সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ওয়ামিকা গাব্বি। কেন? নেপথ্যে আছে বিশাল ভরদ্বাজের নতুন ছবি খুফিয়া। এখানেই অন্তরঙ্গ দৃশ্যে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তাঁর এবং আলি ফজলের হট, সিজলিং যৌন দৃশ্য নিয়ে আপাতত মজে নেট দুনিয়া।
খুফিয়ায় ওয়ামিকা
এই খুফিয়া ছবিতে ওয়ামিকা গাব্বি আলি ফজলের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। আলি তাঁর স্ত্রীর চোখের আড়ালে কী কী অপকর্ম করেন সেটার কোনও ধারণাই তাঁর।
বৃহস্পতিবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে খুফিয়া। এরপরই নেটিজেনরা এক্স অর্থাৎ যা এতদিন টুইটার নামেই পরিচিত ছিল সেখানে ওয়ামিকা গাব্বির এই বোল্ড সিন পোস্ট করেন। এখানেই তাঁকে একটি সেক্সি রাত পোশাকে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি গানে নাচ করতে দেখা যাচ্ছে। আবার আরেকটি ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে আলি ফজল এবং তাঁর অন্তরঙ্গ মুহূর্ত। এই ভিডিয়োগুলো শেয়ার করে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় কেউ লিখছেন, 'ওয়ামিকা গাব্বি এত হট কেন!' কেউ আবার লিখছেন, 'ওঁর তালেই তাল মেলাও।'
আরও পড়ুন: ইতালির মাটিতে যুদ্ধ থামল 'ফাইটার' দীপিকা-হৃতিকের, শুটিং শেষে কী আপডেট দিলেন পরিচালক?
আরও পড়ুন: 'আমি এই বাড়ির কর্ত্রী নই', শোভনের সংসারের রাশ বৈশাখী নয়, অন্য নারীর হতে! কে সে?
খুফিয়া প্রসঙ্গে
এই ছবিতে অভিনেত্রীকে একাধিকবার বোল্ড দৃশ্যে দেখা গিয়েছে। আর সেটা তিনি অতি দক্ষতা এবং নিপুণতার সঙ্গে করেছেন যা মুগ্ধ করেছে সবাইকে। এই ছবিতে মূলত সম্পর্কের যে নানা দিক আছে সেটাকে তুলে ধরা হয়েছে। এখানে যেমন ভালোবাসার কথা আছে, তেমনই আছে সম্পর্কে লয়াল থাকার গল্প, আর ভালোবাসা থাকা মানেই প্রতিহিংসা এবং প্রতিশোধ তো থাকবেই! এখানে একজন র এজেন্টের কথা দেখানো হয়েছে যে সেই ব্যক্তিকে খুঁজে বের করতে চাইছেন যে কিনা ডিপার্টমেন্ট থেকে নানা গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে। এখানে টাবুকে সেই র এজেন্টের চরিত্রে দেখা গিয়েছে, আর আলি ফজল মুখ্য সন্দেহভাজন। তবে এতটা পড়ে ব্যাপারটা যতটা সহজ মনে করছেন বিষয়টা কিন্তু ততটা সহজ নয়। এখানে একাধিক লেয়ার আছে। অনেক রহস্য আছে। সেগুলো ভেদ করে টাবু কী করে আসল অপরাধীকে খুঁজে বের করেন সেটাই দেখার।