সোশ্যাল মিডিয়াই এখন আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। রিলস থেকে ভিডিয়ো সারাক্ষণই কিছু না কিছু মুঠোফোনে আমরা দেখে থাকি। আর এখানেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা কনটেন্ট ক্রিয়েটররা এমন একাধিক ভিডিয়ো শেয়ার করেন যার সঙ্গে আমরা বেশ মিল পাই। এদিন তেমনটাই কিছু হল।
কথায় বলে না ওই ঘর কা মুরগি ডাল বরাবর। সামান্য ডাল ভাত হোক বা মাংস সবই এক লাগে একটা সময়ের পর। সেখানে বাইরের খাবার রকমফের আনে বইকি। কিন্তু যদি কখনও ঘরে বানানো খাবার নিয়ে আদিখ্যেতা করেন কেউ, তখন? না মানে ধরুন আপনার মা আপনার জন্য লুচি তরকারি বানিয়ে দিলেন। আপনি সেটা না খেয়ে রিল বানাতে বা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে পরে সেই খাবারটা আর না খেতে চান তখন আপনার মায়ের রিঅ্যাকশন কী হবে? সেটাই এবার এই মেয়েটি তুলে ধরল।
'ঘর কা কলেশ' নামক একটি প্রোফাইলের তরফে এদিন টুইটারে একটি মজার ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানেই দেখা যায় একটি মেয়ে খাবার না খেয়ে রিল বানাতে ব্যস্ত হয়ে পড়েছে, আর তখনই তার মা এসে তার গালে সজোরে একটি থাপ্পড় বসিয়ে দেয়। বকা দেয় ভীষণ জোর এভাবে না খেয়ে রিল বানানোর জন্য। আর সেই ভিডিয়ো দেখেই হেসে খুন নেটপাড়া।
অনেকেই এই ভিডিয়োর সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। বিশেষ করে ফুড ব্লগাররা। আসলে যাঁরা ফুড ব্লগার তাঁরা প্রধানত ঘরের খাবার হোক বা রেস্তোরাঁর কোনও খাবার উপাদেয় বা অন্য রকম কিছু হলে আগে সেটার ছবি তুলে এডিট করে সোশ্যাল মিডিয়ায় দেয় তারপর খান। সেটা দেখে তাঁদের সঙ্গে থাকা অনেকেই বিরক্ত হন। আর হবে নাই বা কেন, সামনে দারুণ সব খাবার আর কেউ যদি আপনাকে এভাবে আটকে রেখে সেটার ছবি তুলতেই থাকে কেমন লাগবে? একই জিনিস ঘটেছে মেয়েটির মায়ের সঙ্গেও। মজার ছলে বানানো এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল।