ের এক সপ্তাহ আগে। আমরা আমার বাড়িতেই পার্টি করি। সবাই একসঙ্গে বসে মদ্যপান করছিলাম এবং নাচ করেছিলাম।’
আরও পড়ুন: ‘মা হিসেবে ১০-এ ৭, কিন্তু বউ হিসেবে শূন্য’! ব্যর্থ দাম্পত্যে কাকে দোষ দেন রচনা?
ভিকি জানান, প্রথমদিকে বাধো বাধো ঠেকলেও, পরে সব বরফ গলে যায়। পার্টির কয়েক ঘণ্টার সকলে মিলে নাচ করেন ‘টিপ টিপ বরসা পানি’-তে। যা একেবারে বরফকে গলিয়ে বইয়ে নিয়ে চলে যায়।
ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল ২ বছর প্রেম করার পরে ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেন। তারা রাজস্থানের সওয়াই মাধোপুরে রাজকীয় কায়দায় বিয়ের উৎসবের আয়োজন করেছিলেন। হাজির ছিলেন শুধু দুই পরিবারের সদস্যরাি। বলিউডের খুব কম বন্ধুরাই ডাক পান রাজস্থানে।