French Fries Side Effects: আলুভাজা খেতে ভালোবাসেন? পরের বার এটি খাওয়ার আগে জেনে নিন শরীরের কী হাল হচ্ছে
Updated: 26 Apr 2023, 10:21 AM ISTFrench fries Side Effects: আলু তুলতুলে করে ভাজা বা ফ্রেঞ্চ ফ্রাই কে না পছন্দ করেন? সন্ধ্যায় বাড়িতে, সিনেমা হলে বা ট্রেনে-বাসে লম্বা ভ্রমণের সময়ে জলখাবার হিসাবে এটি অনেকেরই পছন্দ। কিন্তু, আপনি কি জানেন যে, এই আলুভাজা আপনার স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে? না জানলে এখান থেকে জেনে নিন।
অত্যধিক ভাজা আলু খেলে মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে অ্যাংজাইটি বা উদ্বেগ এবং ডিপ্রেশন বা অবসাদের মতো সমস্যা বাড়তে পারে।
(Photo: Hindustan Times/Live Hindustan)