বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman at Kolkata: ‘সোয়্যাগ সে করেঙ্গে….’, মঞ্চে ঝুলন্ত এন্ট্রি! সলমনকে দেখে আবেগে ফুটছে কলকাতা, ভিডিয়ো

Salman at Kolkata: ‘সোয়্যাগ সে করেঙ্গে….’, মঞ্চে ঝুলন্ত এন্ট্রি! সলমনকে দেখে আবেগে ফুটছে কলকাতা, ভিডিয়ো

কলকাতায় সলমন 

Salman Khan at Kolkata: সবার জলওয়া আজ ম্লান সলমন ম্যাজিকের সামনে। ইস্টবেঙ্গল ক্লাবে দাবাং এন্ট্রি ভাইজানের! এক কথায় শনিবার রাতে সলমন এলেন, দেখলেন আর কলকাতাবাসীর মন চুটকিতে জয় করলেন….

১৩ বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে সলমন খানকে স্বচোক্ষে দেখার সুযোগ পেল কলকাতাবাসী। ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে শেষবার তিলোত্তমার বুকে পা রেখেছিলেন ভাইজান। শনিবার ‘দাবাং-দ্য ট্যুর রিলোডেড’-এ ইস্টবেঙ্গল ক্লাব প্রাঙ্গণ মাতালেন ভাইজান।

এদিন মঞ্চে দাবাং স্টাইলে এন্ট্রি নিলেন সলমন খান (Salman Khan)। পরনে কালো ফুলস্লিভস টি-শার্ট আর বাদামি জ্যাকেট সঙ্গে জিনস। ঝুলন্ত দোলনায় উপর থেকে স্টেজে নেমে এলেন বলিউড সুপারস্টার। ততক্ষণে ইস্টবেঙ্গল ক্লাব চত্বর ভরে উঠেছে ‘সলমন’ রবে। সলমনের সঙ্গে কোমর দুলিয়ে নেচে উঠল ভক্তরাও। এই ‘হ্যাংওভার’ যেন কাটবার নয়। কখনও ‘স্লো মোশন’-এর তালে নাচলেন সলমন আবার কখনও পুরোনো প্রেমের ঝলক উঠে এল। 

‘মেয়নে প্যায়ার কিয়া’ থেকে ‘হাম আপকে হ্যায় কৌন’-এর আইকনিক গানে স্টেপ ম্যাচ করলেন সলমন। হাঁ করে তাকিয়ে দেখল ইস্টবেঙ্গল মাঠে উপস্থিত ১৬ হাজার দর্শক। প্রথম থেকেই এই শো-এর টিকিটের চাহিদা আকাশছোঁয়া, তার সঙ্গে টিকিটের মূল্যও। ৬৯৯ টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে শো-এর কিন্তু তাতে খামতি নেই দর্শকদের। 

অনুষ্ঠান শুরুর আগে সলমনের এক মহিলা অনুরাগী বলে উঠলেন, ‘আজ ওঁকে চোখের দেখা দেখে মরেও শান্তি। কত বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। মুখিয়ে রয়েছি সমলনকে দেখব বলে’। বয়স যতই ষাট ছুঁইছুঁই হোক, হাঁটুর বয়সী মহিলা ভক্তদের মধ্যে সলমনকে নিয়ে উন্মাদনা কমেনি। 

এদিন ইস্টবেঙ্গল ক্লাবে পৌঁছানোর আগে কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সলমন খান। একান্তই সৌজন্য সাক্ষাৎ ছিল এটি, জানান মমতা। দুজনের মধ্যে ছবি সংক্রান্ত নানান ব্যাপারে কথাবার্তা হয়েছে বলে টুইট করে মুখ্যমন্ত্রী। 

এদিন সলমন খানের পাশাপাশি তিলোত্তমার মঞ্চ মাতাচ্ছেন জ্যাকলিন, প্রভু দেবা, আয়ুষ শর্মা, অর্পিতা খান শর্মা,সোনাক্ষী সিনহা, রাঘব জুয়েলরা। শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন মণীশ পল। তিনি আবার কলকাতার জামাই বলে কথা! শো-এর শুরুতেই নাচলেন পুজা হেগড়ে ও সলমনের ভগ্নিপতি আয়ুশ শর্মা। ‘বড় লোকের বিটি লো’-গানে পারফর্ম করলেন জ্যাকলিন। রঙ্গবতী গানে ফাটাফাটি নেচে বাঙালি দর্শকদের মন জিতলেন প্রভু দেবা। তবে সবার জলওয়া আজ ম্লান সলমন ম্যাজিকের সামনে। কারণ এদিনের যাবতীয় লাইমলাইট ভাইজানকে ঘিরে। এক কথায় তিনি এলেন, দেখলেন আর কলকাতাবাসীর মন জয় করলেন!

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘বাপ কা বেটা…’ ত্রিশতরান নয়, কাউন্টিতে বাবার গড়া রেকর্ড ভাঙায় বেশি খুশি ব্রুক! লাদাখে যে কোনও পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে, বার্তা রাজনাথের 'মোদীর সঙ্গে কথা হয়েছে..' ASEAN সামিটে কানাডার প্রধানমন্ত্রী, বরফ গলেছে? তৃতীয় T20তে তরুণদের সুযোগ দেবে ভারত! তবে টার্গেট ৩-০! জানালেন গম্ভীরের ডেপুটি… ‘আরও বাচ্চা চাই…’, রাহাতেই সন্তুষ্ট নন রণবীর-আলিয়া, শীঘ্রই দিদি হবে রাহা? মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝগড়া, রাগে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন অজিত পাওয়ার: রিপোর্ট দু একটা মৃত্যু চাইছে সরকার, জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি জীবন শাস্তি দেয় না,শেখায়! আমার পরীক্ষা শেষই হচ্ছে না! জন্মদিনেও আবেগঘন হার্দিক.. স্ত্রী ২ থেকে সরফিরা, পুজোর সপ্তাহে হলের ভিড় এড়িয়ে ঘরে বসে দেখুন এই সব ছবি 'আমিই ঢং করি!' মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়িতে সেজে জমিয়ে পোজ সৌমিতৃষার, কেমন লাগল?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.