আবারও জুটি বাঁধলেন মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়। এর আগে তাঁদের উইন্ডোজ প্রোডাকশন হাউজের ছবি রক্তবীজে দেখা গিয়েছিল। তবে এবার আর থ্রিলার নয়। বরং রোম্যান্টিক ছবিতে দেখা যাবে তাঁদের। জমবে এই জনপ্রিয় অনস্ক্রিন জুটির 'আলাপ'।
আরও পড়ুন: টিফিন ডেলিভারির আড়ালে মাদকের ব্যবসা শাবানার! প্রকাশ্যে 'ডাব্বা কার্টেল'-এর প্রথম ঝলক
মিমি-আবিরের 'আলাপ'
আলাপ ছবিটির পরিচালনা করেছেন প্রেমেন্দু বিকাশ চাকী। তাঁর পরিচালিত লাভ ম্যারেজ গত বছর দারুণ হইচই ফেলেছিল। এবার আরও একটি রোম্যান্টিক ছবি নিয়ে আসছেন তিনি। সেখানেই জুটি হিসেবে দেখা যাবে মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই এই ছবির দ্বিতীয় শিডিউলের কাজ শেষ হয়েছে।
আরও পড়ুন: কেবল শ্রীময়ী নন, আরও মহিলাদের মন 'চুরি' করেছেন কাঞ্চন! বিয়ের আগে অভিযোগ করে বললেন, 'ও এমনভাবে...'
আরও পড়ুন: সোহমের সঙ্গে জোরদার প্রেম চর্চা, তার মাঝেই শোলাঙ্কির স্পষ্ট ঘোষণা 'আমার জীবনে ও...'
আলাপ ছবিটিতে গল্প এগোবে তিনটি চরিত্রকে নিয়ে। এরা হল পাবলো, অদিতি এবং স্বাতীলেখা। পাবলোর চরিত্রে থাকবেন আবির, মিমি হয়েছেন অদিতি এবং স্বাতীলেখার চরিত্রে দেখা যাবে স্বস্তিকা দত্তকে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়, কিঞ্জল নন্দ, তন্বী লাহা রায়, প্রমুখ। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়। গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল। সুরিন্দর ফিল্মস এই ছবিটির প্রযোজনা করেছে।
ছবির প্রসঙ্গে কে কী বললেন?
আবির চট্টোপাধ্যায় আলাপ প্রসঙ্গে জানিয়েছেন, 'এটি একটি আদ্যোপান্ত মিষ্টি প্রেমের ছবি। এবার ঠিক রমকম নয়। বারো তেরো বছর আগে চাকীদা (প্রেমেন্দু বিকাশ চাকী) আমাকে আর মিমিকে একটি স্ক্রিপ্ট শুনিয়েছিল কিন্তু তখন কাজটা হয়নি। অবশেষে একসঙ্গে কাজ করলাম আমরা। চাকীদার সঙ্গে কাজ করে দারুণ লাগল।'
আরও পড়ুন: না জেনেই বিল গেটসকে চা খাইয়েছেন ডলি চায়েওয়ালা! বললেন, 'ভাবলাম বিদেশি কেউ...'
অন্যদিকে পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী জানিয়েছেন, 'এই ছবিতে উঠে আসবে সম্পর্ক, তার কমিটমেন্ট, এসব নিয়েই। সঙ্গে থাকবে কমেডি। আগে ভালোবাসা অত সহজ ছিল না। আর একজন ভালো লাগা, ভালোবাসার মানুষ আবার আলাদা হয়। আজকাল সম্পর্ক যেমন দ্রুত গড়ে ওঠে তেমনই দ্রুত ভাঙে। সেসব নিয়েই আলাপ।'