গোটা দেশকে তিনি শিখিয়েছেন, ‘প্যায়ার দোস্তি হে’। তাঁর থেকেই ভালোবাসার দীক্ষা নিয়েছেন অগুণতি যুবক। আফটার অল তিনি ‘কিং অফ রোম্যান্স’। কথা হচ্ছে শাহরুখ খানের। ৫৭-র শাহরুখ আজও ঘুম কাড়েন ১৭ বছরের তরুণরীর। এটাই কিং খানের ক্যারিশ্মা। শাহরুখ ম্যাজিকে বুঁদ থাকেন তাঁর সহকর্মীরাও। তবে এবার বাদশরা বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন তাঁর ‘জওয়ান’ কো-স্টার বিজয় সেতুপতি। শাহরুখের জন্যই তাঁর প্রথম প্রেম পূর্ণতা পায়নি! না, এটা পর্দার গল্প নয়! ঘোর বাস্তব।
‘জওয়ান’ মুক্তির আগে হাতে আর মাত্র ক'টা দিন। ৭ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের এই ছবি। বৃহস্পতিবারই মুক্তি পাবে ছবির ট্রেলার। সেই নিয়ে উন্মাদনা তুঙ্গে। ট্রেলার মুক্তির আগের দিন চেন্নাইয়ের শ্রী শ্রীরাম ইঞ্জিনিয়ারিং কলেজে ছবির প্রচার সারলেন বাদশা। সঙ্গী পরিচালক অ্যাটলি, কো-স্টার বিজয় সেতুপতি। শাহরুখ খানকে নিয়ে নিজেদের ব্যক্তিগত জীবনের মজাদার অভিজ্ঞতা এদিন শেয়ার করল টিম ‘জওয়ান’।
দক্ষিণী তারকা বিজয় সেতুপতি এই ছবিতে রয়েছেন ভিলেন-এর ভূমিকায়। বুধবার চেন্নাইয়ের অনুষ্ঠানে বিজয় জানান, স্কুলজীবনে এক মেয়ের প্রেমে হাবুডুবু খেয়েছেন তিনি, অথচ মনের কথা মুখ ফুটে বলতেই পারেননি। বিজয় জানান, ‘স্কুলে পড়তে আমি একটা মেয়েকে ভালোবাসতাম কিন্তু কোনওদিন তাঁকে বলতে পারিনি। আসলে সেই মেয়েটি শাহরুখের প্রেমে পাগল ছিল, আমার এত বছর লাগল প্রতিশোধ নিতে’।
ছেড়ে দেওয়ার পাত্র নন শাহরুখও! একদম বাদশাহি মেজাজে জবাব দিলেন তারকা। তিনি বিজয়কে জানান, ‘এখানে সকলে তামিলে কথা বলল, আমি নিশ্চিত তাঁরা আমাকে নিয়ে ভালো কিছুই বলেছেন, শুধুমাত্র বিজয় সেতুপতি ছাড়া। যিনি একটি মেয়ের কথা বললেন। স্যার, আপনাকে একটা কথা জানিয়ে রাখি- আপনি প্রতিশোধ নিতে পারেন তবে আমার প্রেমিকাদের নয়, তারা শুধুই আমার’।
এদিন পরিচালক অ্যাটলি জানান শাহরুখকে নিয়ে তাঁর ফ্যান-বয় মুহূর্তের কথা। ১৩ বছর আগে মন্নতের গেটের বাইরে ছবি তুলেছিলেন তিনি। কথায় বলে মুম্বই-দর্শন অসম্পূর্ণ থাকে জুহুতে অবস্থিত শাহরুখের রাজপ্রসাদ-সম ভিলার সামনে ছবি না তুললে। 'এন্থিরান' (রজনীকান্তের রোবট) ছবির সহকারী পরিচালক ছিলেন অ্যাটলি। সেই ছবির শ্যুটিংয়ের সময়ই ছবিটি তোলেন তিনি। ‘১৩ বছর পর মন্নতের ওই দরজাটা আমার জন্য খুলেছিল আর সেখানে দাঁড়িয়েছিলেন স্বয়ং শাহরুখ খান। উনি আমাকে স্বাগত জানান অ্যাটলি স্যার সম্বোধন করে…’, আবেগে গলা বুজে আসে পরিচালকের।
শাহরুখ-বিজয় ছাড়াও এই ছবিতে থাকছেন দক্ষিণী সুন্দরী নয়নতারা, প্রিয়মণি। বিশেষ ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, সুনীল গ্রোভারদের মতো বলি তারকারাও থাকছেন শাহরুখ-পত্নী গৌরী খান প্রযোজিত এই ছবির অংশ হিসাবে।