দেব আনন্দ যে কেবল একজন সুদর্শন এবং গুণী অভিনেতা ছিলেন এমনটা একদমই নয়। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। দিলীপ কুমার একবার তাঁর একটি বক্তব্যে বলেছিলেন দেব আনন্দ টেকের পর টেক দিতেন যাতে জুনিয়র আর্টিস্টরা নিজেদের প্রমাণ করতে পারেন। ১৯৫৫ সালে ইনসানিয়াত ছবিতে একত্রে কাজ করেছিলেন দেব আনন্দ এবং দিলীপ কুমার। সেই ছবিতে কাজ করার স্মৃতিও বারবার উঠে এসেছে দিলীপ কুমারের কথায়।
দিলীপ কুমার দেব আনন্দকে নিয়ে কী কী বলেছেন?
এসএস ভাসান পরিচালিত ইনসানিয়াত ছবিতে দেব আনন্দ এবং দিলীপ কুমার একত্রে কাজ করেছিলেন। দিলীপ কুমার তাঁর লেখায় একবার লিখেছিলেন, 'দেব আনন্দ এতটাই ভালো মানুষ ছিলেন যে উনি তাঁর নিজের প্রযোজনার শুটিংয়ের দিন ক্যানসেল করে দিয়েছিলেন আমার সঙ্গে দিন ম্যাচ করানোর জন্য। আমি ব্যক্তিগত ভাবে দেখেছি উনি কীভাবে জুনিয়র আর্টিস্টদের সাহায্য করতেন। একাধিকবার টেক দিতেন যাতে জুনিয়র আর্টিস্টরা নিজেদের সেরাটা দিতে পারে। উনি কখনই কাউকে ইগনোর করতেন না।'
আরও পড়ুন: শতবর্ষে দেব আনন্দ, পর্দার মতো বাস্তবেও রোম্যান্টিক ছিলেন, বলিউডের কোন তিন অভিনেত্রীকে মন দিয়েছিলেন?
আরও পড়ুন: দেব আনন্দের জন্মশতবার্ষিকী-শুধু বিনোদন নয়, তার সিনেমা দিয়েছে জীবনের পাঠও
তিনি তাঁর লেখায় আরও বলেন যে তাঁরা এতটাই ভালো বন্ধু ছিলেন যে তাঁরা কখনও একে অন্যের বাড়ির কোনও অনুষ্ঠান মিস করতেন না। পেশার ক্ষেত্রে কখনও তাঁরা একে অন্যকে প্রতিযোগী বলে মনে করেননি।
দিলীপ কুমারকে লালে বলে ডাকতেন দেব আনন্দ। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সামনেও তিনি এই নামেই ডেকেছিলেন একবার দেব আনন্দ।
দেব আনন্দ বরাবর ভীষণ রোম্যান্টিক মানুষ ছিলেন। পর্দাতেও, পর্দার বাইরেও। তিনি তাঁর তিন সহ অভিনেত্রীদের প্রেমে পড়েন। সুরাইয়ার সঙ্গে বহু চেষ্টার পর সেই প্রেম টেকেনি। অন্যদিকে কল্পনা কার্তিককে পরে তিনি বিয়ে করেন। এরপর হরে রাম হরে কৃষ্ণ করার সময় তিনি জিনাত আমানের প্রেমে পড়েন, কিন্তু তাঁকে কখনও সেই কথা তিনি বলতে পারেননি।