বাংলা নিউজ > বায়োস্কোপ > Mimi-Abir: থ্রিলার রক্তবীজের পর এবার রোম্যান্টিক 'আলাপ'চারিতায় আবির-মিমি, বাধ সাধবেন স্বস্তিকা?

Mimi-Abir: থ্রিলার রক্তবীজের পর এবার রোম্যান্টিক 'আলাপ'চারিতায় আবির-মিমি, বাধ সাধবেন স্বস্তিকা?

রোম্যান্টিক 'আলাপ'চারিতায় আবির-মিমি

Mimi-Abir: মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায় আবারও জুটি বাঁধতে চলেছেন। আসছে তাঁদের নতুন ছবি আলাপ। থাকছেন অভিনেত্রী স্বস্তিকা দত্তও।

আবারও জুটি বাঁধলেন মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়। এর আগে তাঁদের উইন্ডোজ প্রোডাকশন হাউজের ছবি রক্তবীজে দেখা গিয়েছিল। তবে এবার আর থ্রিলার নয়। বরং রোম্যান্টিক ছবিতে দেখা যাবে তাঁদের। জমবে এই জনপ্রিয় অনস্ক্রিন জুটির 'আলাপ'।

আরও পড়ুন: টিফিন ডেলিভারির আড়ালে মাদকের ব্যবসা শাবানার! প্রকাশ্যে 'ডাব্বা কার্টেল'-এর প্রথম ঝলক

মিমি-আবিরের 'আলাপ'

আলাপ ছবিটির পরিচালনা করেছেন প্রেমেন্দু বিকাশ চাকী। তাঁর পরিচালিত লাভ ম্যারেজ গত বছর দারুণ হইচই ফেলেছিল। এবার আরও একটি রোম্যান্টিক ছবি নিয়ে আসছেন তিনি। সেখানেই জুটি হিসেবে দেখা যাবে মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই এই ছবির দ্বিতীয় শিডিউলের কাজ শেষ হয়েছে।

আরও পড়ুন: কেবল শ্রীময়ী নন, আরও মহিলাদের মন 'চুরি' করেছেন কাঞ্চন! বিয়ের আগে অভিযোগ করে বললেন, 'ও এমনভাবে...'

আরও পড়ুন: সোহমের সঙ্গে জোরদার প্রেম চর্চা, তার মাঝেই শোলাঙ্কির স্পষ্ট ঘোষণা 'আমার জীবনে ও...'

আলাপ ছবিটিতে গল্প এগোবে তিনটি চরিত্রকে নিয়ে। এরা হল পাবলো, অদিতি এবং স্বাতীলেখা। পাবলোর চরিত্রে থাকবেন আবির, মিমি হয়েছেন অদিতি এবং স্বাতীলেখার চরিত্রে দেখা যাবে স্বস্তিকা দত্তকে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়, কিঞ্জল নন্দ, তন্বী লাহা রায়, প্রমুখ। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়। গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল। সুরিন্দর ফিল্মস এই ছবিটির প্রযোজনা করেছে।

ছবির প্রসঙ্গে কে কী বললেন?

আবির চট্টোপাধ্যায় আলাপ প্রসঙ্গে জানিয়েছেন, 'এটি একটি আদ্যোপান্ত মিষ্টি প্রেমের ছবি। এবার ঠিক রমকম নয়। বারো তেরো বছর আগে চাকীদা (প্রেমেন্দু বিকাশ চাকী) আমাকে আর মিমিকে একটি স্ক্রিপ্ট শুনিয়েছিল কিন্তু তখন কাজটা হয়নি। অবশেষে একসঙ্গে কাজ করলাম আমরা। চাকীদার সঙ্গে কাজ করে দারুণ লাগল।'

আরও পড়ুন: না জেনেই বিল গেটসকে চা খাইয়েছেন ডলি চায়েওয়ালা! বললেন, 'ভাবলাম বিদেশি কেউ...'

আরও পড়ুন: মেয়েলি হওয়ায় শারীরিক নির্যাতনের শিকার! দিদি নম্বর ওয়ানে রঞ্জিতা বললেন, 'প্রতি রাতে আমি আতঙ্কে...'

অন্যদিকে পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী জানিয়েছেন, 'এই ছবিতে উঠে আসবে সম্পর্ক, তার কমিটমেন্ট, এসব নিয়েই। সঙ্গে থাকবে কমেডি। আগে ভালোবাসা অত সহজ ছিল না। আর একজন ভালো লাগা, ভালোবাসার মানুষ আবার আলাদা হয়। আজকাল সম্পর্ক যেমন দ্রুত গড়ে ওঠে তেমনই দ্রুত ভাঙে। সেসব নিয়েই আলাপ।'

বায়োস্কোপ খবর

Latest News

মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প ‘অকারণ ফুটেজ খেতে ভালোবাসেন..’, সুজয় প্রসাদকে পালটা জবাব দেবাংশুর ‘বিরোধীরা আমায় অপমান করেন কিন্তু…’ ক্ষমতার ১০০ দিনের কথা মনে করালেন মোদী ‘যেখানে খেলাবে,সেখানেই প্রমাণ করব’! সিরিজ শুরুর আগে অধিনায়ককে ভরসা দিলেন মেহেদি… ১,০০০ টাকা না দিলে টয়লেট করা যাবে না! বেঙ্গালুরু মলের 'VIP' টয়লেট পলিসি ‘ওঁর স্ত্রী সন্তানসম্ভবা,মায়ের ক্যান্সার..’, কলতানের মুক্তির দাবিতে সরব পারোমিতা ‘ঘৃণায় ভরপুর! ভারতকে অপমান করছে,’ নাম না করে ফের রাহুলকে একহাত নিলেন মোদী মনে করালেন মোদী ৩.০ সরকারের..জন্মদিনে ধন্যবাদ-বার্তায় কী লিখলেন PM?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.