নিত্যদিনই এখন খবরের শিরোনামে থাকছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সৌজন্যে অবশ্যই তাঁর রাজনীতিতে আসা এবং তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার প্রার্থী হয়ে নির্বাচনী ভোট প্রচার। তবে তারও আগে থেকে দিদি নম্বর ওয়ান শোয়ের দৌলতে রোজ চর্চায় থাকেন সঞ্চালিকা রচনা।
আর এবার আরও একবার ‘দিদি নম্বর ওয়ান’ শোয়ের দৌলতেই খবরের শিরোনামে উঠে এলেন রচনা বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে দিদি নম্বর ওয়ানের মঞ্চে দেখা যাবে যমজ বোনেদের। সামনে এসেছে শোয়ের এক টুকরো ঝলক। যে শোয়ের সঞ্চালনার সময় রচনাকে বলতে শোনা গেল, ‘গুলিয়ে যেতে পারে সব, হতেই পারে ভুল। যমজ বোনেরা জুটি বেঁধে করবে হুলুস্থুল।’
সত্যিই গুলিয়ে যাওয়ার মতোই বটে। অবিকল একই রকম দেখতে। 'দিদি' রচনার দরবারে যাঁরা হাজির হতে চলেছেন, সেই যমজ বোনেদের চিনতে গেলে আপনিও হোঁচট খেতে পারেন। এরই মাঝে দুই বোনকে বলতে শোনা গেল তাঁদের এক দেখতে হওয়ার কারণে কী কী সমস্যায় পড়তে হয়েছে। যাঁরা হলেন লিডিয়া মজুমদার ও তানিয়া রায় আচার্য্য। তাঁরা এসেও ছিলেন একই রকম লাল শাড়ি পরে, সেজেগুজে। লিডিয়া বললেন, ‘আমার বিয়ের দিন লোকজন ভুল করে ওকে (তানিয়াকে) গিফট দিয়েছে।’ এমন কথা শুনে হাসতে শুরু করে উপস্থিত বাকি যমজ বোনেরা।
আরও পড়ুন-বর্ধমানের ৪০০ বছরের পুরনো বাড়িতে শ্যুটিং করলেন বলিউডের কাজল, মন্দিরে পুজো দিলেন রণিত রায়
এদিকে রাজনীতির ময়দানে আসার পর চর্চায় কেন্দ্রুবিন্দুতে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। রচনার কথায়, তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের কথাতেই শুধু রাজনীতিতে এসেছেন। দু'দিন আগেই মমতাকে 'মা' বলে সম্বোধন করেছেন রচনা। ২৯ মার্চ হুগলির বলাগড় ব্লকের জিরাট কলোনির উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা করতে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রচারে গিয়ে রচনা বলেন, ' রাজ্য সরকার সবসময় আপনাদের কথা চিন্তা করে। ভাবে। একই সঙ্গে আপনারা এটাও জানেন যে ১০০ দিনের কাজের জন্য কেন্দ্রের তরফে যে টাকা আসার ছিল সেটা আসে না। কেন্দ্রীয় সরকার সে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। আবাস যোজনার ৪৬ লাখ ঘর তৈরি করার পর সেই কাজও বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্র সেই টাকা না দিলে দিদিই আপনাদের পয়লা মে থেকে সেই টাকা দেবেন।' আর তখনই কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডাকেন রচনা।
প্রসঙ্গত, কিছুদিন আগে রচনার দিদি নম্বর ওয়ান-এর মঞ্চেও হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।