দেশের রাজনৈতিক মহলে তিনি বেশ পরিচিত নাম। ক্রমশ রাজ্যের সীমারেখা পেরিয়ে কেন্দ্রীয় স্তরেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন তিনি। এহেন নামজাদা রাজনীতিবিদকে একেবারে ভিন্ন আঙিনায় দেখে রীতিমতো হতবাক অনেকেই। জানেন কি, কে তিনি?
অন্য দেশের রাজনীতিবিদ বা নেতা-নেত্রী একটু ব্যতিক্রম কাজ করতে দেখলে আমরা যতটা না অবাক হই, তার চেয়ে বেশি অবাক হই নিজেদের পরিচিত নেতা-নেত্রীদের ব্যতিক্রমী কিছু করতে দেখলেই। যেমন অনেকেরই ধারণা, যাঁরা রাজনৈতিক নেতা-নেত্রী— তাঁদের রাজনৈতিক কাজের বাইরে আর কিছু করতে নেই। কিন্তু হালে এই ধারণাই সম্পূর্ণ ভেঙে দিলেন দেশের নামজাদা এই নেতা।
কে তিনি? আম আদমি পার্টির অতি পরিচিত এই নেতা, আর কেউ নন রাঘব চাড্ডা। ৩৩ বছরে এই নেতা ইতিমধ্যেই অত্যন্ত বড়সড় নাম হয়ে উঠেছেন। রবিবার তাঁকে একেবারে অন্য রূপে দেখা গেল। তিনি হাজির হলেন Lakme Fashion Week-এর র্যাম্পে।
রাঘবের আত্মীয় নামজাদা ডিজাইনার পবন সচদেব। পবনের ডিজাইন করা পোশাকেই হাঁটলেন রাঘব। শুধু তাই নয়, তাঁকে দেখা গেল শোস্টপারের ভূমিকাতেও।
তবে রাঘবকে এই ভূমিকায় দেখে নেটদুনিয়া দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। কেউ বলেছেন, উনি একেবারে ‘সর্বঘটের কাঁঠালি কলা’। তবে এই ধরনের সমালোচনার পাশাপাশি জুটেছে প্রশংসাও।
অনেকেই বলেছেন, রাজনীতি করা মানেই জীবন থেকে বাকি সব কিছু বাদ দেওয়া নয়। কেউ বলেছেন, এমন নেতাই দেখতে চাই, যাঁরা অন্য মানুষের স্বপ্নপূর্ণের চেষ্টার পাশাপাশি নিজের স্বপ্নপূরণ করার দিকেও এগোবেন।