Varanasi Budget Trip: বর্ষায় কম খরচে ঘুরে নিন বেনারস! দেখুন কীভাবে মাথাপিছু ৫-৭ হাজারে করবেন প্ল্যান
Updated: 13 Aug 2023, 05:27 PM ISTবেনারসের ঘাট, অলিগলি, সুস্বাদু চাট খাওয়ার সাধ আপনার মনে এলে-- ঘুরে নিন এই বর্ষাতেই। অফ সিজনে হোটেলের ভাড়া কম পড়বে। আর বৃষ্টির জলে ফুলেফেঁপে ওঠা গঙ্গা দেখার মজাই আলাদা। দেখে নিন কীভাবে করবেন পরিকল্পনা-
পুরাণ অনুসারে, শিব এই শহরের প্রতিষ্ঠা করেছিলেন। পাণ্ডব ভ্রাতারা কুরুক্ষেত্রের যুদ্ধে ভ্রাতৃহত্যা ও ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে উদ্ধার পেতে শিবের খোঁজ করতে করতে এসে পৌঁছন বারাণসীতে। হিন্দু শাস্ত্র অনুসারে, যে সাতটি শহর মোক্ষ প্রদান করতে পারে, তার মধ্যে একটি হল কাশী। বিশ্বাস, এখানে মৃত্যু হলে মোক্ষ লাভ হয়। বারাণসীর কাছে সারনাথেই গৌতম বুদ্ধ প্রথম বৌদ্ধধর্ম প্রবর্তন করেছিলেন। হাওড়া থেকে ট্রেনে বেনারস স্টেশনে এসে নামতে পারেন। অথবা দিল্লিতে এসে সেখান থেকে বাসেও আসতে পারেন বেনারস। বেনারসে রয়েছে এয়ারপোর্টও। অফ সিজনে বিমানের ভাড়াও কম পাবেন। যদিও সেক্ষেত্রে বাজেট বেড়ে যাবে অনেকটাই। সব থেকে ভালো হয় ট্রেন ধরে সোজা বেনারস স্টেশনে নামলে। (ছবি-সংগৃহিত)
পরবর্তী ফটো গ্যালারি