লিপস্টিক লাগানোর সময় একটি ট্রিক কার্যকরী করে দেখার কথা বলছেন মেক আপ বিশেষজ্ঞ। তিনি বলছেন, যে রঙের লিপস্টিক বাছাই করেছেন, সেই রঙেরই লাইনার পরবেন না। ঠোঁটকে উজ্জ্বল করে তুলতে হলে, কোন উপায়টি সেরা, জেনে নিন।
1/6মেক আপ কারোর কাজে নিজেকে আরও রূপসী করে তোলার মাধ্যম, আবার কারোর কাছে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখার উপায়। কোনও মহিলা কেবল নিজের আনন্দের জন্যই প্রসাধনীর পসরা নিয়ে বসে মেক আপ-এ মন দিতে ভালোবাসেন। তবে, কয়েকটি ভুল মেক আপ করার সময় বহু মহিলাই করে থাকেন। দেখে নেওয়া যাক, কোন কোন ভুল থেকে মেক আপের সময় দূরে থাকা উচিত।
2/6‘টিপসি বিউটি’র' সিইও কৈরবী ভারত মেক আপ সম্পর্কীয় ভুলগুলি নিয়ে বেশ কয়েকটি টিপস দিচ্ছেন। কখনও গালের মেক আপ, কখনও আইব্রো, কখনও আবার ঠোঁটে মেক আপ করতে গিয়ে দেখা যায় কিছু ভুলচুকের জন্য আসল লাবণ্য মুখে ফুটে উঠছে না। দেখে নেওয়া যাক, শুধরে নেওয়া যাক সেই ভুলগুলিকে।
3/6ব্রাশ- যখন মেক আপের জন্য ব্রাশ নেবেন, তখন মাথায় রাখবেন যে, পরিচ্ছন্ন ব্রাশ ছাড়া অন্য কিছু ব্যবহার করা ঠিক নয়। নোংরা ব্রাশের ব্যবহারে ব্যাকটেরিয়া ছড়ায় ত্বকে। শুধু তাই নয়, আপনার প্রসাধনীতেও তা ছড়িয়ে যেতে পারে। মেক আপ যদি প্রতিনিয়ত করার অভ্যাস থাকে, তাহলে প্রতি ৭ থেকে ১০ দিন অন্তর মেক ঈপ করার সামগ্রীগুলি পরিচ্ছন্ন করুন।
4/6মেক আপের শুরুতেই যা করতে হবে- ভাবছেন, আগে বেস মেক আপ করতে হবে? না! বিশেষজ্ঞরা বলছেন, আগে ত্বককে প্রাণবন্ত করতে হবে। তাতে যাতে কোনও খুঁত না থাকে, সেদিকে দেখতে হবে। ত্বককে বালো রাখতে তাকে হাইড্রেটেড রাখুন। প্রাইমার, ময়শ্চারাইজার, আইক্রিম, সানস্ক্রিম দিয়ে আগে ত্বকের পরিচর্যা করে বেস আপারে দিকে যান।
5/6প্রসাধনী- আপনার ত্বকের সঙ্গে সাজুয্য রেখে বেছে নিন ফাউন্ডেশন। ভুল রঙের ফাউন্ডেশন বাছাই করা হলেই বিপদ! এই রঙ বাছাইয়ের সময় চোয়ালে তা লাগিয়ে পরীক্ষা করুন কেনার আগে, হাতের তালুর ওপরের অংশে ফাউন্ডেশন টেস্ট করে নয়! বলছেন বিশেষজ্ঞ।
6/6লাইনার- লিপস্টিক লাগানোর সময় একটি ট্রিক কার্যকরী করে দেখার কথা বলছেন মেক আপ বিশেষজ্ঞ। তিনি বলছেন, যে রঙের লিপস্টিক বাছাই করেছেন, সেই রঙেরই লাইনার পরবেন না। ঠোঁটকে উজ্জ্বল করে তুলতে হলে, যে রঙের লিপস্টিক পরছেন, সেই রঙের থেকে ১-২ শেড গাঢ় রঙের লিপ লাইনার বাছাই করে নিন। এতে ঠোঁট হবে সুন্দর।