Girls private time: বাইরে নিজেদের উপস্থিতির বিষয়ে বেশ সচেতন থাকেন মেয়েরা। তবে ঘরের ভিতর নিজের মতো থাকতেই ভালোবাসেন তাঁরা। এই সময়ে কী কী করতে ভালোবাসেন মেয়েরা?
1/6বাইরে বেরোলে অন্যদের সামনে অনেক মেয়েই বেশ সচেতন থাকেন। তবে বাড়িতে থাকলে সেই সব আগল খুলে ফেলেন তাঁরা। নিজের সময়ে এই কাজগুলি করতে ভালোবাসেন তাঁরা। (Pexels)
2/6লোকের সামনে মেয়েরা বসা বা চলাফেরার ব্যাপারে অনেকটা সচেতন থাকেন। কিন্তু বাড়িতে থাকলে এইসব নিয়ে অতটা ভাবেন না তাঁরা। বেশ আরামসে নিজের মতো ঘোরাফেরা করেন। (Pexels)
3/6অনেক মেয়েই ফাঁকা সময়ে ভবিষ্যত নিয়ে ভাবতে ব্যস্ত থাকেন। আগামীদিনে কী হতে চলেছে বা কী হতে পারে, সেই সম্পর্কে ভেবে অনেকটাই সময় কাটাতে ভালোবাসেন। (Pexels)
4/6পরিচ্ছন্নতার ব্যাপারে মেয়েরা খুব সচেতন। তাই একটু একা থাকলেই সেইদিকেই মন দেন তাঁরা। নিজেকে কেমন দেখতে লাগছে তা যাচাই করে নেন। এছাড়াও, গায়ে দুর্গন্ধ নিয়েও তাঁরা বেশ সচেতন। তাই ফাঁকা সময়ে নিজেদের পরিচর্যা করেন তাঁরা। (Pexels)
5/6গরমের মধ্যে অন্তর্বাস পরে থাকতে অনেক মেয়েই অস্বস্তি বোধ করেন। তাই ঘরের মধ্যে ঢুকলে প্রথমে তাঁরা অন্তর্বাস খুলে ফেলেন। এতে অনেকটাই স্বস্তি বোধ করেন মেয়েরা। (Pexels)
6/6বাইরে বন্ধুর বাড়িতে থাকলে বা আত্মীয়দের সঙ্গে থাকলে শোওয়ার ব্যাপারে বেশ সচেতন থাকেন মেয়েরা। তবে বাড়িতে একা থাকলে নিজের মতো আরাম করে আলগাভাবে শুতে ভালোবাসেন তাঁরা। (Pexels)