বাংলা নিউজ > টুকিটাকি > International Math Olympiad: অঙ্কে এগিয়ে ভারত! আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াডে ১১৮টি দেশ হারিয়ে দারুণ জয়
পরবর্তী খবর

International Math Olympiad: অঙ্কে এগিয়ে ভারত! আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াডে ১১৮টি দেশ হারিয়ে দারুণ জয়

আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াডে চমকপ্রদ জয়! (PIB)

International Math Olympiad: আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াডে চমকে দেওয়ার মতো ফল করল ভারত। দীর্ঘ ১০ বছর পর এমন সাফল্য এল। ১১৮টি দেশের মধ্যে এবারের প্রতিযোগিতা হয়।‌

আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াডে ফের প্রথম দশে জায়গা করে নিল ভারত। ভারতের তরফে এবারের অলিম্পিয়াডে ছয় প্রতিযোগী অংশ নেয়। জাপানের চিবায় ২ থেকে ১৩ জুলাই আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াড। সেখানেই দুটি স্বর্ণ পদক, দুটি রৌপ্য পদক ও দুটি ব্রোঞ্জ পদক জিতে নেয় ভারতের ছয় প্রতিযোগী। সব মিলিয়ে ১১৮টি দেশের প্রতিযোগীরা এই অলিম্পিয়াডে অংশ নেয়। তাদের হাড্ডাহাড্ডি লড়াইয়েই নবম স্থান অর্জন করল ভারত। 

আরও পড়ুন: বন্যার বিপদে ভারতের বিশাল সংখ্যক মানুষ! ভয়ঙ্কর কথা জানাল সমীক্ষা

আরও পড়ুন: চোখ মারারও ইতিহাস আছে! প্রথম কে চোখ মেরে ‘ইঙ্গিত’ করেন? জানলে মজা পাবেন

ম্যাথ অলিম্পিয়াডের জাতীয় কোঅর্ডিনেটর পৃথ্বীজিৎ দে সংবাদ মাধ্যমকে জানান, এই নিয়ে চতুর্থবার প্রথম দশে জায়গা করে নিল ভারত। এর আগে ১৯৯৮ ও ২০০১ সালে সপ্তম স্থান অধিকার করেছিল ভারত। ২০০২ সালে নবম স্থান অর্জনের পর চলতি বছরে অবার সেই স্থানেই জিতে নিল ছয় প্রতিযোগী। এর পাশপাশি দুটি স্বর্ণ পদক আনার ব্যাপারেও ভারত এবার চতুর্থ। ১৯৯৮ সালে তিনটি সোনার পদক, ২০০১ ও ২০১২ সালে সালে দুটি স্বর্ণ পদক জয় করেছিল ভারতের প্রতিযোগীরা। চলতি বছরেও দুটি স্বর্ণ পদক জিতে নিল ভারত।  

এই দিন স্বর্ণ পদক জয়ীদের নামও প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াডের সাইটে। সেই তালিকায় স্বর্ণ পদক জয়ী হয়েছে বেঙ্গালুরুর অতুল শতবর্ত নাদিগ। মোট ৪২ নম্বরের প্রতিযোগিতায় ৩৭ পেয়েছে সে। নয়া দিল্লির অর্জুন গুপ্ত একই নম্বর পেয়ে জিতে নিয়েছে স্বর্ণ পদক। রৌপ্য পদক জয়ীদের তালিকায় রয়েছে অসম গুয়াহাটির আনন্দ ভাদুড়ি। ৪২ নম্বরের মধ্যে ২৯ পেয়েছে সে।  অন্যদিকে মহারাষ্ট্রের পুণের সিদ্ধার্থ চোপাড়াও একই নম্বর পেয়ে জিতে নিয়েছে রৌপ্য পদক। ব্রোঞ্জ পদক জয়ীদের তালিকায় রয়েছে মহারাষ্ট্রের পুণের আদিত্য মাঙ্গুডি ভেঙ্কট গনেশ। ৪২ এর মধ্যে ২২ নম্বর পেয়েছে সে। অন্যদিকে আরেক ব্রোঞ্জ পদক জয়ী অর্চিত মানস ৪২ এর মধ্যে ২০ নম্বর পেয়েছে। 

প্রসঙ্গত, ভারতের ছয় প্রতিযোগীর সঙ্গে আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াডে গিয়েছিলেন হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশনের পৃথ্বীজিৎ দে। চেন্নাই ম্যাথেমেটিকাল ইনস্টিটিউটের সাহিল মাস্কর, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অনন্ত মুদগল ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির প্রাঞ্জল শ্রীবাস্তব। এই দলটির মধ্যে সাহিল ২০০৫ সালের অলিম্পিয়াডে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন। অন্যদিকে অনত মুদগল ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের অলিম্পিয়াডে প্রতিযোগী ছিলেন।

Haryana and JNK Election Haryana and JNK Election

Latest News

'এই পবিত্র ভূমি রক্ষা কর', প্রকাশ্যে এল নিহত হেজবোল্লা প্রধানের অডিয়ো বার্তা বাবা হচ্ছেন অজি দলের মার্শ ও হেড, খেলবেন না সামনের গুরুত্বপূর্ণ সিরিজ 'বেশি শক্তি, ভালোবাসার' জন্য অবিবাহিত হয়েও দুর্গাবরণ করলেন স্বস্তিকা! খারাপ সময়ে বন্ধু দল থেকে বাদ পড়তেই ক্ষোভ প্রকাশ! পাক বোর্ডের রোষানলে ফাখর জামান আরজি কর কাণ্ডে বিপাকে সন্দীপ ঘোষ, সামনে চাঞ্চল্যকর তথ্য, নাম জড়াল আরও অনেকের বৃশ্চিকে ব্রহ্মযোগ! শুক্রের গমনে ৪ রাশির অসামান্য উপকার হবে, আসবে ব্যাপক টাকা ‘মধ্যস্থতার দরকার…’ পরমরা অনশন তোলার আর্জি জানাতেই সাফ বার্তা জুনিয়র ডাক্তারদের বাবা সিদ্দিকি খুনে গ্রেফতার চক্রী, এখনও বেপাত্তা 'পেপার স্প্রে' করে পালানো খুনি চিন্নাস্বামীতে রোহিত-বিরাটদের সঙ্গে সাক্ষাৎ দ্রাবিড়ের! বুধবার শুরু টেস্ট সিরিজ… দুর্গা প্রতিমা ভাসানের সময় সাম্প্রদায়িক হিংসা, গুলিতে নিহত এক, সাসপেন্ড ২ পুলিশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.