বাংলা নিউজ > বায়োস্কোপ > Zomato CEO’s special delivery: বন্ধুত্ব দিবসে গ্রাহক, কর্মীদের চমকে দিলেন Zomato-র CEO! বাইক নিয়ে হাজির হলেন কোথায়

Zomato CEO’s special delivery: বন্ধুত্ব দিবসে গ্রাহক, কর্মীদের চমকে দিলেন Zomato-র CEO! বাইক নিয়ে হাজির হলেন কোথায়

বিশেষ ভাবে বন্ধুত্ব দিবস উদযাপন করলেন জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েল

Zomato CEO On Friendship Day: জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েল এই বন্ধুত্ব দিবস উদযাপন করেছেন একটু অন্য ভাবে। বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে তিনি গ্রাহক, ডেলিভারি পার্টনার, রেস্তোরাঁর অংশীদারদের খাবার এবং ফ্রেন্ডশিপ ব্যান্ড বিতরণ করেছেন।

জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েল বিশেষ ভাবে বন্ধুত্ব দিবস উদযাপন করলেন। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার)-এ গোয়েলের ফ্রেন্ডশিপ ডে উদযাপন করা দেখে তাঁর অনুসারীরা খানিক অবাক হয়েছেন। Zomato সিইও ডেলিভারি পার্টনার, রেস্টুরেন্ট পার্টনার এবং গ্রাহকদের ফ্রেন্ডশিপ ব্যান্ড এবং খাবার বিতরণ করার পথে তাঁর ছবি শেয়ার করেছেন।

দীপিন্দর গয়াল যে ছবিগুলি শেয়ার করেছেন তার মধ্যে একটি ছবিতে তাঁকে রয়্যাল এনফিল্ড বাইকে দেখা যাচ্ছে। এটি কোনও না কোনওভাবে সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্বের এই দিনটিকে স্মরণ করিয়েছে। তাঁর হাতে একগুচ্ছ ফ্রেন্ডশিপ ব্যান্ড ছিল, যা তিনি ডেলিভারি এক্সিকিউটিভ, গ্রাহক এবং এমনকি রেস্তোরাঁর অংশীদারদের কাছে বিতরণ করেছেন। দেখুন পোস্ট-

আরও পড়ুন : ‘গদর ২’-এর প্রচারে ওয়াঘা বর্ডারে সানি-অমিশা, ‘ঘর আজা পরদেশি’ গাইলেন উদিত নারায়ণ

নেটদুনিয়ায় কার্যত ভাইরাল জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েলের ছবিগুলি। এক নেটিজেন লিখেছেন, ‘সুইগির থেকে বেশি লোকে আজ জোম্যাটোতে অর্ডার দিচ্ছে। লোকেরা সিইওর সঙ্গে দেখা করার আশা করছে’। কারও মন্তব্য, ‘আপনি চণ্ডীগড়ে ডেলিভারি করছেন!? একদিন আমার ডেলিভারি পার্টনার হিসেবে আপনাকে খুঁজে পেতে চাই!’

<p>নেটিজেনের মন্তব্য</p>

নেটিজেনের মন্তব্য

প্রতি বছরই অগস্ট মাসে পালিস হয় ফ্রেন্ডশিপ ডে বা বন্ধুত্ব দিবস। রাষ্ট্রসংঘ যদিও ৩০ জুলাই দিনটিকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসাবে ঘোষণা করেছে। তবে, ভারতে অগস্ট মাসের প্রথম রবিবার দিনটিকে বন্ধুত্ব দিবস হিসাবে পালন করা হয়। তাই আজ ৬ অগস্ট ফ্রেন্ডশিপ ডে।

বন্ধুত্ব দিবসে আপনার কী পরিকল্পনা? নীচের মন্তব্য বিভাগে আমাদের জানাতে পারেন..

বন্ধ করুন