বাংলার সবচেয়ে চর্চিত অ্যাওয়ার্ড নাইটের অন্যতম জি বাংলা সোনার সংসার। চলতি বছরে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে, রবিবার নিউ টাউনে বসেছে সোনার সংসারের আসর। পছন্দের ধারাবাহিক কটা পুরস্কার পেল, পছন্দের জুটির হাতে পুরস্কার উঠল কিনা, সেই নিয়ে কাটাছেঁড়া, চর্চা এমনকি ফ্যান গ্রুপদের মধ্যে ঝগড়া তুঙ্গে। অ্য়াওয়ার্ড কার হাতে উঠল তা জানতে আরও কিছু সময়ের অপেক্ষা, তবে প্রিয় নায়ক-নায়িকারা কেমন সাজল তা জেনেনিন চটপট।
সোনার সংসার অ্যাওয়ার্ডের রেড কার্পেটে অনিকেত নয়, পর্ণার বরের হাত ধরে হাজির শ্যামলী। হ্য়াঁ, এই মুহূর্তে জি বাংলার অন্যতম হিট জুটি সৃজন-পর্ণা, নতুন জুটির মধ্যে সবার পছন্দের অনিকেত-শ্যামলী। তবে বাস্তবে মন দেওয়া নেওয়া কবেই সেরে ফেলেছেন সৃজন মানে অভিনেতা রুবেল দাস ও ‘শ্যামলী’ শ্বেত ভট্টাচার্য। প্রেমিকের হাত ধরেই এদিন অনুষ্ঠানে হাজির অভিনেত্রী। লাল শিফন শাড়ি আর চোকারে স্নিগ্ধ সাজ শ্বেতার। কালো পাঞ্জাবি আর জ্যাকেটে ধরা দিলেন রুবেল।
অভিনেতা রণজয় বিষ্ণু মানে ‘কোন গোপনে মন ভেসেছে’র নায়কের সাজ চোখ টানল সবার। একদম খাঁটি বাঙালি বাবুর লুকে অনিকেত। সাদা পাড়ের কালো ধুতি আর কালো পাঞ্জাবিতে দেখা মিলল তাঁর। অন্যদিকে পেইল পিঙ্ক শাড়িতে সাজলেন ফুলকি দাস। মানে জি বাংলা সোনার সংসার পরিবারের নয়া সদস্য দিব্যাণী মন্ডল। নায়ক অভিষেক বসুর হাত ধরেই লাল গালিচায় হাঁটলেন নায়িকা।
স্টার জলসার হাত ধরে উঠে এসেছেন স্বীকৃতি মজুমদার ও সোমু সরকার। কিন্তু এখ তাঁরা জি বাংলার আলো আর রাধা। এদিনের লাল গালিচায় গোলাপ ও রূপোলি টিসু শাড়িতে ধরা দিলেন স্বীকৃতি। শাড়ি ছেড়ে আনারকলি সালোয়ারে সাজলেন সোমু। আদিত্য়র তিন নম্বর বউ মেঘা মানে অভিনেতা অনন্যা দাসের দেখা মিলল হট লুকে। সরু ফিতের কালো ব্লাউজ আর সাদা শিফনে ‘আলোর কোলে’র খলনায়িকা।
শিমূল, পুতুল থেকে শুরু করে পুপুল, হাম্পটি- সবাই পৌঁছেছে সোনার সংসারের অংশ হতে। রুবেলের কথায়, ‘আমি পুরস্কার নিয়ে চিন্তিত নয়, এটা আমার কাছে একটা সেলিব্রেশন’।
জি বাংলার আদর্শ বউমারা যে সকলে শাড়িতে সাজলেন এমনটা নয়। ছক ভাঙা সাজে ধরা দিলেন মন দিতে চাই-এর তিতিরের দেখা মিল সি-থ্রু সাদা গাউনে। অন্যদিকে সবার প্রিয় শিমূল পরলেন অভিষেক রায়ের নকশাকাটা গাঢ় নীল শাড়ি।