কোভিড টিকা নেওয়ার যোগ্য প্রায় ৪ কোটি মানুষ এখনও টিকার একটি ডোজ নেননি। ১৮ জুলাই পর্যন্ত এমনই পরিসংখ্যান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার শুক্রবার লোকসভায় জানালেন এই কথা।
সরকারের তরফে মোট ১,৭৮,৩৮,৫২,৫৬৬ টিকার ডোজ (৯৭.৩৪ শতাংশ) বিনামূল্যে দেওয়া হয়েছে কোভিড টিকা কেন্দ্র থেকে। জানিয়েছেন কেন্দ্র স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
কিন্তু এর বাইরেও টিকা নেননি বহু মানুষ। একটি ডোজও গ্রহণ করেননি এমন লোকের সংখ্যা কত? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী বলেছেন, ‘১৮ জুলাই পর্যন্ত, আনুমানিক ৪ কোটি মানুষ কোভিড ভ্যাকসিনের একটি ডোজও গ্রহণ করেননি।’
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অুযায়ী, ভারতের কিশোর-কিশোরীদের মধ্যে অন্ততপক্ষে ৯৮ শতাংশ COVID-19 ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন এবং ৯০ শতাংশের দু’টি ডোজই নেওয়া হয়ে গিয়েছে।
মন্ত্রকের হিসাব অনুসারে, দেশব্যাপী টিকাদান অভিযানের অধীনে এ পর্যন্ত দেশে ২০১.৬৮ কোটি ডোজ কোভিডের টিকা দেওয়া হয়েছে।
কেন্দ্র সম্প্রতি ঘোষণা করেছে, ১৮ বছরের বেশি বয়সি নাগরিকদের ১৫ জুলাই থেকে সরকারি কেন্দ্রগুলিতে ৭৫ দিনের জন্য বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে।