বাংলা নিউজ > বায়োস্কোপ > Vijay Sethupathi: 'তামিল হয়ে হিন্দি শিখছেন?' সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন ‘জওয়ান’-এর কালী, বিজয় সেতুপতি

Vijay Sethupathi: 'তামিল হয়ে হিন্দি শিখছেন?' সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন ‘জওয়ান’-এর কালী, বিজয় সেতুপতি

বিজয় সেতুপতি 

Vijay Sethupathi: হিন্দি অগ্রাসনের বিরুদ্ধে বরাবর সরব তামিল নেতারা। চেন্নাইয়ে নিজের আসন্ন হিন্দি ছবি ‘মেরি ক্রিসমাস’-এর প্রচার করে বাঁকা প্রশ্নের মুখে পড়লেন বিজয় সেতুপতি। 

দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা বিজয় সেতুপতি। শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’-এ ভিলেনের চরিত্রে অভিনয় করে দেশজুড়ে সাড়া ফেলেছে বিজয়। উত্তর ভারতেও এখন তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। আপতত ‘জওয়ান’-এর কালী ব্যস্ত তাঁর আগামী হিন্দি ছবির প্রচারে। এবার ক্যাটরিনা কাইফের নায়ক তিনি। শ্রীরাম রাঘবন পরিচালিত ‘মেরি ক্রিসমাস’ ছবিতে দেখা যাবে বিজয়কে। আরও পড়ুন-ক্যাটরিনার মেরি ক্রিসমাসের ট্রেলার ফেরাল অন্ধাধুনের স্মৃতি, পরতে পরতে লুকিয়ে রহস্য-উত্তেজনা

চেন্নাইয়ে ছবির এক প্রচারমূলক অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্ন শুনে মেজাজ হারালেন অভিনেতা। বিজয়ের কাছে জানতে চাওয়া হয়, তামিল নাড়ুর রাজনীতিতে যেখানে হিন্দি অগ্রাসানের বিরোধিতা করা হয়, তিনি কেন হিন্দি ছবি করছেন? এমন প্রশ্ন শুনেই কড়াভাবে বিজয় বলেন, ‘হিন্দি ভাষার কখনওই বিরোধিতা করা হয়নি।’ এরপরেও থামেননি ওই সাংবাদিক। তিনি জানতে চান বিজয় কি হিন্দি শিখেছেন? এ কথা শুনেই গর্জে ওঠেন বিজয়।

 ওই সাংবাদিকের উদ্দেশে বলেন, ‘আমার মনে পড়ছে আপনি এই ধরণের একটা প্রশ্ন আমাকে মাস কয়েক আগেও করেছিলেন যখন আমির খান স্যার এসেছিলেন। তাই না? কেন সর্বদা এই ধরণের প্রশ্নই আপনি জিগ্গেস করেন? প্রথমত, রাজনৈতিক ব্যক্তিত্বরা কোনওদিন বলেননি হিন্দি শিখো না। শুধু বলা হয়, হিন্দি যাতে চাপিয়ে না দেওয়া হয়। এখানে উপস্থিত অনেকেই হিন্দি শিখছে। কেউ আমাদের আটকায়নি। মন্ত্রী পিটিআর এই সম্পর্কে বিস্তারিত বলেছেন, গিয়ে সেটা পড়ে নিন’। 

এখানেই থামেননি বিজয়। সাউথ বনাম নর্থ, এই বিতর্ক নিয়েও নিজেই জবাব দেন। তিনি বলেন, 'ছবির টিজার লঞ্চের সময়ও আমার কাছে উত্তর বনাম দক্ষিনের ছবি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। মঞ্চে উপস্থিত একজন বলেছিলেন ওটিটি জমানায় সেই দেওয়ালটা ভেঙে পড়েছে। সময়ের সাথে সেটা আরও পরিষ্কার হচ্ছে'। চেন্নাইয়ের ওই প্রেস মিটে ক্যাটরিনাও হাজির ছিলেন। নায়িকার ভূয়সী প্রশংসা করেন বিজয়।

দীর্ঘদিন ধরে মুক্তি পিছিয়েছে ‘মেরি ক্রিসমাস’-এর। অবশেষে ১২ই জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। ডিসেম্বরের ৮ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির, তবে রণবীরের ‘অ্যানিম্যাল’-এর সঙ্গে প্রতিযোগিতা এড়াতে মুক্তি পিছোন নির্মাতারা। একইসঙ্গে হিন্দি এবং তামিল ভাষায় শ্যুট করা হয়েছে এই ছবি। আশ্চর্যের ব্যাপার হল ছবির সহ-শিল্পীরা কিন্তু দুই ভাষায় পৃথক। ছবির হিন্দি ভার্সনে বিজয়-ক্য়াটরিনা ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কাননরা। অন্যদিকে তামিল ভাষায় তৈরি ‘মেরি ক্রিসমাস’-এ থাকছেন রাধিকা সরতকুমার, কেভিন জয় বাবু, রাজেশ উইলিয়ামসরা। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

২৭ মিটার দৌড়ে উলটো হাতে অবিশ্বাস্য ক্যাচ হার্দিকের! কোলে তুলে নিলেন ফিল্ডিং কোচ তুলে তুলে ছয়! নীতীশের ব্যাটিং তাণ্ডবে কচুকাটা বাংলাদেশ…ঢুকলেন বিরাট-যুবির ক্লাবে ২ দিন নয় একদিনেই এবারের কন্যাপুজো, তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক সময় দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন জেপি নড্ডা, একগুচ্ছ কর্মসূচি নিয়েই বঙ্গ সফর ষষ্ঠীর দিন মা দুর্গার সামনে খোশগল্পে মাতলেন কাজল-রানি, সাজে কে কাকে টেক্কা দিল? AFC-র দ্বিচারিতা! ইরান থেকে ম্যাচ সড়ছে ফিফা বিশ্বকাপের! অথচ শাস্তি মোহনবাগানকে… দেবী দুর্গার সামনে ‘জাস্টিস’ চাওয়ায় ৯ জনকে তুলে নিয়ে গেল পুলিশ! উত্তাল লালবাজার ‘‌কলঙ্কিতদের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে হবে’‌, মুখ্যসচিবকে চিঠি ডাক্তারদের ‘হাইকোর্ট আমার পক্ষে রায় দিয়েছে…’, শামির বিরুদ্ধে ফের ফোঁস 'স্ত্রী' হাসিনের টেস্ট ক্রিকেটে দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন জো রুট, টপকাতে পারবেন পন্টিং-সচিনকে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.