বাংলাদেশি নাটকের দৌলতে তাঁর অগুনতি গুণমুগ্ধ। কেবল ওপার বাংলায় নয়, এপার বাংলাতেও তাঁর অসংখ্য ভক্ত আছে। শীঘ্রই তাঁর নতুন ছবি আসছে। এপার বাংলার তাঁর করা প্রথম ছবি চালচিত্র শীঘ্রই মুক্তি পেতে চলেছে। এই ছবির কাজেই কলকাতা এসেছিলেন অপূর্ব। জানালেন তাঁর অভিজ্ঞতা।
অপূর্ব কী জানালেন তাঁর কাজ নিয়ে?
ওপার বাংলার বিখ্যাত অভিনেতা অপূর্বর কথায়, 'এখানকার আন্তরিকতায় আমি মুগ্ধ। ভীষণ ভালো লেগেছে।' কিন্তু প্রতীম ডি গুপ্তর ছবিতে তাঁর কাজের সুযোগ এল কীভাবে? এই প্রসঙ্গে সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, 'ফ্রেন্ডস কমিউনিকেশনের হাসান ভাই আমায় যখন ফোন করেন তখন সেখানেই ছিলেন প্রতীম। সেভাবেই আমাদের পরিচয় হয় আর কী। তখন উনি আমার সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করে। এরপর যা হয়, স্টোরি ব্রিফ শোনা, স্ক্রিপ্ট পড়া, সম্মতি জানানো এভাবেই এগোই।'
আরও পড়ুন: সূর্যর অজান্তেই তার সন্তান মিশকার গর্ভে, কী করে সত্যি প্রমাণ করবে দীপা?
আরও পড়ুন: পরিচালক বলেছিলেন না, কঙ্গনা স্পষ্ট করলেন তনু ওয়েডস মনু ৩ আসছেই! ব্যাপারটা কী?
নাটকের পর এতটা সময় নিয়ে কেন ছবি বা সিরিজে কাজ করলেন অপূর্ব? এই বিষয়ে জানান, 'আমি বিশ্বাস করি যে যখন যেটা হওয়ার তখন হবে। কপালে যখন যেটা লেখা থাকে সেই সময়ই সেটা হয় আসলে। আমি তাই এসব ভাবি না।' মডেলিং থেকে অভিনয় এই আগ্রহটা কীভাবে এসেছিল? উত্তরে অভিনেতা বলেন, 'আমি ফ্যাশন শো, মডেলিং ভালোবাসতাম। তখন আমায় অনেকেই বলেন যে তুই মডেলিং করতে পারিস তো। তখন আমার বন্ধুরাই কটা ছবি তুলে ফর্ম ফিলআপ করে পাঠিয়ে দেয়। সেখান থেকেই শুরু। মডেলিং করি প্রথমে। তারপর টিভিসি করি একটা। সেটা দারুণ জনপ্রিয় হয়। এরপর আর করিনি কিছু, মডেলিং করতাম। তারপর নাটক শুরু।'
কলকাতায় শুটিংয়ের ফাঁকে ঘোরা হল কি? অপূর্ব জানান, 'হ্যাঁ, এই সময় তো রোজ বৃষ্টি হয়েছে। তবুও কাজের মাঝে ঘুরেছি, বিভিন্ন ধরনের খাবার খেয়েছি।'