বাংলা নিউজ > টুকিটাকি > Eid Mubarak 2022 Wishes: ইদের শুভেচ্ছাবার্তা, SMS, হোয়াটসঅ্যাপ, ফেসবুক স্টেটাস

Eid Mubarak 2022 Wishes: ইদের শুভেচ্ছাবার্তা, SMS, হোয়াটসঅ্যাপ, ফেসবুক স্টেটাস

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন ইদ মোবারক ২০২২-এর শুভেচ্ছাবার্তা, SMS, ফেসবুক স্ট্যাটাস। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)

সবাইকে ইদের শুভেচ্ছা বার্তা(Eid Wishes 2022) পাঠানো চাই-ই চাই।

আবার সেই খুশির ইদ। এই শুভ সময়ে সকলের মনেই এক আনন্দের মেজাজ। আর আনন্দের সূত্রপাত কিন্তু একটাই। সকলের সঙ্গে ইদের শুভেচ্ছাবার্তা ভাগ করে নেওয়ায়। আর বর্তমানে ডিজিটাল যুগে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে সবাইকে ইদের শুভেচ্ছা বার্তা(Eid Wishes 2022) পাঠানো চাই-ই চাই।

 

তাই শুধুমাত্র আপনাদের জন্যই রইল Eid 2022-এর সুন্দর কিছু Wishes। হিন্দুস্তান টাইমস বাংলার এই পেজটি বুকমার্ক করে রাখুন। এখান থেকে কপি পেস্ট করে আপনার প্রিয়জনদের পাঠিয়ে দিন ইদের শুভেচ্ছাবার্তা।

 

ইদ মোবারক’ হল একটি আরবি শব্দ। এর অর্থ 'আনন্দ উদ্‌যাপন কল্যাণময় হোক।' বিশ্বজুড়ে মুসলমানরা ইদ-দুল আযহা এবং ইদ-দুল ফিতরের সময়ে এই শুভেচ্ছা একে অপরকে দিয়ে থাকেন।

পবিত্র রমজান মাসের সকলেই এই বিশেষ দিনের জন্য অপেক্ষা করে থাকেন। খুশির ইদে তাই বাঁধভাঙা আনন্দে মেতে ওঠেন সকলে। বিশেষ করে ইদের চাঁদ নিয়ে সকলের জল্পনা তুঙ্গে থাকে। 

ছবিতে ইদের শুভেচ্ছাবার্তা পাঠাতে চান? ক্লিক করুন এইখানে

 

বাংলায় ইদ মোবারক শুভেচ্ছাবাণী – Bengali Eid Wishes

1

আজকে খুশির বাঁধ ভেঙেছে,

ইদ এসেছে ভাই ইদ এসেছে

শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,

সবার ঘরে আজ ইদ এসেছে

সেই দিন আর নয় বেশি দূর,

রমযান শেষ হলে

কাটবে অপেখখার ঘোর।

ইদ মোবারক

2

নীল আকাশে ইদের চাঁদ

ইদের আগে চাঁদনী রাত

ইদ হলো খুশির দিন

দাওয়াত রইলো ইদের দিন,

ভাল থেকো সীমাহীন ।

ইদের দিনটা তোমার হোক রঙিন

ইদ মোবারক।

3

দূরের মানুষ আসুক কাছে

কাছের জন থাকুক পাশে

মন ছুটে যাক মনের টানে

নয়া চাঁদের আগমনে

ইদ কাটুল খুশি মনে

***** ইদ মোবারাক ****

4

কাউকে ইদের দাওয়াত দিলে এটা পাঠান

ইদের দাওয়াত তোমার তরে

আসবে তুমি আমার ঘরে

কবুল কর আমার দাওয়াত

না করলে পাবো আঘাত

তখন কিন্তু দেবো আড়ি

যাব না আর তোমার বাড়ি

5

মনের মানুষের জন্য

তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি

তুমি পাহাড়ের গায়ে ঝরনার পানি,

তুমি বরষার এক পরশ বৃষ্টি,

তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ,

তোমাকে জানাই 'ইদ মোবারাক'

6

আল্লা সকলের মনের বাসনা,

পূরণ করুন

আল্লা সকলের মনের অন্ধকার,

দূর করুন

আল্লা সকলের অপরাধ,

মাফ করুন

তুমি ও তোমার পরিবারকে জানাই

ইদ মোবারক।

7

পড়েছে আজ চাঁদের নজর,তাইতো পেলাম ইদের খবর।

হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,সবাই পেলো ইদের বাতাস।

সবাইকে ইদের শুভেচ্ছা।

 

8

ইদে মানেই সুরমা-টুপি

ভীষণ খুশি ভাই

বিরিয়ানি, রুটি-গোস্ত

জমিয়ে সবাই খাই

জানাই আমার আন্তরিক

*** ইদ মোবারক ***

9

নতুন পোশাক পরে নিও, বেশি করে ইদের সেলামি নিও । সেমাই খেও পেট ভরে ঘুরাফেরা করো মন ভরে । ইদ মোবারাক বল প্রাণ খুলে ।

10

ইদ আনে বস্তা ভর্তি খুশি, তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি। তাই বলে ইদ কখনো হবে না বাসি, ইদ মোবারক।

11

যেদিন দেখব ইদের চাঁদ, খুশি মনে কাটবে রাত। নতুন সাজে সাজব আজ, আজ হলো ইদের দিন আনন্দে কাটবে সারাদিন। ইদ মোবারাক

12

মেঘলা আকাশ মেঘলা দিন ইদের

বাকি একদিন,কাপড় চোপড়

কিনে নিন,গরিব দুঃখীর খবর নিন,

দাওয়াত রইল ইদের দিন।

'ইদ মোবারক'

13

ফুল সুভাষ দেয়, দৃষ্টি মন চুরি করে,

খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের

কাদায়, আর আমার এই এসএমএস

তোমাকে ইদের শুভেচ্ছা জানায়,

'EID মোবারক'

14

ইদ মুবারক। ইদের এই শুভ দিনে আপনি ও আপনার পরিবার যেন আল্লার দোয়া লাভ করেন। সবাই সুস্থ থাকুন, আনন্দ করুন। 

বন্ধ করুন