বাংলা নিউজ > টুকিটাকি > 75th Republic Day: রেডিও থেকে স্মার্টফোন, ৭৫'এ বিবর্তন! প্রজাতন্ত্র দিবসে গুগলের ডুডল
পরবর্তী খবর

75th Republic Day: রেডিও থেকে স্মার্টফোন, ৭৫'এ বিবর্তন! প্রজাতন্ত্র দিবসে গুগলের ডুডল

গুগল ডুডল আজ ২৬ জানুয়ারি ২০২৪ তারিখে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। (Screenshot)

দেশের জন্য এক গুরুত্বপূর্ণ দিন প্রজাতন্ত্র দিবস। শুক্রবার ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে দেশে। ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই বছর কুচকাওয়াজে শুরু হয়েছে ১০০ জন মহিলা শিল্পীর মনোমুগ্ধকর পারফরম্যান্সের মাধ্যমে বিভিন্ন ভারতীয় যন্ত্র প্রদর্শন করে।

দেশের জন্য এক গুরুত্বপূর্ণ দিন প্রজাতন্ত্র দিবস। শুক্রবার ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে দেশে। ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই বছর কুচকাওয়াজে শুরু হয়েছে ১০০ জন মহিলা শিল্পীর মনোমুগ্ধকর পারফরম্যান্সের মাধ্যমে বিভিন্ন ভারতীয় যন্ত্র প্রদর্শন করে।  শুভেচ্ছাবার্তায় ছয়লাপ সমাজমাধ্যম। গুগলও তাদের ডুডল দিয়ে গোটা ভারতবাসীকে ৭৫তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাল। 

গুগল ডুডল আজ ২৬ জানুয়ারি ২০২৪ তারিখে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। এটি স্মরণ করে যে ১৯৫০ সালের এই দিনে, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং দেশ নিজেকে একটি সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র রাষ্ট্র ঘোষণা করেছিল। এই ডুডল অতিথি শিল্পী বৃন্দা জাভেরি তৈরি করেছেন। এই ডুডল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখায়।

উল্লেখ্য, ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পেয়েছিল ভারত। তবে তখনও ভারতের কোনও সংবিধান সক্রিয় ছিল না। পরবর্তী ১৯৪৭ সালে ২৯ অগস্ট ডঃ বি আর আম্বেদকরকে চেয়ারম্য়ান হিসেবে নিযুক্ত করে গঠন করা হয় একটি খসড়া কমিটি। সংবিধান তৈরির জন্য এই কমিটি গঠন করা হয়। ১৯৪৭ সালের ৪ নভেম্বর সংবিধানের একটি আনুষ্ঠানিক খসড়া পেশ করা হয় গণপরিষদে।

১৯৫০ সালের ২৪ জানুয়ারি সেই সংবিধান গৃহীত হয় চূড়ান্ত ভাবে। সংবিধান গৃহীত হলেও আগামী দুই দিনের জন্য কার্যকর হয় না সেই সংবিধান। ২৬ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে বাস্তবায়িত হয় ভারতের সংবিধান। সংবিধানটি ২৬ জানুয়ারী, ১৯৫০ সালে কার্যকর করা হয়, গড়ে ওঠে সার্বভৌম গণ-প্রজাতান্ত্রিক ভারত। প্রজাতন্ত্র দিবস স্মরণ করে স্বাধীন ভারতের চেতনাকে। ভারত ভূখণ্ড একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় পায় এই দিন থেকে। ১৯৩০ সালে এই দিনেই ভারতীয় জাতীয় কংগ্রেস ঔপনিবেশিক শাসন থেকে পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল। তাই এই দিনটিকে বেছে নেওয়া হয় সংবিধান কার্যকর করার জন্য দিন হিসেবেও। প্রজাতন্ত্র দিবস ২০২৪-এর প্যারেডের থিম হল 'বিকশিত ভারত' এবং 'ভারত - লোকতন্ত্র কি মাতৃকা'।

আজ সারা দেশে ভারতীয় পতাকা ওড়াতে দেখা যায়। রাজধানী নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেড হল একটি বড় বার্ষিক ইভেন্ট, যেখানে গ্রান্ড ফ্লোট, মার্চিং ব্যান্ড এবং ভারতের সশস্ত্র বাহিনীর রেজিমেন্ট অংশ গ্রহন করে। প্যারেডটি রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত কর্তব্য পথ নামে পরিচিত তিন কিলোমিটার রাস্তা জুড়ে চলে।

এই দিন দেশ অমর জওয়ান জ্যোতির মতো স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের মাধ্যমে তার সাহসী সৈনিকদের সম্মান জানায়। প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি বিটিং রিট্রিটের সময় ভারতীয় পতাকাকে প্রতীকী ভাবে নামানোর মাধ্যমে চিহ্নিত করা হয়। এই সময় ভারতীয় সশস্ত্র বাহিনী জুড়ে ব্যান্ড সমন্বিত একটি সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে।

Latest News

বন্দে ভারত ট্রেন কে চালাবে… তা ঘিরে ধুন্ধুমার, জামা ছেঁড়া হল চালকের! কেন এমন হল নেই দেহের চালান! RG কর কাণ্ডে ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন SC-র, উঠল উত্তরবঙ্গ লবির নাম 'পদত্যাগ করবে বলে বিনীত আমার কাছে অনেকবার এসেছে', দাবি মমতার, ‘পুজো আছে তো…’ 'চুল টানা'র হুমকি পাপিয়ার! জবাবে কটাক্ষ করে কুণাল বললেন, 'ওটা কমে এসেছে, নজর দে ‘চা খেতে খেতে ভুলে যাবেন না…’! আরজি কর নিয়ে লেখা হল টি স্টলে, মুগ্ধ ইমন-প্রতীম চোর সন্দেহে দুই যুবককে মার কুলটিতে, সিআইএসএফের মারে মৃত্যু একজনের, বিক্ষোভ ওই ‘৫ ঘণ্টাই আসল’, বলল CBI, ইচ্ছা করে ঠিকমতো নমুনা রাখেনি? প্রশ্নের মুখে রাজ্য দুর্গা পুজো ২০২৪ এ দেবীর আগমন দোলায়, গমন কীসে? ফলাফল চমকে দেবে, রইল পঞ্জিকামত কন্যা সংক্রান্তি কবে? এই সংক্রান্তিতে দানের কেন বিশেষ গুরুত্ব রয়েছে জেনে নিন ‘অলিম্পিক্সে নিজের দমেই গেছি! খালি বড় বড় বাতেলা দেন’! ব্রিজভূষণকে খোঁচা ফোগটের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.