বাংলা নিউজ > বায়োস্কোপ > 'ইয়ারানা'র ৪০ বছর পূর্তি, ফের কলকাতার প্রেমে হাবুডুবু খেলেন অমিতাভ বচ্চন

'ইয়ারানা'র ৪০ বছর পূর্তি, ফের কলকাতার প্রেমে হাবুডুবু খেলেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

ফেলে আসা সময়ের স্মৃতি রোমন্থন করেছেন অমিতাভ। প্রকাশ করেছেন কলকাতার প্রতি তাঁর প্রেম।

বলিউডে পাঁচ দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন অমিতাভ বচ্চন। 'ইয়ারানা' ছবির ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি পোস্ট করেন বিগ বি। ইরানারা ছবিতে অমিতাভের সেই কিংবদন্তি লুকের পোস্টার শেয়ার করেছেন তিনি। রাকেশ কুমারের পরিচালনায় তৈরি হয়েছিল এই ছবি। অভিনেতার শব্দে ধরা পড়েছে কলকাতা প্রেম।

অভিনেতা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, '৪০ বছর পার করল চিরসবুজ এই ছবিটা। 'সারা জমানা হাসিনো কা দিওয়ানা..' গানটির শ্যুটিং হয়েছিল কলকাতার এনএস স্টেডিয়ামে। সেই প্রথম আমার কলকাতায় শ্যুটিং করতে আসা। কলকাতার ভিড়ের সেই উন্মাদনা। পৃথিবীর আর কোনও প্রান্তে গেলে পাওয়া যাবে না।'

প্রায়শই সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ ঘটিয়ে পুরনো ছবি শেয়ার করেন অমিতাভ। শুধুমাত্র কর্মজীবন নয়, নিজের ব্যক্তিগত জীবন নিয়েও পোস্ট করতে দেখা যায় তাঁকে। 'সারা জমানা হাসিনো কা দিওয়ানা..', এই গানের সুর, উদ্দিপনা আজও আপামর অনুরাগীদের মনে ছুঁয়ে আছে। অভিনেতার এই ছবি দেখে নস্ট্যালজিক হয়ে পড়েন অনুরাগীরা।

 

বন্ধ করুন