পছন্দের তারকাদের নিয়ে ভক্তদের মাতামাতি বরাবরের, তবে মাঝেমধ্যে ফ্যানেরা শালীনতার সীমারেখা অতিক্রম করে তারকাদের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ে। তেমন কাণ্ডই ঘটিয়েছেন এক বিরাট কোহলি ভক্ত। আপতত অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত বিরাট (Virat Kohli)। আর সেই সময়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাটের হোটেল রুমের একটি ভিডিয়ো, যা তিনি নিজে পোস্ট করেননি। চুপিচুপি এক ফ্যান বিরাটের ঘরে ঢুকে সেই ভিডিয়ো রেকর্ড করেছেন, যার জেরে রীতিমতো ক্ষুব্ধ এবং চিন্তিত বিরাট কোহলি।
ইনস্টাগ্রামে বিরাট নিজে হোটেল রুমের একটি ভিডিয়ো পোস্ট করে একহাত নিয়েছেন ওই ব্যক্তিকে। পাশাপাশি প্রশ্ন তুলেছেন তাঁর ব্যক্তি স্বাধীনতা কোথায়? এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন বিরাট ঘরণী অনুষ্কাও। অভিনেত্রী ইনস্টাগ্রামে এই ঘটনার জোরালো প্রতিক্রিয়া দিয়েছেন। অনুষ্কা (Anushka Sharma) লেখেন-'বেশ কিছু ঘটনার সম্মুখীন হয়েছি যেখানে ফ্যানেরা কোনওরকমের সহমর্মিতা এবং রুচিবোধ দেখাননি, কিন্তু এটা সবচেয়ে নিকৃষ্টতম। এটা বেইজ্জতি এবং সরাসরি মানবাধিকারের লঙ্ঘন। যারা এই ভিডিয়ো দেখে ভাববেন ‘সেলিব্রিটি হলে এইসব তো সহ্য করতেই হবে’ তারা জানবেন আপনারাও এই সমস্যার মূলে রয়েছেন। নিজেদের মধ্যে আত্মসংযম থাকাটা খুব জরুরি। আর ভাবুন তো যদি এটা আপনাদের বেডরুমে ঘটত? তাহলে চুপ থাকতেন?
কীভাবে ওই ভক্ত কড়া নিরাপত্তা এড়িয়ে বিরাটের ঘরে ঢুকে পড়ল তা স্পষ্ট নয়। এই ব্য়াপারে বিরাট ইনস্টাগ্রামে লেখেন- ‘আমি বুঝতে পারছি যে ভক্তরা তাঁদের প্রিয় খেলোয়াড়কে দেখে খুব খুশি হয়। তাঁর সঙ্গে দেখা করার জন্য উত্তেজিত থাকেন এবং আমি সব সময়ে এটির প্রশংসা করে থাকি। কিন্তু এখানে এই ভিডিয়োটি বিপজ্জনক। এটা আমার গোপনীয় ভঙ্গ করেছে। যাতে আমি অস্বস্তি এবং বিষয়টি আমার মোটেও ভালো লাগেনি।’
বিরাট কোহলি আরও লিখেছেন, ‘আমি যদি আমার হোটেলের রুমে গোপনীয়তা বজায় রাখতে না পারি, তা হলে আমি ব্যক্তিগত জায়গা কোথায় আশা করতে পারি? আমি এই ধরনের সম্পূর্ণ ভাবে গোপনীয়তা লঙ্ঘনের সঙ্গে একমত নই। দয়া করে লোকেদের গোপনীয়তাকে সম্মান করুন এবং তাদের বিনোদনের বস্তু হিসেবে বিবেচনা করবেন না।’
আরও পড়ুন-কোহলির হোটেল রুমের ভিডিয়ো ফাঁস- দেখে রেগে আগুন বিরাট
এর আগে বেশ কয়েকবার মেয়ে ভামিকার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বিরুষ্কা। তবে এইবার সব সীমা অতিক্রম করে ফেলল কোহলি ভক্ত।