শুভব্রত মুখার্জি:- আসন্ন টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। এমন আবহে নিজেদের চূড়ান্ত দল ঘোষণা থেকে নয়া জার্সি উন্মোচন সব কিছুই শুরু করে দিয়েছে দলগুলো। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার তরফে ইতিমধ্যেই তাদের দল ঘোষণার পাশাপাশি জার্সি উন্মোচনও করা হয়েছে। এমন আবহে পাকিস্তান সিনিয়ার ক্রিকেট দলের তরফে তাদের নয়া কোচিং স্টাফের ঘোষণা করা হয়েছে।
বাবর আজমদের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি ক্রিকেটার জেসন গিলেস্পি। দায়িত্ব নেওয়ার পরেই বাবরদের প্রতি তাঁর বার্তা নিজেদের নিজস্বতা বজায় রাখুন। যেটা তোমরা না সেটা হওয়ার চেষ্টাও করবে না। ৪৯ বছর বয়সী গিলেস্পির সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবির। কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিনি ইয়র্কশায়ারের কোচের ভূমিকা পালন করেছেন।
আরও পড়ুন… IPL -এর ইতিহাসে অনন্য নজির গড়লেন কুলদীপ যাদব! ব্যাট হাতে হরভজন সিংয়ের পরেই নিজের নাম লেখালেন
তাঁর কোচিংয়ে দুইবার ২০১৪ এবং ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ইয়র্কশায়ার। তিনি জানিয়েছেন, ‘আমি যেটা চাই সেটা হল খুব সহজ, সরল। তা হল আমি চাই পাকিস্তান ক্রিকেট দল সেই স্টাইলেই ক্রিকেট খেলুক যেটা তাদেরকে মানায়। অযথা অন্য কাউকে নকল করার দরকার নেই। আমার কাছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমার ফিলোসফি হল তুমি যা নও তা হওয়ার চেষ্টা ও করো না।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পডকাস্টে গিলেস্পি আরও জানিয়েছেন, ‘তোমাকে অথেন্টিক হতে হবে। নিজের সকিয়তা বজায় রাখতে হবে। আমি সবসময়ে একটাই কথা বলব তা হল পজিটিভ থাকতে হবে। তাকে আক্রমণাত্মক থাকতে হবে। খেলাটা এন্টারটেইনিং হতে হবে যাতে দর্শকদের মনোরঞ্জন করা সম্ভব হয়। তোমার মুখে সবসময় হাসি থাকাটা খুব গুরুত্বপূর্ণ। সমর্থকদের মুখে হাসি ফোটানোটা খুব গুরুত্বপূর্ণ। এমন সময় আসবে যখন তোমাকে লড়াই করতে হবে। আর এটাই টেস্ট ক্রিকেট।এটাই তো একজন ক্রিকেটারের স্কিলের পরীক্ষা, তাঁর ধৈর্য্যের পরীক্ষা, তাদের মানসিক শক্তির পরীক্ষা।’ অস্ট্রেলিয়ার হয়ে গিলেস্পি ৭১ টি টেস্ট, ৯৭ টি ওডিআইতে খেলেছেন। টেস্টে তিনি ২৫৯ টি উইকেট এবং ওয়ানডেতে ১৪২ টি উইকেট নিয়েছিলেন।