অনির্বাণ ভট্টাচার্যের 'মন্দার'-এর দৌলতে অভিনেতা দেবাশিস মণ্ডল এখন বেশ পরিচিত নাম। 'মন্দার'-এর কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ মন্দার চরিত্রেই দেখা গিয়েছিল দেবাশিস মণ্ডলকে। যেটা কিনা ছিল 'ম্যাকবেথ'-এর রূপান্তর। বাংলার ‘মন্দার’কে এবার দেখা যাবে হিন্দি ছবিতে। হ্যাঁ, দেবাশিস মণ্ডল এবার বাংলার গণ্ডি ছাড়িয়ে মুম্বইতে পাড়ি দিয়েছেন।
তবে কোন হিন্দি ছবিতে দেখা যাবে দেবাশিস মণ্ডলকে?
নাহ, কোন হিন্দি ছবিতে তাঁকে দেখা যাবে সেকথা খোলসা করতে নারাজ দেবাশিস মণ্ডল। এবিষয়ে হিন্দুস্তান টাইমসের সঙ্গে যোগাযোগ করা হলে দেবাশিস জানান, ‘এবিষয়ে এখনই কিছুই বলতে পারব না। নির্মাতাদের সঙ্গে চুক্তি রয়েছে। পরে এটা অনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। তবে হ্যাঁ, হিন্দি ছবির শ্যুটিং করছি সেকথা সত্যি।’ জানা যাচ্ছে, এই মুহূর্তে ওড়িশায় এই ছবির শ্যুটিং চলছে। ছবির প্রেক্ষাপটও ওড়িশা। এই ছবিতে দেবাশিস মণ্ডল অন্যতম মুখ্য চরিত্রেই রয়েছেন। তিনি ছাড়াও রয়েছে সুব্রত দত্ত সহ আরও অনেকে। ছবির অভিনেতাদের সিংহভাগই মুম্বইয়ের। ছবির পরিচালক প্রবাসী সঞ্জীব দে।
আরও পড়ুন-‘জুবিলি’র 'শ্রীকান্ত রায়' ফের নতুন হিন্দি ওয়েব সিরিজে, সামনে প্রসেনজিতের লুক…

মন্দার-এ দেবাশিস
জানা যাচ্ছে, তথাকথিত বাণিজ্যিক ছবি নয়, মূলত চলচ্চিত্র উৎসবের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই ছবি। ছবির ধারা মূলত নাটক। এর আগে ২০১৪ সালে হিন্দি ছবি 'চিলড্রেন অফ ওয়ার'-এ দেখা গিয়েছিল দেবাশিসকে। সেখানে দেবাশিসের সঙ্গে ছিলেন রাইমা সেন, ঋদ্ধি সেন, ইন্দ্রনীল সেনগুপ্তের মতো অভিনেতারা। সাম্প্রতিক সময়ে অভিনেতা দেবাশিস মণ্ডল অবশ্য বেশকিছু ছবিতে কাজ করছেন। সাম্প্রতিক মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘অমৃতের সন্ধানে’-তে দেখা গিয়েছেন দেবাশিসকে। সপ্তাশ্ব বসুর একটি ওয়েব সিরিজেও দেখা যাবে তাঁকে। তবে অনির্বাণ ভট্টাচার্যের 'মন্দার'-ই তাঁকে বিশেষ পরিচিতি এনে দিয়েছিল।