বাংলা নিউজ > টুকিটাকি > ClassAct 2023, The Hindustan Times R-Day Quiz: সামনেই ফাইনাল! প্রথম পর্বের সবচেয়ে সহজ আর কঠিন প্রশ্ন কী কী ছিল

ClassAct 2023, The Hindustan Times R-Day Quiz: সামনেই ফাইনাল! প্রথম পর্বের সবচেয়ে সহজ আর কঠিন প্রশ্ন কী কী ছিল

ক্লাস অ্যাক্ট ২০২৩-এ প্রাথমিক রাউন্ডে ২১, ৫৪০ জন অংশ নিয়েছিলেন।

এই কুইজের প্রাথমিক রাউন্ডে ৬০টা এমসিকিউ প্রশ্ন ছিল। সেগুলিকেই অংশগ্রহণকারীরা সঠিক আকারে সাজিয়ে ছিলেন। আর সেখান থেকেই জিতে তাঁরা মূল পর্বে উঠেছেন।

২৬ জানুয়ারি ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে যখন সারা দেশ ব্যস্ত, তখন হিন্দুস্তান টাইমস স্কুলও নিজেদের মতো করে এই দিনটি পালন করেছে। এই দিন ‘ক্লাস অ্যাক্ট ২০২৩’ নামে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর আগের বছর, অর্থাৎ ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসের দিনেই প্রথম শুরু হয়েছিল ক্লাস অ্যাকট কুইজ। সেবার যত জন ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছিলেন, এবারের সংখ্যা তার চেয়েও অনেক বেশি।

মজার কথা হল, ২০২২ সালে এই কুইজ প্রতিযোগিতা একটি রেকর্ড সৃষ্টি করে। সেবার ‘অনলাইন স্কুল কুইজ’-এর ক্ষেত্রে সর্বাধিক অংশগ্রহণের রেকর্ড করেছিল এই প্রতিযোগিতা। অংশগ্রহণ করেছিলেন ১৯,৬২৫ জন পড়ুয়া। কেউই বোধহয় তখন ভাবেননি, এবার সেই রেকর্ডও ভেঙে যাবে। এবার সেখানে ২১,৫৪০ জন অংশগ্রহণ করেন প্রাথমিক পর্বে।

এই অনলাইন কুইজে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মধ্যে ৪০, ৪৮৬ জন প্রাথমিক পর্বের জন্য নাম রেজিস্ট্রেশন করেছিলেন। কাহুট নামক প্লাটফর্মে এই প্রতিযোগিতাটি চলে। প্রত্যেকে নিজের নিজের সময়ে এই প্রতিযোগিতায় আলাদা আলাদা করে অংশ নেন। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই প্রতিযোগিতায় বিজয়ীদের নির্বাচন করা হয়। প্রথম ১২০ ফাইনালিস্টদের মধ্যে থেকে ৬ থেকে ১২ ক্লাসের মধ্যে যাঁরা আছেন, তাঁদের বেছে নিয়ে গ্র্যান্ড ফিনালেতে লড়ার সুযোগ দেওয়া হবে। ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।

প্রাথমিক পর্বে ৬০টি মজাদার এবং মাথা গুলিয়ে দেওয়ার মতো প্রশ্ন ছিল, যার মধ্যে রয়েছে ৩০টি এমসিকিউ। সব মিলিয়ে এই সব প্রশ্নের কারণেই বহু পড়ুয়ার কাছে প্রজাতন্ত্র দিবসের সকালটা খুব মজাদার হয়ে উঠেছিল। তবে এতে নানা রকমের প্রশ্ন ছিল। কোনওটা যেমন খুব সহজ, কোনওটা বেশ কঠিন। আর কোনওটা মাঝারি মানের ঝামেলার। কিন্তু একই সঙ্গে মজার। তার মধ্যে থেকেলই ৫টি সহজ আর ৫টি কঠিন প্রশ্ন বেছে নেওয়া হল এখানে।

যতগুলি প্রশ্ন করা হয়েছিল, তার মধ্যে থেকে যে ৫টি প্রশ্নের উত্তর, সবচেয়ে বেশি সংখ্যক অংশগ্রহণকারী সঠিক দিয়েছেন, সেই ৫টি প্রশ্ন আর তাদের উত্তর রইল প্রথমে।

প্রশ্ন: কোন ভারতীয় ২০২০-এ অলিম্পিকে দেশের একমাত্র স্বর্ণপদক পেয়েছেন?

উত্তর: নীরজ চোপড়া

প্রশ্ন: ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে যান রাকেশ শর্মা। তাঁর বায়োপিকের নাম কী?

উত্তর: সারে জাহা সে আচ্ছা

প্রশ্ন: জিন, সুগা, জে-হোপ, আরএম এবং জিমিন নামের শিল্পীরা কোন গানের দলের সদস্য?

উত্তর: বিটিএস

প্রশ্ন: একজন রুটি প্রস্তুতকারক পাউরুটি নিয়ে পরীক্ষা করতে গিয়ে আচমকাই নাকি বানিয়ে ফেলেন এই বিস্কুট! সুরাটে তৈরি এই বিস্কুটের নাম জানা আছে?

উত্তর: নানখাটাই

প্রশ্ন: আমরা টেলিফোন, টেলিগ্রাম, টেলিস্কোপ, টেলিভিশন ইত্যাদির নাম জানি। কিন্তু গ্রিক ভাষায় ‘টেলি’ উপসর্গের অর্থ কী?

উত্তর: দূরত্ব

এবার দেখে নেওয়া যাক, সবচেয়ে কঠিন ৫টি প্রশ্ন কী ছিল।

প্রশ্ন: এই ধরনের টপ পরলে, ঠিক যে সমস্যাটা হতে পারে, সেখান থেকেই এসেছে দু’শব্দের এই পোশাকের নাম। কী সেটি?

উত্তর: কোল্ড শোল্ডার

প্রশ্ন: কোন ‘যাত্রা’র কথা হালে নিয়মিত খবরে আসছে?

উত্তর: ভারত জোড়ো যাত্রা

প্রশ্ন: সৌরজগতের এই উপগ্রহগুলিকে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পরপর সাজান।

উত্তর: চাঁদ, ফোবোস, গ্যানিমিড, টাইটানিয়া

প্রশ্ন: ক্রিকেট খেলায় কোন বিতর্কিত আউট-টির নামকরণ হয়েছিল এক প্রাক্তন ক্রিকেটারের নাম থেকে?

উত্তর: ম্যানকাডিং (এখন এটিকে নন স্ট্রাইকার এন্ডে রানআউট বলা হয়)

প্রশ্ন: ২০০৭ সালে ডিজনির কোন সিনেমার সিক্যুয়াল ২০২২-এ বেরিয়েছিল, প্রথম ছবির নামের আগে ‘Dis-’ উপসর্গ জুড়ে দ্বিতীয় ছবিটির নাম বানানো হয়।

উত্তর: এনচ্যানটেড

বন্ধ করুন