বাবা মা হতে চলেছেন আদিত্য ধর এবং ইয়ামি গৌতম। তাঁদের সংসারে আসছে নতুন সদস্য। আর সেই খবর কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে। তাঁদের সন্তান আসার প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কী জানালেন এই তারকা দম্পতি?
আরও পড়ুন: 'খেলতে খেলতেই' প্রেম? অনুপম - প্রশ্মিতার জীবনের এই বিশেষ আসক্তির কথা জানেন?
আর্টিকেল ৩৭০ নিয়ে কী বললেন ইয়ামি এবং আদিত্য?
সদ্যই মুক্তি পেয়েছে ইয়ামি গৌতম অভিনীত ছবি আর্টিকেল ৩৭০। বক্স অফিসে মোটের উপর ভালোই সাড়া পেয়েছে এই ছবিটি। ছবিটির প্রযোজনা করেছেন ইয়ামির বেটার হাফ আদিত্য ধর। আর সেই ছবি মুক্তির সঙ্গে আরও একটি খুশির খবর ভাগ করে নিয়েছেন তাঁরা। বাবা মা হচ্ছেন ইয়ামি এবং আদিত্য। আবার সিনেমাও বক্স অফিসে ভালো ফল করছে। দুটো খুশির খবরের বিষয়ে তাঁরা জানিয়েছেন, 'আমরা এখন সপ্তম আকাশে ভাসছি। আমরা চেয়েছিলাম লোকজন আমাদের ছবির তারিফ করুক। সিটি বাজাক। উড়ির সময় প্রথম সেটা হয়। এখন আবার আর্টিকেল ৩৭০ সেই একই ভালোবাসা পাচ্ছে। অনেকেই আমাদের বলেছিলেন যে ছবিটা চলবে না। আসলে আমাদের ইন্ডাস্ট্রির অনেকের মধ্যেই এই ব্যাপারটা আছে যাঁরা দর্শকদের খাটো নজরে দেখেন।'
আরও পড়ুন: থ্রিলার রক্তবীজের পর এবার রোম্যান্টিক 'আলাপ'চারিতায় আবির - মিমি, বাধ সাধবেন স্বস্তিকা?
আরও পড়ুন: 'প্রযোজকের সঙ্গে শুলে...' নায়িকা হওয়ার টোপ দিয়ে অঙ্কিতাকে কুপ্রস্তাব! তারপর?
সন্তান আসার খবরে কী জানালেন?
ইয়ামি সন্তানসম্ভবা এই খবর কখন জানতে পারেন তাঁরা? এই বিষয়ে আদিত্য জানান, 'আমরা তখন হোটেলে ছিলাম। ভাগ্য ভালো ছিল আমাদের যে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং হয়ে গিয়েছিল। কিন্তু সেই মুহূর্তটা আমাদের জীবনের এক অন্যতম দুর্দান্ত মুহূর্ত ছিল যা আমরা সারাজীবন মনে রাখব। আমরা খবরটা পেতেই আনন্দে লাফিয়ে উঠেছিলাম। এখন তো আর যেন তর সইছে না।'
আরও পড়ুন: আমেরিকায় পড়তে গিয়ে খুন নৃত্যশিল্পী অমরনাথ! রহস্যময় ফোন থেকে কী জানল পরিবার?
আরও পড়ুন: বাড়িতে তালিবানি শাসন জারি রেখেছিলেন ইমনের মা! স্মৃতি হাতড়ে বললেন, ‘মাধ্যমিক দিতে যাওয়ার আগেও…’
ইয়ামি জানান, 'আমি ভাগ্য করে আদিত্যর মতো বর পেয়েছি যে সবসময় পাশে থেকেছে। এমনকি প্রেগন্যান্সি নিয়ে কোনও প্রশ্ন থাকলেও ওকেই করি। ও উত্তর দেওয়ার চেষ্টা করে।'