বাংলা নিউজ > বায়োস্কোপ > Vidya Balan-Neeyat: জন্মদিনের পার্টিতেই খুন এক ব্যক্তি, ‘আত্মহত্যা' নয়, বিদ্যার দাবি 'খুন হয়েছেন'!

Vidya Balan-Neeyat: জন্মদিনের পার্টিতেই খুন এক ব্যক্তি, ‘আত্মহত্যা' নয়, বিদ্যার দাবি 'খুন হয়েছেন'!

গোয়েন্দার ভূমিকায় বিদ্যা

গোয়েন্দা বিদ্যার সঙ্গে অনেকেই ড্যানিয়েল ক্রেগ ও ধনী ব্যক্তি রাম কাপুরের সঙ্গে প্রয়াত হলিউড অভিনেতা ক্রিস্টোফার প্লামারের তুলনা টেনেছেন। ক্রিস ইভান্স অভিনীত চরিত্রটির মতোও একটি চরিত্রও 'নিয়ত'-এর ট্রেলারে রয়েছে। তবে অ্যানা ডি আরমাস অভিনীত চরিত্রের মতো কোনও চরিত্র 'নিয়ত'-এর ট্রেলারে দেখা যায়নি।

জন্মদিনে নিজের প্রাসাদোপম 'ডিনার পার্টি' পার্টিতে আমন্ত্রণ জানান এক ধনী ব্যক্তি। এদিকে ওই রাতেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। সবাই আত্মহত্য বলে মনে করলেও গোয়েন্দা বিদ্যা বালান মনে করছেন এটা খুন। মৃতের পরিবারের সকল সদস্যই এখন বিদ্যার সন্দেহের তালিকায়। কিন্তু খুনিটা আসলে কে?

এমনই একটা মার্ডার মিস্ট্রি নিয়ে সামনে এসেছে বিদ্যা বালানের ছবি 'নিয়ত'-এর ট্রেলার। ছবির পরিচালক অনু মেনন। তবে 'নিয়ত'-এর ট্রেলার দেখে অনেকেই এই ছবিকে হলিউডের ‘নাইভস আউট’-এর সঙ্গে তুলনা টেনেছেন। ট্রেলার দেখে গোয়েন্দা বিদ্যার সঙ্গে অনেকেই ড্যানিয়েল ক্রেগ ও ধনী ব্যক্তি রাম কাপুরের সঙ্গে প্রয়াত হলিউড অভিনেতা ক্রিস্টোফার প্লামারের তুলনা টেনেছেন। ‘নাইভস আউট’-এ ক্রিস ইভান্স অভিনীত চরিত্রটির মতোও একটি চরিত্রও 'নিয়ত'-এর ট্রেলারে রয়েছে। যদিও অ্যানা ডি আরমাস অভিনীত চরিত্রের মতো কোনও চরিত্র 'নিয়ত'-এর ট্রেলারে দেখা যায়নি। তবে ছবিতে এধরনের চরিত্র রয়েছে কিনা তা মুক্তির পর বোঝা যাবে। চলুন চোখ রাখা যাক, বিদ্যা বালান অভিনীত ‘নিয়ত’(Neeyat)এর ট্রেলারে।

আরও পড়ুন-পরনে কালো শর্ট অফ শোল্ডার ড্রেস, ইংরাজি গানে মঞ্চে আগুন ধরালেন রবিনা কন্যা রাশা

আরও পড়ুন-'পদার্থবিদ্যা ও অঙ্কে ফেল করা ছাত্রী'! মাধ্যমিকে বাংলায় ঠিক কত পেয়েছিলেন স্বস্তিকা?

প্রসঙ্গত, 'নিয়ত'-এর হাত ধরেই দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরছেন বিদ্যা বালান। ট্রেলারে সবুজ রঙের শার্ট, মেরুন সোয়েটার আর বাদামী  ওভারকোটে দেখা গিয়েছে 'গোয়েন্দা' বিদ্যা বালানে। তাঁর কপালের কাছে চুল ছোট করে ছাঁটা। গোয়েন্দা বিদ্যার লুক, তাঁর সন্দেহের তালিকায় থাকা সম্ভাব্য অপরাধীদের সাজপোশাক থেকে রুমের আবহ, সবের মধ্যেই আগাথা ক্রিস্টির লেখনীর সুর বাঁধা রয়েছে তা অস্বীকার করার জো নেই!

তবে এর আগেই গোয়েন্দার ভূমিকায় দেখা গিয়েছে বিদ্যাকে। ২০১৪-য় মুক্তি পাওয়া ‘ববি জাসুস’ এ গোয়েন্দা চরিত্রে আমরা দেখেছি বিদ্যাকে। যদিও সে ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এর বাইরেও পর্দায় একাধিকবার সত্য অনুসন্ধান করতে দেখা গিয়েছে বিদ্যাকে। যার মধ্যে অন্যতম সুজয় ঘোষের ‘কাহানি’, রিভু দাশগুপ্তের ‘তিন’ ছবিতে এধরনের চরিত্রে কাজ করেছেন বিদ্যা। 

এই ছবিতে বিদ্য়া বালান ছাড়াও দেখা গিয়েছে রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, প্রজক্তা কোলি, দানেশ রাজভির মতো নামী অভিনেতাদের পরিচালক অনু মেননের সঙ্গে মিলে ছবির চিত্রনাট্য লিখেছেন প্রিয়া ভেঙ্কটরামন, অদ্বৈতা কালা এবং গির্বাণী ধ্যানী। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা? ‘মা তারাই ধ্বংস করুক অসুরদের’, RG করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে তারাপীঠে যজ্ঞ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.