বিয়ের ২ বছরের মাথায় সুখবরটা শুনিয়েছেন ‘টুয়েলফথ ফেল’-এর নায়ক বিক্রান্ত মাসে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিক্রান্ত ও তাঁর স্ত্রী শীতলের কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান। বিক্রান্ত তাঁর ছেলেন নাম রেখেছেন 'বরদান'। এখবর আগেই জানিয়েছিলেন অভিনেতা। এবার ছেলের নাম চিরস্থায়ী করে নিজের শরীরে খোদাই করে নিলেন বিক্রান্ত মাসে।
হ্য়াঁ, ঠিকই শুনছেন। নিজের বাহুতে 'বরদান' নামটি আর ছেলের জন্মতারিখ খোদাই করে নিয়েছেন অভিনেতা বিক্রান্ত মাসে। তারই এক টুকরো ছবি নিজের ইনস্টাস্টোরির মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা।
আরও পড়ুন-বর্ধমানের ৪০০ বছরের পুরনো বাড়িতে শ্যুটিং করলেন বলিউডের কাজল, মন্দিরে পুজো দিলেন রণিত রায়

প্রসঙ্গত দীর্ঘ প্রেমের পর, ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন বিক্রান্ত ও শীতল। এরপর ১৮ জানুয়ারি হিমাচল প্রদেশে সব নিয়মনীতি মেনে হয়েছিল তাঁদের সামাজিক বিয়ে। ওয়েব সিরিজ 'ব্রোকেন বাট বিউটিফুল'-এর প্রথম সিজনে একসঙ্গে অভিনয় করেছিলেন। সেখান থেকেই আলাপ। তারপর বন্ধুত্ব মন দেওয়া নেওয়া। ২০১৯ সালে হয়ে গিয়েছিল বাগদান। তবে করোনা মহামারির কারণে বিয়ে পিছিয়ে যায় অনেকখানি।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিক্রান্ত এবং শীতল ঘোষণা করেছিলেন যে তাঁদের প্রথম সন্তানের আসছে। তাঁদের পোস্টে ছিল বিক্রান্ত ও শীতলের বিয়ের ছবি ও তিনটি সেফটিপিন। যার মধ্যে দুটি সেফটিপিন পাশাপাশি বড় ও একটি ছোট। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা সন্তানসম্ভবা। ’
এরপর গত ফেব্রুয়ারি মাসে আসে তাঁদের প্রথম সন্তান। অভিনেতা লেখেন ‘৭.০২.২০২৪- তারিখে আমরা এক হলাম। আমাদের ছেলের আগমন ঘোষণা করতে পেরে আমরা আনন্দ ও ভালোবাসায় উচ্ছ্বসিত। ভালোবাসা সহ শীতল আর বিক্রান্ত।’
সম্প্রতি আমার বিধু বিনোদ চোপড়া পরিচালিত সুপার হিট ছবি 'টুয়েলফথ ফেল'-এ দেখা গিয়েছে অভিনেতা বিক্রান্ত মাসেকে। এই ছবির দৌলতেই এই মুহূর্তে চর্চিত নাম তিনি। কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই 'সবরমতি এক্সপ্রেস' ছবিতে দেখা যাবে বিক্রান্তকে।